মাইক্রোসফট এক্সেলে যেমন জটিল সব সমস্যা সমাধান করা যায় তেমনি তৈরী করা যায় মজার সব এপ্লিকেশন।আজকের পোস্টটি তেমন একটি এপ্লিকেশন নিয়ে।এটি আমার তৈরী একটা স্মার্ট হ্যান্ডি ক্যালেন্ড্রার।
তাহলে একনজর দেখে নেয়া যাক ক্যালেন্ডারটি।
এই ক্যালেন্ডারটিতে ব্যবহারকারী তার পছন্দ মত বছর এবং মাস বেছে নিতে পারবেন। সেভাবে ক্যালেন্ডারটিও কাস্টমাইজড হবে।ধরেন যদি ২০১৪ কে বছর আর মার্চকে মাস হিসেবে সিলেক্ট করা হয় তবে ক্যালেন্ডারটি দেখাবে এমনঃ
লক্ষ্য করুন এটি সরকারী ছুটির দিন গুলোকে মার্ক করে দিতে পারে যদি ছুটির দিনগুলোর তালিকা দেয়া থাকে।. যেমন ১৭ই মার্চ এবং ২৬ মার্চ লাল চিহ্নিত দেখা যাচ্ছে যেহেতু এই দুটি দিন বাংলাদেশে ছুটির দিন।
সবক্ষেত্রে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার নাও হতে পারে। করো যদি ছুটির দিন রবিবার হয় তবে তিনি সিলেক্ট হলিডে লিস্টবক্সে গিয়ে ক্যালেন্ডারটিকে কাস্টোমাইজ করে নিতে পারবেন। সে ক্ষেত্রে ক্যালেন্ডারটি হবে এই রকমঃ
আপনার যদি এই কাস্টমাইজেবল হ্যান্ডি কয়ালেন্ডারটি ভাল লেগে থাকে তবে এ ধরনের পোস্টার জন্য সাবস্ক্রাইব করতে পারেনঃ www.edumatebd.com
ব্লগ: http://www.edumatebd.com/2014/03/23/excel-calendar/
ফেসবুক পেজ: https://www.facebook.com/EduMateBD
:clap: :clap: :clap:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
cani download this calander