কোন এক যাত্রা পালায় দেখেছিলাম বোধহয়। যাত্রা পালা মানে টিভিতে দেখা যাত্রা। নায়ক রক্তমাখা গায়ে বলছে “মরি নাই, আমি মরি নাই”। আমারও এখন কিছুটা সেরকম অবস্থা। কেন এরকম অবস্থা জানতে কিঞ্চিত আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নেয়ার মত হয়ে যায়।
পত্রিকা আর টিভির কল্যানে সবারই জানা আছে বিশ্ব এখন মহা মন্দার মধ্য দিয়ে যাচ্ছে। ইস্পিশাল চায়ের মত আমেরিকায় আবার ইস্পিশাল কইরা মন্দা যাইতাছে। মানে বুশ মামারই কল্যানে এই অবস্থা কিনা। গত সোমবারে একদিনে সত্তুর হাজার লোকের চাকরি চলে গেছে। বেকারত্বের হার আশঙ্কাজনক ভাবে বেড়ে চলেছে। মাইক্রোসফ্টেও গত সপ্তাহে ৫০০০ লোকের ছাঁটাই করা হয়েছে। এর মধ্যে একদিনে ছাঁটাই হয়েছে ১৫০০, বাকি ৩৫০০ যাবে আগামী ১৮ মাসে। এসবের ধাক্কা আমিও কিছুটা অনুভব করছি। আমার পাশের রুমে যে ব্যাটা বসত, সেই ব্যাটা এখন আর নাই। মানে কানের পাশ দিয়া গুলি আর কি। তারওপর আমাদের প্রোডাক্ট এখনও রিলিজ হয়নি। না হওয়া পর্যন্ত প্রোডাক্ট কাট হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। তো, আমি পুঁটি মাছ থেকে শুরু করে সবাই এখন চাকরি বাঁচানো নিয়ে ব্যাস্ত।
আর এরই ঠেলায় সিসিবিতে চোখ বুলানো হয়নি এক হাজার পোস্ট পার হবার পর। না জানি কত নতুন সদস্য আর কত নতুন লেখার আমাদানি হয়েছে! আপাতত “মরি নাই, আমি মরি নাই” বইলাই বিদায় নিতাছি। সবাইরে সালাম।
আমি পড়ে ১ম 😀 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
দোয়া করি ক্ষুদ্রনরম যাতে আপনার হাত থেকে এতো সহজে নিস্তার না পায়।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ব্যাপার না মরতুজা, ক্যাডেট মারা এত সহজ না। :thumbup:
তোমার নিশ্চিন্ত ভবিষ্যৎ কামনা করি।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ধন্যবাদ ফয়েজ ভাই। হে হেহ্ হে, যা কইছেন।
কোন হালায় আপনেরে মারবো এট্টু কইয়েন।ওরে নাসির স্টাফের কাসে পাঙ্গা খাইতে পাঠাই দিমু x-(
আরে ধুর! মরতুজা ভাইরে মারণের সাহস ক্ষুদ্রনরমের নাই।
ভাল থাইকেন ভাইয়া।
বস,
বিল গেটস ঝানু ব্যবসায়ী...
কারে রাখলে তার কোম্পানীর লাভ, আর কারে মারলে- এইটা সে ভালই বুঝে...
সো, আপনি নিশ্চিন্তে সিসিবিতে ব্লগাইতে থাকেন...
অফটপিকঃ অবুঝ এ মন জানতে চায়,
আপনার এই 'হাইবারনেশন' এর পিছনে পার্বতী ভাবীর পিন্ডিটা আবার মাইক্রোসফট এর ঘাড়ে চাপায় দিলেন না তো? :-/
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
আমিও এই সন্দ কর্তাছিলাম সাকেব ভাই।
অফ টপিক-আছেন কেমুন?ব্লগে ত দেখাই যায় না আপনেরে
:thumbup: :thumbup:
চিন্তা নিয়েন না ভাই গুণির কদর করতে ওরা জানে
তাও যদি মিস ফায়ার(আল্লাহ না করুক) হয় তাইলে বাংলাদেশ থিকা ক্ষুদ্র নরমের কেমন কইরা ব্যঞ্চাওয়া যায় সেটা দেখামু নে
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
দ্যাকছ, পোলাপাইনের হিসাবডা দ্যাকছ? আমি মরি আমার জ্বালায়, আর এই ফাজিল পোলা কয় আমি নাকি ডাউট দেই। সাকেব+{জাস্ট}মাসরুফ গং এর ভ্যান চাই এই অন্যায্য কমেন্টের জইন্যে।
বস্, পোলাপাইন গোনাগুনিটাতো ঠিক মত শিখেই নাই, তারউপরে এখন হিসাব নিয়া গন্ডগোল লাগাইছে। তয় যেইটা রটে সেইটা ফ্র্যাকশন হইলেও.... ;)) ;))
চিন্তা নাই বস্, উপরে আল্লাহ নিচে সিসিবি বাসীর দোয়া, আপনি নিশ্চিন্ত মনে ব্লগাইতে থাকেন। :hug:
সংসারে প্রবল বৈরাগ্য!
বস, নামের শুরুতে মর লাগায়া ঘুরেন, আপনার আর ডর কিসের ... 😉
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
হুম্ম, কথা সইত্য।
কিন্তু পরে আবার 'তু যা' আছে- ভয়টা তো ওখানেই... :-B
(জীবনের প্রথম ব্যাড জোক করলাম... ;;) )
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জীবনের প্রথম ... 😮
চক্ষু লজ্জায় বলতে পারি নাই বইলা আগের গুলারে তুই কি ভাবছস ?? :no:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
😛 😛 😛
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
-আজা, আজা, তোমার কপালে অক্ত...
-অক্ত নয়, আনী...অক্ত নয়..অং... B-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ভালো থেকো। (পার্বতীসহ) তোমাদের কল্যাণ হোক। সব অমঙ্গল দূরে মর গিয়া।
সিনিয়র ভাইয়ের ভাব নিলাম আরকি!! 😮 😮 😮
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
মরতুজা ভাই না মরিয়া প্রমান করিল তিনি মরেন নাই 😉
বেঁচে থাক বাবা। 🙂
আমিও মরি নাই। আমারও মন্দা যাইতেছে নেটের ইস্পিডের। 🙁 🙁 🙁