বিপদে যেমন আসল বন্ধু চেনা যায়, ঠিক তেমনই গত কয়েকদিনে দেশের এই ক্রান্তিলগ্নে যেভাবে সিসিবির সদস্যরা এগিয়ে এসেছেন, তাতে সিসিবি পরিবারের বন্ধনের জোরও টের পাওয়া যায়। এই শোকের সময়ে আমাদের সাথে আরও অনেক নতুন বন্ধুরা যোগ দিয়েছেন তাদের স্বাগতম জানানোই আমার মূল উদ্দেশ্য।
স্বাগতম।
গত এক সপ্তাহে ৫০০+ সদস্য থেকে এই মাত্র ৭০০ সদস্য পুর্ণ হোল। (চামে দিয়া বামে আমার ক্যাডেট নাম্বারের পুর্তি পালন কইরা লইলাম 😀 )। পোস্টের সংখ্যা প্রায় ১৫০০ 😮 । গত মাসেই তো মনে হয় ১০০০ পোস্টের মাইলস্টোন পার করেছিলাম!
নতুন পুরাতন সবাইকে আবার স্বাগতম, শুভ ব্লগিং। (অই, কে আছিস, সবাইরে চা দে! পয়সা আমি দিমুনে :-B )
আমার পক্ষ থেকেও স্বাগতম 🙂
১ম :-B
=)) =)) =))
:khekz: :khekz:
বস আপনের ক্যাডেট নাম্বারটা দেখনের লাইগা আমারে চামে দিয়া বামের বদলে ডানে তাকাইতে হইলো, আমারে তাইলে কফি খাওয়ান 😀
নতুন পুরাতন সবাইকে আবার স্বাগতম, শুভ ব্লগিং
:thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
এই, কে আছিস, কাইয়ুমরে কফি দে। লগে দুইডা টোস্ট বিস্কিটও দিস্। খাইলে লগে একখান আকিজ বিড়ি। :awesome:
:teacup: :teacup:
বিড়িপান পানেই বিষপান, কাইয়ুম ভাইয়ের স্বাস্থ্যের জন্য ভালো না, আমি দিবার পারমু না :-B
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
তাইলে ওরে বেনসনই দে। আমারেও এট্টা দিস্। আহারে, কতদিন বেনসন খাইনা :((
হ... সারাদিন ডানহিল খাইলে তো এইডা কইবেন ই...
রকিব, কাইয়ূম ভাই ধুমপান করেন না...ওনারে তুই বরং একটু বিষ আইনা দে... :grr:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
সিনিয়র্কে বিষ্খাওয়ানোর্চেষ্টার্জন্য জুনায়েদ ভাইয়ের্ব্যাঞ্চাই।
ভাইডি তোমার লেখা পড়তে গেলে তো বাংলায় পি এইচ ডি করা লাগবে... যুক্তাক্ষর যেমনে লিখসো!!!
যান, পিএইচডির্পরাইসাতার্পরপড়েন :-B
সাতেও নাই, পাঁচেও নাই
=)) =)) :boss:
মরতুজা ভাই,আমিও খাপো :(( :((
৩য়...
সিসিবি বেশ সমৃদ্ধ হয়ে উঠেছে :thumbup: :thumbup:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
হুম
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
নতুনরাই দোস্ত হইব??
মনে বড় আশা, আমরা পুরানারাও মরতুজা ভাইয়ের দোস্ত হইতাম চাই। 😛
যাক, চামে দিয়া বামে মরতুজা ভাই একটা লেখা দিয়া দিল। 😀 😀
স্বাগতম সবাইকে।
সিসিবির সদস্য সংখ্যা ও মরতুজা ভাইয়ের ক্যাড়েট নাম্বার কাকতালীয়ভাবে মিলে যাওয়ায় মরতুজা ভাইয়ের ব্যাঞ্চাই :grr: :grr: :grr: :grr: :grr: :grr:
অফটক: অনেক নতুন সদস্য আসলেও মন্তব্য দেখি পুরানরাই করে...নতুনদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে এখানে মন্তব্য করতে শর্মপাইয়েন না বরং মন্তব্যই এ ব্লগের প্রাণ.....(কপিরাইট- ব্লগ এডু)
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ধন্যবাদ, কিন্তু আইসাই দেখি চা বানাইতে বলে 🙁 🙁 🙁
টিটো ভাই,আমি পুরান হওয়া সত্ত্বেও চ্রম শ্রম পাই..কি করুম কনতো... :(( :((
মরতুজা ভাইরে.. :thumbup: :thumbup:
তোর এই ডায়লগের পর আমারি তো শরম লাগতাছে :shy: 😕 :shy:
কারণ তুই শরম না শ্রম পাইস ;))
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
😛 😛 ;;;
তাও আবার চ্রম শ্রম!!
