কলেজে জীবনে কোনদিন স্বেচ্ছায় মঞ্চে উঠিনি। কারন মঞ্চে উঠতে যে প্রতিভা লাগে তার কোনটাই আমার ছিলনা। একবারই উঠেছিলাম, তাও সেবার লটারির মাধ্যমে প্রতিযোগী নির্বাচন করা হয়েছিলো তাই। জীবনে কোনদিন দুই টেকাও লটারীতে পাই নাই, কিন্তু ওইদিন ঠিকই লটারীতে নাম উঠছিল। কপাল!
তবে একবার স্বেচ্ছায় সেমি-মঞ্চে উঠেছিলাম আর কি। সেমি-মঞ্চ মানে কলেজ পিকনিকে খাওয়া-দাওয়ার পর যে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সব ক্লাসের ছেলেরা কিছু না কিছু করে দেখায়। সেবার ক্লাস টুয়েল্ভে। পিকনিকের খাওয়ার পর সবাই মিলে প্ল্যান করা হচ্ছে কি করে কোনমতে কিছু একটা করে পার পাওয়া যায়। এই বুড়ো বয়সে এইসব ঝক্কি কাহাতক সহ্য হয়। হঠাৎ কোন এক বদ পোলার মাথা থেকে এক আজীব গানের আইডিয়া বের হোল। সে নাকি সেবার বাসা থেকে কলেজে আসার পথে বাসে শুনেছে। ওর কাছে থেকে শুনে আমরা গোটা কয়েকজন প্র্যাক্টিস করা শুরু করলাম। তার মধ্যে এই নাদান আমিও ছিলাম। অফিসে বসে কাজে ফাঁকি দিতে দিতে হঠাৎ গানের কথাগুলো মনে পড়ে গেল
বিড়াল কয় মাছ খাবনা
ধর্ম করছি গয়া যাব।
বিড়াল কয় মাছ খাবনা
ধর্ম করছি গয়া যাব।
গল্প করে পটকা মাছে
গোলাবারুদ আমার আছে।
আমার কথা না শুনিলে
এটম বোমা বাস্ট করিবো।
বিড়াল কয় মাছ খাবনা
ধর্ম করছি গয়া যাব।
গল্প করে ভাউয়া ব্যাং
আমার আছে লম্বা ঠ্যাং।
আমি লম্ফ দিয়া লঙ্কা গিয়া
রাবন মাইরা রাজা হব।
বিড়াল কয় মাছ খাবনা
ধর্ম করছি গয়া যাব।
হেভী 😉
বস
এইডার কোন অডিও ভার্সন নাই? না থাকলে আপনি গাইয়া পাঠাইয়া দেন। আমিও গাইতে চাই।
হে হে! ভালো কইছ। কিন্তু কথা কি জান, আইজকা আমার গলাডা একটু দিস্টাব দিতাসে 😀
বস্, তাইলে কাইলকা দিতাছেন নিচ্চুই :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
vai gaaner after effect to kisu koilen na..jantam chai..
n.b. office er laptop e bangla lekha gula kno jani elomelo hoya jai tai banglish..kindly adjust
এডজাস্ট কইরা নিলাম।
-ভালই 🙂
একটা ভিক্স খাইয়া নাইম্মা পড়েন মরতুজা ভাই, অডিও শুনবার চাই।
এইটা ক্যামনে গাইছিলা, পুতি পাঠের মত কইরা, মাথায় দুলায় দুলায়, একজন পড়ছে বাকিরা কোরাস ওই রকম কিছু কি?
আরও লম্বা হওয়ার কথা।
অনেকটা সেরকমই ছিল। তবে আমরা কিছুটা ভাংরা ইস্টাইলে করছিলাম। তখন ডিসে ভাংরার হেভভি চল ছিল কিনা। দালের মেহেন্দি ভাই সাব তখন খুব হিট।
হ বস্, মনে আছে আংকেলের 'বোলো তা রা রা রা রা' প্লাস দুই হাত উপরে তুইলা সেইরম কয়ডা যুবতী নিয়া ভাংরা নাচন :gulli2:
সংসারে প্রবল বৈরাগ্য!
আংকেল???? ওরে না রে না... :bash:
উনি অমৃতসার ক্যাডেট কলেজের এক্স-ক্যাডেট ডাল ভাই... :khekz:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আমার ছেল, আপনার জন্য সমাব্যাদনা। B-) B-)
ভাই ঠিক এই ধরনের এক্তা গান আমাদের ৩৩ তম ব্যাচের রনি ভাই গাইছিল। কথাটা একটু ভিন্ন-
বিড়াল বলে
মাছ খাব না
আর ছোব না
কাছে যাব,
বিড়াল বলে
ওয় ওয় ওওওও।
তারপর আর আসল গানের কথা মনে নাই। আমরা এই প্যারোডি গানের পারদি বের করছিলাম সিনিওরদের টিজ করে, সেটা মনে আছে। ওটা পরে একদিন বলব।
বিড়াল মাছ খাবে না???
😀 :)) =)) =))
Life is Mad.
বুজি নাইক্কা 🙁
কি বুঝলানা?