পরথম পোষ্ট

অনেক দিন ধইরাই শুন্তাছি এই ব্লগের কথা, মাগার বাংলা টাইপ করবার পারতাম না দেইখা কোনদিন সাহস করবার পারি নাই। আইজকা যহন অফিসে মেলা কাম, ম্যানেজার যে কুনু সুময় রুম এ হান্দায় পরতে পারে, সেই সুময় ভাব্লাম বইয়া বইয়াই ত আসি, কিছু productive কাম করি। জীবনে এই পরথম বাংলা টাইপ করলাম। ভুল ভেরান্তি হইলে ক্ষমা কইরা দিয়েন।

কলেজ ছারছি আইজ এগার বচ্ছর। দিনে দিনে কম হয় নাই দেহি। দেশ ছারছি আইজ তিন বচ্ছর। এহন পইরা রইছি পিরথিবির কোন এক কোনায়। নয় মাস শীত আর তিন মাস গরমের দ্যাশ। বাঙ্গালির সংখা হাতে গোনা না হইলেও চলার মত। কিন্তুক তারপরও ক্যাডেট এর অভাব নাই। জয় ক্যাডেটস, ক্যাডেটস দীর্ঘজীবি হোক। আমিন, ছুম্মা আমিন।

২,৩৯৩ বার দেখা হয়েছে

১৯ টি মন্তব্য : “পরথম পোষ্ট”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।