:)) :)) :))
অল ক্রেডিট গোজ হু বয়েজ, এসপেসালি...........
মিনে......????? 😐
:thumbup: :thumbup: :thumbup:
নতুন পুরান সব্বাইকে স্বাগতম।
আরে সেই সাথে মাসুম ভাইয়ের পক্ষ থেকে গোয়ালিনী।
বিল দিবে লাবলু ভাই। 😀 😀 😀
অই, মাসুম ভাই কি গোয়ালিনীর হোল সেলার নাকি?
সবার মতো আমিও এডুর ভাব নিয়া কই, নতুন পুরাতন সবাই শুভ লেখালেখি।
সহমত... :thumbup:
পানি পানের আগে অবশ্যই ফুটিয়ে নেয়া উচিৎ... :-B
অটঃ মরতুজা ভাই, কন্টেন্ট এর সাথে না মিললে মাফ কইরা দিয়েন...আগের পোস্টের দুই লাইন পিরা মিথা ঘিরছে...তাই আপনার টা না পড়েই... 😛
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ঠিক।
ট্রাফিক আইন মেনে চলুন।
আমিও একমত
:just: এই কথাটাই আমি সবাইরে বুঝাইতে চাইতেসি...
বেশি করে আলু খান,ভাতের উপর চাপ কমান... :thumbup: :thumbup:
:just: একটা কতা বুঝতিছি না..
আলু খাওয়ার লগে ট্রফিক এর কি রিলেশন??
হুম জানতে হলে বাঁচতে হবে
জুনা ভাই, চা ফুটন্ত-পানির মধ্যযুগীয় ভার্সন 😐
মরতুজা ভাইকে স্বাগতম।
শুভ লেখালেখি ভাইয়া 😉
দ্যাকছ, আমারে টিটকারি দেয় পোলায়... :gulli2:
=)) =))
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
😀 :khekz: :goragori:
সবাইরে স্বাগতম...
স্বাগতম মরতুজা। স্বাগতম নবীন-নবীনা। জুনিয়র হইলে আমার সম্মানে ১০টা কইরা :frontroll: শুরু কইরা দাও। অ্যাডজুটেন্ট ইউসুফ পাঙ্গানিটা নিশ্চিত কইরো। 😀 😀 😀
আর এই ফাঁকে একটা বিপজ্জনক খবর দিই। আমার বেশ কয়েকজন সিনিয়রও দেখলাম চলে আসছেন। ভয়ে ভয়ে আছি, উনারা না আইস্যা এইবার আমারে পাঙ্গানি দেন! এতোদিন তো ভালোই আছিলাম। ~x( ~x( ~x(
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আরেকটা কথা মরতুজা। পার্বতী কি তুমারে শেষ পর্যন্ত ব্লগানোর অনুমতি দিছে?
ভাবি : পুলাডারে মাঝে-মইধ্যে আমাদের জন্য :just: একটু ছাইড়েন!! প্লিইইইইইজ.... ;;) ;;) ;;)
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:thumbup: :thumbup: :thumbup: :thumbup:
সহমত
:dreamy: :dreamy: :dreamy: ;;; ;;;
:dreamy: :dreamy: :dreamy: :dreamy: :dreamy: :dreamy:
:tuski: :awesome: :tuski: :awesome: :tuski: :awesome:
:tuski: :guitar: :tuski:
সরি,সানা ভাই
:frontroll: :frontroll: :frontroll:
সবাইকে নিজের ঘরে স্বাগতম।
সবাইরে :salute:
কবে যে ১০০০+ হবে :dreamy: