অনেক দিন ধইরাই শুন্তাছি এই ব্লগের কথা, মাগার বাংলা টাইপ করবার পারতাম না দেইখা কোনদিন সাহস করবার পারি নাই। আইজকা যহন অফিসে মেলা কাম, ম্যানেজার যে কুনু সুময় রুম এ হান্দায় পরতে পারে, সেই সুময় ভাব্লাম বইয়া বইয়াই ত আসি, কিছু productive কাম করি। জীবনে এই পরথম বাংলা টাইপ করলাম। ভুল ভেরান্তি হইলে ক্ষমা কইরা দিয়েন।
কলেজ ছারছি আইজ এগার বচ্ছর। দিনে দিনে কম হয় নাই দেহি। দেশ ছারছি আইজ তিন বচ্ছর। এহন পইরা রইছি পিরথিবির কোন এক কোনায়। নয় মাস শীত আর তিন মাস গরমের দ্যাশ। বাঙ্গালির সংখা হাতে গোনা না হইলেও চলার মত। কিন্তুক তারপরও ক্যাডেট এর অভাব নাই। জয় ক্যাডেটস, ক্যাডেটস দীর্ঘজীবি হোক। আমিন, ছুম্মা আমিন।
আমিন, ছুম্মা আমিন :boss:
সাতেও নাই, পাঁচেও নাই
ভাইজান কুন দেশে?আল্লাহ ই জানে রোজা রমজানের দিনে আপনেরা "কোমল্মত" ক্যাডেটরা মিল্লা কি না কি করতাছেন... 😀
:))
সংসারে প্রবল বৈরাগ্য!
এক্কেরে যায়গামত হাত দিসেন ভাই সাব। রোযা আইসা খাওন দাওনের হিসাব সব পাল্টাই গেসেগা। তয় আল্লায় দিলে মসজিদে মাগ্না ইফতার দেয়, কষ্ট কইরা নিজে বানাইতে হয় না। তাই বইল্লা বেলাইনে যাওয়া বন নাই। হেদিন পাল্লায় পইরা আরো দুই চাইর ক্যাডেট এর লগে নাইট ক্লাব এ ঢু মারতে গেসিলাম। কপাল ভাল, আল্লায় মান রাখছে, যে ভিড় আছিল, লাইনে আধাঘন্টা খারাইয়া চইলা আইতে অইছে।
:khekz: :pira:
কোমল-মতি* হইব
ঐ, তুমি কি শেরে বাংলা হাউজের পুচকি মরতুজা না? দুই নম্বর টেবিলে বসতা না?
দিলেন তো পেষ্টিজ এর বারটা বাজাইয়া। জাউগগা, মানির মান আল্লায় রাখে।
আহসান ভাই
পুরা বুলস আই (তে মারছেন)।
মরতুজা ভাই, স্বাগতম। আপনে আছেন কৈ?
Life is Mad.
আছি ভাই খুব চাপ এর মইদ্দে। 🙂
🙁 🙁 🙁 :(( :(( :((
ভাইজান ডরাইলেন না কি আক্ষেপ করলেন বুজলাম না।
=)) =)) =))
ক্যাডেট গুলা এত boss ক্যান?
=)) =))
নিজেরে এমনে বস কয়্যা দিলি... :clap:
মরতুজা ভাই সালাম এবং ব্লগে স্বাগতম।
অফটপিকঃ
মরতুজা ভাইয়ের হাতের স্পর্শে জীবনে এক বারই চোখে শর্ষে ফুল দেখছিলাম আজও মনে আছে।
বস ট্রেইলার তো দেখাইলেন। আসল লেখা এইবার ছাড়েন। 🙂 🙂
বস আপনি কি মাইক্রোসফটের মরতুজা 😀