বার্লিনের প্রাচীর

ইতিহাসে আমি বরাবরই পাতিহাঁস। দিন তারিখ মনে কখনই রাখা হয়নি। তবে ৮৯এর ৯ই নভেম্বর যেদিন বার্লিন প্রাচীর ভেঙ্গে ফেলা হোল সেদিনের কথা কিছুটা হলেও মনে আছে। কি হচ্ছে তা বুঝিনি, তবে “কোন্ড ওয়ার”, “কমিউনিজম”, “গর্বাচেভ” শব্দগুলো মাথায় গেঁথে গিয়েছিল।

এর মাঝে বিশ বছর কেটে গেছে, কোনদিন বার্লিন প্রাচীর ভাঙ্গা নিয়ে কোন কৌতূহল হয়নি। তবে মাসখানেক আগে “দি লাইভ্স অভ আদারস” সিনেমাটা দেখে বেশ নাড়া খেয়েছিলাম। আজকে হঠাৎ মনে হচ্ছিল পূর্ব জার্মানীর তৎকালীন সরকার কি করে ভেবেছিল এভাবে তাদের জনগনকে বন্দী করে রাখতে পারবে?

জাউজ্ঞা, বিশ বছর পরে হঠাৎ করে ৯ই নভেম্বর নিয়ে কেন পরলাম? ঘটনা বার্লিনের দেয়াল ভাঙ্গার মত গুরুতর না হলেও আমার জন্য বেশ মারাত্বকই। হঠাৎ করেই আজকে সকাল আটটা দিকে বাপ বনে গেলাম। অনেক দিন পর দুচোখে পানি যেন বাধ মানছিল না। অপারেশন থিয়েটারে বসে মেয়ের প্রথম কান্না শুনে নিজের কান্না আর রুখতে পারলামনা।

আবেগ প্রকাশে আমি বরাবরই দূর্বল। তাই সে চেষ্টা আর করছি না। শুধু সবার কাছে দোয়া চাই মা আর মেয়ের জন্য। আর হ্যাঁ, মা-মেয়ে দুজনেই ভালো আছে ইনশাল্লাহ।

DSC02002

৪,৭৬৭ বার দেখা হয়েছে

৬৫ টি মন্তব্য : “বার্লিনের প্রাচীর”

  1. রকিব (০১-০৭)

    কনগ্রাচুলেশনস ভাইয়া এবং ভাবীকে।
    ভাবতাছি ফয়েজ ভাইয়ের দোয়াটাই দেবো কিনা আপনাকে !!! ;))
    ভাতিজি দেখি বিশাল কিউট :hug: :hug:


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  2. আশহাব (২০০২-০৮)

    ভাতিজি দেখি বিশাল কিউট :hug: :hug: :hug: কপিরাইট@রকিব ভাই
    দেখতে হবে না কোন রাশীর(বৃশ্চিক) B-) , ভাই মিস্টি কিন্তু পাওনা রইলো :goragori:
    অনেক অভিনন্দন মরতুজা ভাই 🙂


    "Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
    - A Concerto Is a Conversation

    জবাব দিন
  3. জিহাদ (৯৯-০৫)

    ওয়াও!
    অনেক অভিনন্দন ভাইজান। মিস্টিতে কুলাবেনা। সাথে টিস্টিতেও হয় কীনা ভাবতেসি 😉 দেশে আসলে একটা বড়সড় সিসিবি পার্টি কিন্তু ফরজ হয়া গেল এখন! 😀


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  4. আন্দালিব (৯৬-০২)

    অভিনন্দন (পার্ক) মরতুজা ভাই। ভাবীকেও অভিনন্দন। ভাতিজী সুস্থ আছে এটাই দারুণ খবর!!
    দেশে আসলে খাওয়া দাওয়া হবে। সাথে টিস্টি আর মিষ্টি। 😀 😀
    (শিরোনামে বুঝি নাই ঘটনা কি!! 😕 )

    জবাব দিন
  5. সাকেব (মকক) (৯৩-৯৯)

    অনেক অনেক অভিনন্দন ভাই...ভাতিজী পুরা মাশাল্লাহ!
    একটা অপ্রাসঙ্গিক প্রশ্ন- আপনাদের সময় মনে হয় মেট্রিকের বাংলায় 'নামকরণের সার্থকতা' টাইপের প্রশ্নগুলা ইম্পর্ট্যান্ট ছিলনা, তাইনা? সিরিয়াস পোস্ট ভাইবা আরেকটু হইলেই মিস করসিলাম প্রায় 🙁


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  6. কামরুল হাসান (৯৪-০০)

    আহারে , আমি অনেক দেরি কইরা ফালাইলাম।
    অনেক অনেক অভিনন্দন, বাবা-মা দুজনকেই।
    ভাইঝি'রে সিসিবিতে স্বাগতম। 😛

    আপনি তো মিয়া বিশাল কিপ্টা লুক, খালি হাতে সুখবর দিতে চইলা আসছেন। জলদি মিষ্টি-ফিষ্টি পাঠান।

    এখানেই থেমে গেলে হবে না । আরো অনেকদূর যেতে হবে।


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  7. মরতুজা (৯১-৯৭)

    সবাইকে অনেক ধন্যবাদ। আগেই বলেছি, আবার বলছি, মিস্টি টিস্টি ইনশাল্লাহ আমি কখনই ভুলবনা। দেশে আসছি ইনশাল্লাহ সামনের বছর। মেয়েকে তার বাপ-দাদার জায়গা না দেখালে কেমন হয় (ঢাকায় জ্যাম কিমুন অহন)?

    আর মেয়ের নাম রেখেছি রাইহা তারান্নুম। গতকাল সকালে হয়েছে। এখনো হাস্পাতালেই আছি মা পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত। হাসপাতালের ওয়্যারলেস নেটওয়ার্কে বসে লিখছি, তাই খুব বেশি সময় পাচ্ছি না।

    সবাইকে আবার ধন্যবাদ।

    জবাব দিন
    • কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

      বস্‌ দেশে আসেন, ফ্রিজ বোঝাই মিষ্টি আছে 😀
      আর ঢাকার রাস্তায় এখন জ্যাম বলতে কিসসু নাই। জ্যাম কি জিনিস তা ঢাকার মানুষ ভুলেই গেছে :grr: :grr:

      আমাগো ভাতিজিরে দুইন্যাতেই স্বাগতম।
      ওর জন্য সদ্য মার্কেটে ছাড়া সিসিবি'র ব্যাপক মূল্যবান শেয়ার রাইখা দিলাম 😀

      ভাবী এবং আপনাকে অভিনন্দন এবং অনেক অনেক শুভকামনা।
      আল্লাহর রহমতে সবাই সুস্থ থাকুন সবসময়।


      সংসারে প্রবল বৈরাগ্য!

      জবাব দিন
  8. মাহমুদ (১৯৯০-৯৬)

    আহারে , আমি অনেক দেরি কইরা ফালাইলাম।
    অনেক অনেক অভিনন্দন, বাবা-মা দুজনকেই।
    ভাইঝি’রে সিসিবিতে স্বাগতম


    There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

    জবাব দিন
  9. ফয়েজ (৮৭-৯৩)

    অনেক অনেক অভিনন্দন মরতুজা, তোমাকে এবং ভাবীকে, সংগে তোমার মেয়েকেও।

    সুখী হও, ভালো থাকো, তোমার মেয়ের জীবন সুন্দর হোক এই দোয়া করি।


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  10. টিটো রহমান (৯৪-০০)

    অনেক অনেক অভিনন্দন ভাইয়া। 🙂
    ভাবী আর পিচ্চি মা’র জন্য অনেক শুভ কামনা আর দোয়া রইলো।
    কি নাম রেখেছেন?
    খাওয়ার তাহলে পাওনা রইলো 😀


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  11. রাশেদ (৯৯-০৫)

    নামের কারণে পোস্টটা প্রায় মিস করে গেছিলাম 🙁 তবে ভাগ্যিস পড়ছিলাম 😀

    অভিনন্দন মরতুজা ভাই। ভাবী আর ভাতিজীর জন্য শুভ কামনা রইল


    মানুষ তার স্বপ্নের সমান বড়

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।