পরিচয়

ক্যাডেট কলেজ ব্লগে এটাই আমার প্রথম পোষ্ট । বাংলা টাইপের অভ্যাস নেই এইজন্য লিখতে ইচ্ছা করেনা । প্রবাস জীবন কাটাচ্ছি গত ৮/৯ বছর প্রায় ।এখন দেশের জন্য খুব মন টানে। নিউজ পেপারে খবর দেখি অনেকউত্থান পতনের ,অনেক আশা নিরাশা আর অনেক স্বপ্নের খবর। ভাল খবরে ভাল লাগে কিন্ত যখন দেখি আমাদের এই দেশটাকে নিয়ে ওরা টানা হেঁচড়া করে তখন মাথা গরম হয়ে যায়। আমার মত যারা প্রবাসে আছে তারা বুঝতে পারবে আমার অনুভুতি। সবার লেখা পড়ে খুব ভাল লাগল । আমি নিয়মিত ব্লগ করব এখন থেকে।
…ক্যাডেট হিল্লোল , পকক ,১৫ তম ব্যাচ।

৪,১২৪ বার দেখা হয়েছে

৪৭ টি মন্তব্য : “পরিচয়”

    • কামরুলতপু (৯৬-০২)

      ওহহ পরিচয় নামে একটা কবিতা আছে

      একদিন তরীখানা থেমেছিল এই ঘাটে লেগে
      বসন্তের নতুন হাওয়ার বেগে
      তোমরা শুধাইছিলে মোরে ডাকি
      পরিচয় কোন আছে নাকি
      যাবে কোনখানে?
      আমি শুধু বলেছিলাম , কে জানে।

      নদীতে লাগিল দোলা , বাঁধনে পড়িল টান
      একা বসি গাহিলাম যৌবনের বেদনার গান।
      সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ-তরুণী তুলিল সুর
      মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক।
      আর কিছু নয়
      সে মোর প্রথম পরিচয়।

      তারপর জোয়ারের বেলা,
      সাঙ্গ হল সাঙ্গ হল তরঙ্গের খেলা।
      কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা
      অকস্মাত যেন মনে আনে
      কনকচাঁপার দল পড়ে ঝড়ে ভেসে যায় দূরে
      ফাল্গুনের উৎসব রাতে নিমন্ত্রণ পাতি
      ছিন্ন অংশ তারা অর্থহারা।
      ভাটার গভীর টানে তরীখানা ভেসে যায় সমুদ্রের পানে।
      নূতন কালের নবযাত্রীর ছেলেমেয়ে
      সুধাইছে দূর হতে চেয়ে
      সন্ধ্যার তারের দিকে বহিয়া চলেছে তরণী কে?
      সেতারে তে বাধিলাম তার
      গাহিলাম আরবার
      মোর নাম এই বলে খ্যাত হোক
      আমি তোমাদেরই লোক
      আর কিছু নয় এই হোক শেষ পরিচয়

      আমার প্রিয় কবিতার একটা । ভুল হইতে পারে কিঞ্চিত।

      জবাব দিন
  1. ইউসুফ (১৯৮৩-৮৯)

    হিল্লোল, স্বাগতম... এখানে লিখতে থাক, দেখবে প্রবাসে থেকেও মনে হবে কলেজে আছ।

    ওহ...ব্লগে নতুন আসলে কিছু নিয়মনীতি আছে, ইমিডিয়েট সিনিয়রদের কাছে জেনে নিও।

    জবাব দিন
  2. কামরুল হাসান (৯৪-০০)

    আমি যখন নতুন আসছিলাম, তখন লাবলু ভাই আমারে ফ্রন্টরোল দেয়াইছিলো।
    তখন অনেক কষ্ট ছিলো। এখন পানিশম্যান্ট অনেক কমে গেছে। এখন এবিসি রেডিও থেকে শুরু করে টিপাই বাধ পর্যন্ত একচক্কর :frontroll: দিলেই হয়।

    হিল্লোল ভাই, স্বাগতম।


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  3. রবিন (৯৪-০০/ককক)

    ভাইয়া। ব্লগে প্রথম লেখার জন্য স্বাগতম।
    ব্লগে প্রথম লিখলে সানা ভাই :frontroll: দিতে মনে করাইয়া দিতে বলছেন।তবে জানি না পিসিসি এর জন্য আলাদা কোনো নিয়ম আছে কি না 😉

    জবাব দিন
  4. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    স্বাগতম হিল্লোল। এই ব্লগে সবাই নাকি আমারে ডরায়! আমার ভয়ে নাকি কামরুল আর বন্য এক ঘাটে পানি খায়!! কিন্তু এইগুলা সব অপপ্রচার। তুমি এইসব বিশ্বাস কইরো না।

    আমি ভালো সিনিয়র। ছোট ভাই-বোনদের দেখেশুনে রাখি। শেরাটনে আইসক্রিম খেতে পাঠাই। আরো কত্তো কি?

    তবে ছোট ভাই, সিসিবির একটা নিয়ম-কানুন আছে না! ঐতিহ্যের ভারে নুয়ে পড়লেও আমাকে এইটা বহন করে যেতে হবে আমৃত্যু......... :grr: :grr: :grr:

    উপরে দেখলাম কেউ কেউ সেটা তোমাকে মনে করিয়েও দিয়েছে। কিন্তু কেম্নে কি?

    কি হলো? এতোক্ষনেও বুঝো নাই? স্টার্ট :frontroll: ! কুইক, গুনে গুনে ১০টা!! অ্যাডজুটেন্ট বাকিটা তুমি দেখো। ছেলেপিলেরা আদব-কায়দা শিখে নাই? 😡 😡 😡


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  5. হিল্লোল (৯২-৯৮)

    সানাউল্লাহ ভাই, সিনিয়রদের স্মমান না করে উপাই নাই , দিলাম দশটা । দয়া E.D. দিয়েন না । :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: । জুনিয়ররা চোখ বন্দধ করে থাক। ...... ভাই বাংলা টাইপ করতে জানটা বাইর হইয়া যচ্ছে । এর চেয়ে :frontroll: সোজা মনে হচ্ছে , টাইপ এর টিপ্স্‌ থাকলে ...please help.

    জবাব দিন
  6. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    আরেএএএএএএএএএএএএএএএ..............................হিল্লোল ভাই নাকি?তিন্নি আপারেও নিয়া আসেন ব্লগে 😉 😉 😉 😉 😉

    ইয়ে বস এই ব্লগে আনঅফিসিয়াল এট্টা নিয়ম আছে-এইখানে আইলেই আমারে খাওয়াইতে হয়-আমি আবার এট্টু খাইতে পছন্দ করি কিনা... 😀

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।