পটকা মাছ আর ভাউয়া ব্যাং

কলেজে জীবনে কোনদিন স্বেচ্ছায় মঞ্চে উঠিনি। কারন মঞ্চে উঠতে যে প্রতিভা লাগে তার কোনটাই আমার ছিলনা। একবারই উঠেছিলাম, তাও সেবার লটারির মাধ্যমে প্রতিযোগী নির্বাচন করা হয়েছিলো তাই। জীবনে কোনদিন দুই টেকাও লটারীতে পাই নাই, কিন্তু ওইদিন ঠিকই লটারীতে নাম উঠছিল। কপাল!

তবে একবার স্বেচ্ছায় সেমি-মঞ্চে উঠেছিলাম আর কি। সেমি-মঞ্চ মানে কলেজ পিকনিকে খাওয়া-দাওয়ার পর যে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সব ক্লাসের ছেলেরা কিছু না কিছু করে দেখায়। সেবার ক্লাস টুয়েল্ভে। পিকনিকের খাওয়ার পর সবাই মিলে প্ল্যান করা হচ্ছে কি করে কোনমতে কিছু একটা করে পার পাওয়া যায়। এই বুড়ো বয়সে এইসব ঝক্কি কাহাতক সহ্য হয়। হঠাৎ কোন এক বদ পোলার মাথা থেকে এক আজীব গানের আইডিয়া বের হোল। সে নাকি সেবার বাসা থেকে কলেজে আসার পথে বাসে শুনেছে। ওর কাছে থেকে শুনে আমরা গোটা কয়েকজন প্র্যাক্টিস করা শুরু করলাম। তার মধ্যে এই নাদান আমিও ছিলাম। অফিসে বসে কাজে ফাঁকি দিতে দিতে হঠাৎ গানের কথাগুলো মনে পড়ে গেল

বিড়াল কয় মাছ খাবনা
ধর্ম করছি গয়া যাব।
বিড়াল কয় মাছ খাবনা
ধর্ম করছি গয়া যাব।

গল্প করে পটকা মাছে
গোলাবারুদ আমার আছে।
আমার কথা না শুনিলে
এটম বোমা বাস্ট করিবো।

বিড়াল কয় মাছ খাবনা
ধর্ম করছি গয়া যাব।

গল্প করে ভাউয়া ব্যাং
আমার আছে লম্বা ঠ্যাং।
আমি লম্ফ দিয়া লঙ্কা গিয়া
রাবন মাইরা রাজা হব।

বিড়াল কয় মাছ খাবনা
ধর্ম করছি গয়া যাব।

১,৯৪৯ বার দেখা হয়েছে

১৮ টি মন্তব্য : “পটকা মাছ আর ভাউয়া ব্যাং”

  1. গল্প করে পটকা মাছে
    গোলাবারুদ আমার আছে।
    আমার কথা না শুনিলে
    এটম বোমা বাস্ট করিবো।

    বস
    এইডার কোন অডিও ভার্সন নাই? না থাকলে আপনি গাইয়া পাঠাইয়া দেন। আমিও গাইতে চাই।

    জবাব দিন
  2. হাসনাইন (৯৯-০৫)
    গল্প করে ভাউয়া ব্যাং
    আমার আছে লম্বা ঠ্যাং।
    আমি লম্ফ দিয়া লঙ্কা গিয়া
    রাবন মাইরা রাজা হব।

    -ভালই 🙂
    একটা ভিক্স খাইয়া নাইম্মা পড়েন মরতুজা ভাই, অডিও শুনবার চাই।

    জবাব দিন
  3. শার্লী (১৯৯৯-২০০৫)

    ভাই ঠিক এই ধরনের এক্তা গান আমাদের ৩৩ তম ব্যাচের রনি ভাই গাইছিল। কথাটা একটু ভিন্ন-

    বিড়াল বলে
    মাছ খাব না
    আর ছোব না
    কাছে যাব,
    বিড়াল বলে
    ওয় ওয় ওওওও।

    তারপর আর আসল গানের কথা মনে নাই। আমরা এই প্যারোডি গানের পারদি বের করছিলাম সিনিওরদের টিজ করে, সেটা মনে আছে। ওটা পরে একদিন বলব।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।