( লিখতে চেয়েছিলাম যানজট নিয়ে। হয়ে গেল ………)
(নামটা ফয়েজ ভাইএর সৌজন্যে)
.
ঘণ্টায় একপাক ঘোরে যদি চাকা
বাকি এক ঘণ্টা দাঁড়িয়েই থাকা
এভাবেই বয়ে যায়
কতটা সময় হায়
জীবনের কত আনা যানজটে থাকা?
এর নাম ঢাকা ভাই এর নাম ঢাকা।
.
কেউ বলে “এ শহরে যায় নাকো থাকা
থাকবার উপযোগি আর নয় ঢাকা ।
এ শহর ছেড়ে যাওয়া
সেটাও কঠিন চাওয়া
এ শহর ছেড়ে দিয়ে মুশকিল থাকা”
দিল্লীকা লাড্ডু রাজধানী ঢাকা।
.
কেউ ভাবে “ঢাকাতেই ভালো ইশকুল
ঢাকা ছেড়ে থাকা তাই হবে এক ভুল”
গ্রামে গ্রামে গড়ি নাই
ইশকুল তাই নাই
আমাদের হয়েছে যে এই এক ভুল।
গ্রামে গ্রামে কেন নেই ভাল ইশকুল?
.
পাশ করা ডাক্তার গ্রামে গ্রামে নাই
অসুখ হলেই তাই ঢাকা আসা চাই
অসুস্থ দেহ নিয়ে
ঢাকায় আসতে গিয়ে
রাস্তার কষ্ট ভোগ করা তাই।
পাশ করা ডাক্তার গ্রামে কেন নাই?
- * * * *
.
পনরো কোটি মানুষ যখন একদেশেতে থাকে
সেই দেশেতে সুপ্রিম কোর্ট একটি কেন থাকে?
সেই দেশেতে সচিবালয় একটি কেন হয়?
কাজ অকাজে ঢাকা ছাড়া চলার কেন নয়?
বাংলাদেশে বিভাগ তো নয় প্রদেশ হওয়া চাই
সকল কাজেই ঢাকা আসা তাহলে আর নাই।
থানা এবং ইউনিয়নের উন্নতিও তাই
এই আমাদের ভাল করে ভাবতে হবে ভাই।
.
* * * * * *
.
কোটি কোটি মানুষের ছোট এই দেশে
সব পথ কেন ভাই ঢাকা এসে মেশে?
ডিসেম্বর ২০১০
🙂
🙂
🙂 :thumbup:
চ্যারিটি বিগিনস এট হোম
🙂 ধন্যবাদ আহমদ ভাই।
মাহবুব ভাই,
জটিল হইসে
ধন্যবাদ জিশান।
জটিল :thumbup:
ধন্যবাদ রিফাত।
অনেক সুন্দর। অনেক অনেক সুন্দর। :clap: :clap:
You cannot hangout with negative people and expect a positive life.
ধন্যবাদ আপু।
পইড়া মনে হইলো কবিতার নাম ঢাকাজটও হইতে পারত
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই নাম পরিবর্তন করে দিচ্ছি।যানজট নামটা মোটেও খাটে না।
ঢাকায় থাকতে চায় না... :bash:
আমারো। :((
এরশাদ রে ফরোয়ার্ড করলে হয়.. 😀
ভালো লাগলো ।
এরশাদ তো ক্যাডেট কলেজ ব্লগে এই লেখা দেখে আমাকে ফোন করল। আমার পিএ অবশ্য বলে দিছে আমি এখন অনেক ব্যস্ত। 😀
ধন্যবাদ মনজুর ভাই।
ঢাকা নিয়ে আমারও এই ভাবনা। সহমত জানিয়ে গেলাম।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
আপনার মতামত জেনে ভাল লাগলো আপু।
চমতকার ইলেক্শনে দারাইলে জিবনের প্রথম ভো্ট তকেই দিতাম