ক্যাডেট কলেজ ব্লগে এটাই আমার প্রথম পোষ্ট । বাংলা টাইপের অভ্যাস নেই এইজন্য লিখতে ইচ্ছা করেনা । প্রবাস জীবন কাটাচ্ছি গত ৮/৯ বছর প্রায় ।এখন দেশের জন্য খুব মন টানে। নিউজ পেপারে খবর দেখি অনেকউত্থান পতনের ,অনেক আশা নিরাশা আর অনেক স্বপ্নের খবর। ভাল খবরে ভাল লাগে কিন্ত যখন দেখি আমাদের এই দেশটাকে নিয়ে ওরা টানা হেঁচড়া করে তখন মাথা গরম হয়ে যায়। আমার মত যারা প্রবাসে আছে তারা বুঝতে পারবে আমার অনুভুতি। সবার লেখা পড়ে খুব ভাল লাগল । আমি নিয়মিত ব্লগ করব এখন থেকে।
…ক্যাডেট হিল্লোল , পকক ,১৫ তম ব্যাচ।
৪৭ টি মন্তব্য : “পরিচয়”
মন্তব্য করুন
ভাইয়া শুভ লেখালেখি।
হাতপা খুলে লেখতে থাকেন।
ওহহ পরিচয় নামে একটা কবিতা আছে
আমার প্রিয় কবিতার একটা । ভুল হইতে পারে কিঞ্চিত।
ভুল হইতে পারে মানে কি.................... ইতনা বড়া কবিতা তুই মুখস্থ করছিস??? ~x( ~x(
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
এই মানে ইট্টু আধটু কবিতা পড়ি, আবৃত্তি তো পারি না তাই মুখস্ত যতটুকু পারি করি।
:clap:
স্বাগতম।
ও মরতুজা ভাই আমার তো সিনিয়র লাগে তাই কইতে পারতেছি না আপনি কন না ব্লগে আসলে প্রথমে যেন কি করা লাগে। :frontroll: :frontroll:
মরতুজা ভাই কি আমার উপর মাইন্ড করছেন?
নাকি খেপছেন?
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
আমার লেখায় আপনার নাম দেখিনা অনেক বছর হয়া গেলো... :(( :(( :((
লেখা পড়বার অপেক্ষায় রইলাম..... আশাকরি নিয়মিত লিখবেন।
হিল্লোল, স্বাগতম... এখানে লিখতে থাক, দেখবে প্রবাসে থেকেও মনে হবে কলেজে আছ।
ওহ...ব্লগে নতুন আসলে কিছু নিয়মনীতি আছে, ইমিডিয়েট সিনিয়রদের কাছে জেনে নিও।
আমি যখন নতুন আসছিলাম, তখন লাবলু ভাই আমারে ফ্রন্টরোল দেয়াইছিলো।
তখন অনেক কষ্ট ছিলো। এখন পানিশম্যান্ট অনেক কমে গেছে। এখন এবিসি রেডিও থেকে শুরু করে টিপাই বাধ পর্যন্ত একচক্কর :frontroll: দিলেই হয়।
হিল্লোল ভাই, স্বাগতম।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:hug: :hug: :hug:
স্বাগতম দোস্ত ............... তোর লেখা পড়ার অপেক্ষাতে থাকলাম ......
ধন্যবাদ দোস্ত। আচিরেই এত লিখব যে বিরক্ত হয়ে যাবি 😀 ।
ভাইয়া। ব্লগে প্রথম লেখার জন্য স্বাগতম।
ব্লগে প্রথম লিখলে সানা ভাই :frontroll: দিতে মনে করাইয়া দিতে বলছেন।তবে জানি না পিসিসি এর জন্য আলাদা কোনো নিয়ম আছে কি না 😉
:)) :khekz:
কি কি যেন ভাবতাছি 😕 😕 😕
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
কি কি...??? =)) =))
ভাইয়া আসসালামুআলাইকুম।
ব্লগে আপনাকে স্বাগতম :clap: :party:
স্বাগতম ভাইয়া এবং শুভ ব্লগিং।
নেন :teacup: খান।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ভাইয়া,
শুভ ব্লগিং।
ভাইয়া, চা খান।
:teacup: :teacup: :teacup:
ওই রকিব, ভাইয়ার জন্য আরেককাপ চা নিয়া আয় তো!!
চিনি বেশি দিবি।
😀 :teacup: :teacup: :hatsoff:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
স্বাগতম ভাইয়া।
লিখতে থাকুন মন খুলে।
কি রে ব্যাটা.কামতপু কইল হাত পা খুইলা লিখতে.......তুই কস মন খুইলা লিখতে..........
শইলল্যে পার্টসপাতি আর কিছু থাকল না.................... :-B
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
শুধু মন খুইল্যাই তো লিখতে কইলাম, অন্য কিছু তো কই নাই। 😀 😀
হ.............কওন ঠিকও হইব না ;;; ............শত হইলেও বড় ভাই.
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ব্লগে স্বাগতম ভাই। আশা করি অনেক অনেক লেখা দিবেন।
:hug: :hug: :hug:
স্বাগতম দোস্ত …………… তোর লেখা পড়ার অপেক্ষাতে থাকলাম ……
সংসারে প্রবল বৈরাগ্য!
ক্যান হিল্লোল ভাই লেখাপড়া শেখে নাই 😕 😕 :grr: :grr:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:goragori: :khekz: :pira:
:khekz: :khekz:
=)) :))
ব্লগে স্বাগতম ।
স্বাগতম হিল্লোল। এই ব্লগে সবাই নাকি আমারে ডরায়! আমার ভয়ে নাকি কামরুল আর বন্য এক ঘাটে পানি খায়!! কিন্তু এইগুলা সব অপপ্রচার। তুমি এইসব বিশ্বাস কইরো না।
আমি ভালো সিনিয়র। ছোট ভাই-বোনদের দেখেশুনে রাখি। শেরাটনে আইসক্রিম খেতে পাঠাই। আরো কত্তো কি?
তবে ছোট ভাই, সিসিবির একটা নিয়ম-কানুন আছে না! ঐতিহ্যের ভারে নুয়ে পড়লেও আমাকে এইটা বহন করে যেতে হবে আমৃত্যু......... :grr: :grr: :grr:
উপরে দেখলাম কেউ কেউ সেটা তোমাকে মনে করিয়েও দিয়েছে। কিন্তু কেম্নে কি?
কি হলো? এতোক্ষনেও বুঝো নাই? স্টার্ট :frontroll: ! কুইক, গুনে গুনে ১০টা!! অ্যাডজুটেন্ট বাকিটা তুমি দেখো। ছেলেপিলেরা আদব-কায়দা শিখে নাই? 😡 😡 😡
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সানাউল্লাহ ভাই, :frontroll: তো দিলাম দশটার বেশি ...এখন একটা বিড়ি দিয়েন ...নাকি ভাই ব্লগে বিড়ি খাওয়া মানা ? 😕
কঠিন :boss:
:))
সদরঘাট :-B
ব্লগে স্বাগতম ভাইয়া......
শুভ লেখালেখি...।। :hatsoff: :hatsoff:
সানাউল্লাহ ভাই, সিনিয়রদের স্মমান না করে উপাই নাই , দিলাম দশটা । দয়া E.D. দিয়েন না । :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: । জুনিয়ররা চোখ বন্দধ করে থাক। ...... ভাই বাংলা টাইপ করতে জানটা বাইর হইয়া যচ্ছে । এর চেয়ে :frontroll: সোজা মনে হচ্ছে , টাইপ এর টিপ্স্ থাকলে ...please help.
ache. typist biya koren. (ami amar jonno khujtesi)
সবার এত এত সাগতম আর সংবধঁনার জন্য ধণ্যবাদ। মনে হচ্ছে রবিনের সাজেসন নিতে হবে সহজ টাইপ করতে হলে 😉 । যাই হোক ...আমি মজা পাইছি ব্লগিংয়ে :tuski: ।
aro moja paben, jokhon apni pangano suru korben
স্বাগতম ভাইয়া 🙂
শুভ ব্লগাব্লগি :thumbup:
আরেএএএএএএএএএএএএএএএ..............................হিল্লোল ভাই নাকি?তিন্নি আপারেও নিয়া আসেন ব্লগে 😉 😉 😉 😉 😉
ইয়ে বস এই ব্লগে আনঅফিসিয়াল এট্টা নিয়ম আছে-এইখানে আইলেই আমারে খাওয়াইতে হয়-আমি আবার এট্টু খাইতে পছন্দ করি কিনা... 😀
যদি ভেবে থাকিস খাওয়ার কথা এবং তিন্নি আফার ব্যাপার টা হিল্লোল ভাই একই সূত্রে ফেলবেন তাহলে মনে হয় একটু বেশিই আশা করছিস 😛
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
Welcome হিল্লোল ভাই
আসসালামুআলাইকুম ভাইয়া।
ব্লগে স্বাগতম
:hug: :hug: :hug: :hug: :hug: :hug: :hug: :hug: :hug: :hug: :hug: :hug: :hug: :hug: :hug: :hug:
Life is Mad.