যানজট চলে যান / আপনাকে চাই না/
যানজটে চলতে / জায়গা যে পাই না। ./
যানজটে জান যায় / কী ভীষণ কষ্ট/
জীবনের কত দামী / সময় যে নষ্ট।
যান যান যত বলি / যানজট যায় না/
চলে যতে যানজট / জায়গা যে পায় না।
কোন জটে যানজট / পড়ল যে আটকা/
এইসব ভেবে ভেবে / লেগে যায় খটকা।
:clap:
ধন্যবাদ সাইফুল ভাই।
:boss:
ধন্যবাদ মেহেদী (সম্পাদিত)
ছড়া ভাল লেগেছে :thumbup:
ছুটিতে ঢাকায় গিয়ে জ্যামে বসে সবার আগে যে কাজটা করি সেটা হলো ঢাকার মানুষের মানসিক শক্তির প্রসংশা... দিনের পর দিন এরকম রাজপথে ঘন্টার পর ঘন্টা বন্দি হয়ে থেকেও তারা স্বাভাবিক থাকছে, আমার তো দুএক দিনেই পাগল পাগল লাগে ~x(
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ধন্যবাদ ভাই।
যেদিন সকালে বের হতে একটু দেরী হয় সেদিন যেন জ্যাম আরো বেশি থাকে।তখন সবচেয়ে বেশি অস্থির লাগে।
তবে আমার সুবিধা হল বাসা থেকে ইউনিভার্সিটি তত দূরে না।