নতুন বন্ধুদের স্বাগতম

বিপদে যেমন আসল বন্ধু চেনা যায়, ঠিক তেমনই গত কয়েকদিনে দেশের এই ক্রান্তিলগ্নে যেভাবে সিসিবির সদস্যরা এগিয়ে এসেছেন, তাতে সিসিবি পরিবারের বন্ধনের জোরও টের পাওয়া যায়। এই শোকের সময়ে আমাদের সাথে আরও অনেক নতুন বন্ধুরা যোগ দিয়েছেন তাদের স্বাগতম জানানোই আমার মূল উদ্দেশ্য।

স্বাগতম।

গত এক সপ্তাহে ৫০০+ সদস্য থেকে এই মাত্র ৭০০ সদস্য পুর্ণ হোল। (চামে দিয়া বামে আমার ক্যাডেট নাম্বারের পুর্তি পালন কইরা লইলাম 😀 )। পোস্টের সংখ্যা প্রায় ১৫০০ 😮 । গত মাসেই তো মনে হয় ১০০০ পোস্টের মাইলস্টোন পার করেছিলাম!

নতুন পুরাতন সবাইকে আবার স্বাগতম, শুভ ব্লগিং। (অই, কে আছিস, সবাইরে চা দে! পয়সা আমি দিমুনে :-B )

৪,৩৫৫ বার দেখা হয়েছে

৫২ টি মন্তব্য : “নতুন বন্ধুদের স্বাগতম”

  1. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
    চামে দিয়া বামে আমার ক্যাডেট নাম্বারের পুর্তি পালন কইরা লইলাম

    বস আপনের ক্যাডেট নাম্বারটা দেখনের লাইগা আমারে চামে দিয়া বামের বদলে ডানে তাকাইতে হইলো, আমারে তাইলে কফি খাওয়ান 😀
    নতুন পুরাতন সবাইকে আবার স্বাগতম, শুভ ব্লগিং
    :thumbup:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  2. টিটো রহমান (৯৪-০০)

    সিসিবির সদস্য সংখ্যা ও মরতুজা ভাইয়ের ক্যাড়েট নাম্বার কাকতালীয়ভাবে মিলে যাওয়ায় মরতুজা ভাইয়ের ব্যাঞ্চাই :grr: :grr: :grr: :grr: :grr: :grr:

    অফটক: অনেক নতুন সদস্য আসলেও মন্তব্য দেখি পুরানরাই করে...নতুনদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে এখানে মন্তব্য করতে শর্মপাইয়েন না বরং মন্তব্যই এ ব্লগের প্রাণ.....(কপিরাইট- ব্লগ এডু)


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  3. বিপদে যেমন আসল বন্ধু চেনা যায়, ঠিক তেমনই গত কয়েকদিনে দেশের এই ক্রান্তিলগ্নে যেভাবে সিসিবির সদস্যরা এগিয়ে এসেছেন, তাতে সিসিবি পরিবারের বন্ধনের জোরও টের পাওয়া যায়।

    :thumbup: :thumbup: :thumbup:

    নতুন পুরান সব্বাইকে স্বাগতম।
    আরে সেই সাথে মাসুম ভাইয়ের পক্ষ থেকে গোয়ালিনী।
    বিল দিবে লাবলু ভাই। 😀 😀 😀

    জবাব দিন
  4. জুনায়েদ কবীর (৯৫-০১)

    সহমত... :thumbup:
    পানি পানের আগে অবশ্যই ফুটিয়ে নেয়া উচিৎ... :-B

    অটঃ মরতুজা ভাই, কন্টেন্ট এর সাথে না মিললে মাফ কইরা দিয়েন...আগের পোস্টের দুই লাইন পিরা মিথা ঘিরছে...তাই আপনার টা না পড়েই... 😛


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  5. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    স্বাগতম মরতুজা। স্বাগতম নবীন-নবীনা। জুনিয়র হইলে আমার সম্মানে ১০টা কইরা :frontroll: শুরু কইরা দাও। অ্যাডজুটেন্ট ইউসুফ পাঙ্গানিটা নিশ্চিত কইরো। 😀 😀 😀

    আর এই ফাঁকে একটা বিপজ্জনক খবর দিই। আমার বেশ কয়েকজন সিনিয়রও দেখলাম চলে আসছেন। ভয়ে ভয়ে আছি, উনারা না আইস্যা এইবার আমারে পাঙ্গানি দেন! এতোদিন তো ভালোই আছিলাম। ~x( ~x( ~x(


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।