ইতিহাসে আমি বরাবরই পাতিহাঁস। দিন তারিখ মনে কখনই রাখা হয়নি। তবে ৮৯এর ৯ই নভেম্বর যেদিন বার্লিন প্রাচীর ভেঙ্গে ফেলা হোল সেদিনের কথা কিছুটা হলেও মনে আছে। কি হচ্ছে তা বুঝিনি, তবে “কোন্ড ওয়ার”, “কমিউনিজম”, “গর্বাচেভ” শব্দগুলো মাথায় গেঁথে গিয়েছিল।
এর মাঝে বিশ বছর কেটে গেছে, কোনদিন বার্লিন প্রাচীর ভাঙ্গা নিয়ে কোন কৌতূহল হয়নি। তবে মাসখানেক আগে “দি লাইভ্স অভ আদারস” সিনেমাটা দেখে বেশ নাড়া খেয়েছিলাম। আজকে হঠাৎ মনে হচ্ছিল পূর্ব জার্মানীর তৎকালীন সরকার কি করে ভেবেছিল এভাবে তাদের জনগনকে বন্দী করে রাখতে পারবে?
জাউজ্ঞা, বিশ বছর পরে হঠাৎ করে ৯ই নভেম্বর নিয়ে কেন পরলাম? ঘটনা বার্লিনের দেয়াল ভাঙ্গার মত গুরুতর না হলেও আমার জন্য বেশ মারাত্বকই। হঠাৎ করেই আজকে সকাল আটটা দিকে বাপ বনে গেলাম। অনেক দিন পর দুচোখে পানি যেন বাধ মানছিল না। অপারেশন থিয়েটারে বসে মেয়ের প্রথম কান্না শুনে নিজের কান্না আর রুখতে পারলামনা।
আবেগ প্রকাশে আমি বরাবরই দূর্বল। তাই সে চেষ্টা আর করছি না। শুধু সবার কাছে দোয়া চাই মা আর মেয়ের জন্য। আর হ্যাঁ, মা-মেয়ে দুজনেই ভালো আছে ইনশাল্লাহ।
কনগ্রাচুলেশনস ভাইয়া এবং ভাবীকে।
ভাবতাছি ফয়েজ ভাইয়ের দোয়াটাই দেবো কিনা আপনাকে !!! ;))
ভাতিজি দেখি বিশাল কিউট :hug: :hug:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
প্রথম্বারের মতো বাবা হলেন, কেমন লাগছে ভাইয়া? 😀
মিষ্টি খাওয়ান।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আর একটু অপেক্ষা কর ভাইডি। মিস্টির লগে টিস্টিও খাইবা ইনশাল্লাহ।
অনেক অনেক অভিনন্দন মরতুজা ভাই।
ভাতিজী মাশাল্লাহ অনেক অনেক কিউট, দেখতে আপনার মত হইছে। 🙂
মিষ্টি পাওনা রইলাম মরতুজা ভাই।
নো চিন্তা। মিস্টির কথা আমার মনে থাকব।
শুধু মনে থাকলেই কি হবে ...... ???
হই হই রই রই......আমি চাচা হইছি :awesome: :awesome: মরতুজা ভাই,কংরেচুলেশন্স!পার্টি কবে দিতাছেন???
তোমার আর কি কি হওন বাকি আছে এইডা কও 😛
:shy: এখনো সত্যিকারের জামাই হইতে বাকি আছে,বাপ হইতেও বাকি আছে :shy: তবে আল্লাহ দিলে ভবিষ্যতে হমু ইনশাআল্লাহ :shy: :shy:
ভাতিজি দেখি বিশাল কিউট :hug: :hug: :hug: কপিরাইট@রকিব ভাই
দেখতে হবে না কোন রাশীর(বৃশ্চিক) B-) , ভাই মিস্টি কিন্তু পাওনা রইলো :goragori:
অনেক অভিনন্দন মরতুজা ভাই 🙂
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
CONGRATULATIONS. মরতুজা মিস্টি পাওনা থাকলো। 🙂
অভিনন্দন মর্তুজা ভাই ........ ভাতিজির জীবন স্বপ্নের চাইতেও সুন্দর হোক .......
আলহামদুলিল্লাহ।
ভাতিজির নাম কি রাখছেন বললেন না? ওর জন্য অনেক অনেক দোয়া।
অভিনন্দন। মিস্টি-টিস্টি পাওনা হইলো। ভাতিজীর নাম কি রাখলেন?
অনেক অভিনন্দন মরতুজা
অভিনন্দন!
কংগ্র্যাটস মরতুজা ভাই । ভাতিজী মাশাল্লাহ খুব কিউট হইছে । মিস্টি-টিস্টি পাওনা হইলো 😀
বৃশ্চিক পাথরায় B-)
ভাতিজি দেখতে অতি কিউট হইসে 🙂
অন্নেক অন্নেএএএএএএএক অভিনন্দন আপনাকে :hug:
মিস্টি টিস্টি পাওনা হইল :awesome: :awesome: :awesome:
আলহামদুলিল্লাহ ।
ভাতিজি দেখতে খুবই সুন্দর হইছে ।
বৃশ্চিক পাথরায় :clap:
ভাতিজি দেখতে অতি কিউট হইসে 🙂
অন্নেক অন্নেএএএএএএএক অভিনন্দন আপনাকে :hug:
মিস্টি টিস্টি পাওনা হইল :awesome: :awesome: :awesome:
কাট কপি পেস্ট মাইরা আর কদ্দিন ????
হোয়াটস ইউর রাশিতে যাইয়া অভিনয় করেন আর পাথ্রান 😛
অভিনন্দন ।
অনেক অনেক অভিনন্দন মরতুজা ভাই... :party:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ওয়াও!
অনেক অভিনন্দন ভাইজান। মিস্টিতে কুলাবেনা। সাথে টিস্টিতেও হয় কীনা ভাবতেসি 😉 দেশে আসলে একটা বড়সড় সিসিবি পার্টি কিন্তু ফরজ হয়া গেল এখন! 😀
সাতেও নাই, পাঁচেও নাই
অভিনন্দন (পার্ক) মরতুজা ভাই। ভাবীকেও অভিনন্দন। ভাতিজী সুস্থ আছে এটাই দারুণ খবর!!
দেশে আসলে খাওয়া দাওয়া হবে। সাথে টিস্টি আর মিষ্টি। 😀 😀
(শিরোনামে বুঝি নাই ঘটনা কি!! 😕 )
আন্দা ভাই এই পার্ক জিনিসটা কি? 😕
নন্দন শুনলেই নন্দন-পার্কের কথা মনে হয়। তাই দুইটা একসাথে কইরা বলা আর কি! 😛
~x( ~x( নাহ সাহিত্যিকদের লগে আর পাঙ্গা লমু না পরতিজ্ঞা কর্লাম :(( :((
ভাইয়া অনেক অনেক অভিনন্দন, মা মেয়ে সুস্থ থাকুক। পিচ্চি মাশাআল্লাহ অনেক কিউট হইছে। নাম কি ঠিক করলেন বললেন না তো।
অনেক অনেক অভিনন্দন ভাই...ভাতিজী পুরা মাশাল্লাহ!
একটা অপ্রাসঙ্গিক প্রশ্ন- আপনাদের সময় মনে হয় মেট্রিকের বাংলায় 'নামকরণের সার্থকতা' টাইপের প্রশ্নগুলা ইম্পর্ট্যান্ট ছিলনা, তাইনা? সিরিয়াস পোস্ট ভাইবা আরেকটু হইলেই মিস করসিলাম প্রায় 🙁
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
=)) =)) =)) =)) =)) =))
অনেক অভিনন্দন মর্তুজা ভাই। 😀
চল চল চল,
ভাইঝি বড়ই সুন্দর।
নাম কী রাখলেন?
www.tareqnurulhasan.com
আহারে , আমি অনেক দেরি কইরা ফালাইলাম।
অনেক অনেক অভিনন্দন, বাবা-মা দুজনকেই।
ভাইঝি'রে সিসিবিতে স্বাগতম। 😛
আপনি তো মিয়া বিশাল কিপ্টা লুক, খালি হাতে সুখবর দিতে চইলা আসছেন। জলদি মিষ্টি-ফিষ্টি পাঠান।
এখানেই থেমে গেলে হবে না । আরো অনেকদূর যেতে হবে।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
সাব্বাস !! অভিনন্দন !! :clap: :clap:
নিঃসন্দেহে অসাধারন অনুভুতি ভাই। অনেক অনেক অভিনন্দন।
তুই কেম্নে জানোছ অসাধারণ অনুভূতি? আমাগো না জানায় কি কাজকর্ম সব সাইরা ফেলছোস নাকি? 😛
:no: :no:
এইতো এইবার আস্তে আস্তে হাটে হাড়ি ভাংতেছে 😀
আমাকে ফার্স্ট ক্লাস মাইল এ একটা চেক পাঠায় দিলেই চলবে. নিজ দায়িত্বে মিষ্টি / কেক খেয়ে নিব. B-)
এতোবড় খবর!!! মাশাল্লাহ।
পিচ্ছি আরেকটু বড় হলে ক্যালিফোর্নিয়ায় বেড়িয়ে যেও।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
congratulation.
অভিনন্দন মরতুজা ভাই...
অভিনন্দন মরতুজা ভাই।
অভিনন্দন মরতুজা।
অনেক অনেক অভিনন্দন ভাইয়া। 🙂
ভাবী আর পিচ্চি মা'র জন্য অনেক শুভ কামনা আর দোয়া রইলো।
কি নাম রেখেছেন?
খাওয়ার তাহলে পাওনা রইলো 😀
সবাইকে অনেক ধন্যবাদ। আগেই বলেছি, আবার বলছি, মিস্টি টিস্টি ইনশাল্লাহ আমি কখনই ভুলবনা। দেশে আসছি ইনশাল্লাহ সামনের বছর। মেয়েকে তার বাপ-দাদার জায়গা না দেখালে কেমন হয় (ঢাকায় জ্যাম কিমুন অহন)?
আর মেয়ের নাম রেখেছি রাইহা তারান্নুম। গতকাল সকালে হয়েছে। এখনো হাস্পাতালেই আছি মা পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত। হাসপাতালের ওয়্যারলেস নেটওয়ার্কে বসে লিখছি, তাই খুব বেশি সময় পাচ্ছি না।
সবাইকে আবার ধন্যবাদ।
বস্ দেশে আসেন, ফ্রিজ বোঝাই মিষ্টি আছে 😀
আর ঢাকার রাস্তায় এখন জ্যাম বলতে কিসসু নাই। জ্যাম কি জিনিস তা ঢাকার মানুষ ভুলেই গেছে :grr: :grr:
আমাগো ভাতিজিরে দুইন্যাতেই স্বাগতম।
ওর জন্য সদ্য মার্কেটে ছাড়া সিসিবি'র ব্যাপক মূল্যবান শেয়ার রাইখা দিলাম 😀
ভাবী এবং আপনাকে অভিনন্দন এবং অনেক অনেক শুভকামনা।
আল্লাহর রহমতে সবাই সুস্থ থাকুন সবসময়।
সংসারে প্রবল বৈরাগ্য!
আহারে , আমি অনেক দেরি কইরা ফালাইলাম।
অনেক অনেক অভিনন্দন, বাবা-মা দুজনকেই।
ভাইঝি’রে সিসিবিতে স্বাগতম
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
অনেক অনেক অভিনন্দন মরতুজা ভাই।
অনেক অনেক অভিনন্দন মরতুজা, তোমাকে এবং ভাবীকে, সংগে তোমার মেয়েকেও।
সুখী হও, ভালো থাকো, তোমার মেয়ের জীবন সুন্দর হোক এই দোয়া করি।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
কনগ্রাচুলেশনস মরতুজা ভাই এন্ড ভাবী :thumbup:
রিইউনিয়নে যাইতাছেন নাকি নেক্সট ইয়ার???
অনেক অনেক অভিনন্দন ভাইয়া....
রাইহা তারান্নুম অনেক cute হইসে ........ মাশাল্লাহ.......
অনেক অনেক অভিনন্দন ভাইয়া। 🙂
ভাবী আর পিচ্চি মা’র জন্য অনেক শুভ কামনা আর দোয়া রইলো।
কি নাম রেখেছেন?
খাওয়ার তাহলে পাওনা রইলো 😀
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
বেলাডি টিটো, কমেন্ট টা দেইখাই টের পাইসি কপি পেস্ট x-(
কিন্তু কারটা কপি মারছোস দেখার লাইগা প্রায় সব কয়টা কমেন্ট আবার পিড়া আসতে হইছে 😡
তোরে :gulli2: :gulli2:
সংসারে প্রবল বৈরাগ্য!
কার কমেন্টে সব তথ্য আছে এবং কপি পেস্ট মারা যায় সেইটা খোঁজার জন্য আমারো যে পুরা কমেন্টগুলা পইড়া আসতে হইছে ~x( ~x( ~x( ~x( 🙁 🙁 🙁 ~x( ~x( ~x(
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
কিন্তু তাও পুরাপুরি সব তথ্য কাভার করতে পারোস্নাই :grr:
আমাদের ভাতিজির নাম মরতুজা ভাইয়ের কমেন্ট সহ আরো কয়েকটা কমেন্টে আছে, তোর পড়ালেখার তো বেহাল অবস্থা 😛 নাহ এভাবে চললে তো বিসিসি একাডেমিক্সে খারাপ করবে। সিনিয়র হিসাবে মরতুজা ভাই সহ বাকি বিসিসিসিয়ান সিনিয়রদের দৃষ্টি আকর্ষন করছি, টিটোরে লাইটস অফের পরেও পোস্ট বাই পোস্ট কমেন্ট রিভিশনের সিস্টেম করানির লাইগ্যা :grr: :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
কি কি তথ্য বাদ গ্যাছে??
হি হি..চামে আপ্নারে আরো একবার পড়ানোর চেষ্টা :grr: :grr: :grr: :grr:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আজকে লাইটস অফের পর মরতুজা ভাইয়ের পোস্ট টা সহ আগে পরের দশটা কইরা পোস্ট কমেন্ট সহ আইন্যা রিপোর্ট করবি :grr: :grr: তার পর দেখামুনে কি কি বাদ গ্যাছে :grr: :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
আনার পর এতগুলান পড়তে আপ্নার কষ্ট হইব না?? তারপর আবার খুইজা বাইর করবেন কি কি বাদ গ্যাছে.... :grr: :grr: :grr: :grr:
আর এইটার পরে দশটা পোস্ট নাইক্কা...বাইচ্চা গেছি :awesome: :awesome: :tuski: :tuski: :tuski: :tuski:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
কংগ্র্যাটস মরতুজা ভাই । :clap: :clap: :clap:
নামের কারণে পোস্টটা প্রায় মিস করে গেছিলাম 🙁 তবে ভাগ্যিস পড়ছিলাম 😀
অভিনন্দন মরতুজা ভাই। ভাবী আর ভাতিজীর জন্য শুভ কামনা রইল
মানুষ তার স্বপ্নের সমান বড়
অভিনন্দন মুর্তজা ভাই ও ভাবি ... ভাতিজি মাশাল্লাহ অনেক অনেক কিউট
আমি অনেক অনেক দেরী করে ফেলাইসি মরতুজা ভাই :shy: ...তারপরও অনেক অনেক অভিনন্দন ...মাশআল্লাহ কি যে কিউট হইসে...ভাবী কে অনেক অনেক ভালবাসা। 🙂
শুভেচ্ছা মরতুজা ভাই :party: :party: :party:
Life is Mad.