সুইস আল্পস (হিমায়িত ঝর্না)

niagara20falls2
কাউকে বলতে হবে না এইটা হচ্ছে নায়াগ্রা ফলস। এখন দেখুন নিচের ছবিটি
niagara_falls_frozen_1911bmp
১৯১১ সালের ছবি। নায়াগ্রা ফলস শীতে জমে গিয়েছিল। বেশি শীতে পর্বতের উপর ঝর্নাগুলো প্রায়ই এরকম জমে যায়। আর তখনি জমে উঠে মজা।

ice_climbing_guides
waterfall-ice-climbing_9411
p163677-huaraz-ice_climbing
আইস ক্লাইম্বিং এখন পর্বতারোহীদের মধ্যে খুবই জনপ্রিয়। এরমধ্যে গ্লাসিয়ার আইস ক্লাইম্বিং অনেক পুরোনো। পর্বতারোহী হতে হলে আপনাকে আইস ক্লাইম্বিং জানতেই হবে। এভারেস্টে ঊঠতে প্রথমেই পরে কুম্ভু আইসফল। আর সামিটে উঠার আগে শেষ হিলারি স্টেপ। কিংবা অন্নপূর্ণার উত্তর মুখ। গ্লাসিয়ার আইস ক্লাইম্বিং খুব একটা জটিল কিছু নয়। ক্লাসিক্যাল মাউন্টেনিয়ারিং আইস এক্স ও ক্রাম্পনই যথেস্ট।
g12
ক্লাসিক্যাল মাউন্টেনিয়ারিং ক্রাম্পন। ১২ তা দাত।
grivel-air-tech-evo-axe
ক্লাসিক্যাল মাউন্টেনিয়ারিং আইস এক্স
z_lasportiva-nepal-2008-th
ক্লাসিক্যাল মাউন্টেনিয়ারিং বুট। আমি ও আমার বউ এইগুলো ব্যাবহার করি।
ক্লাসিক্যাল মাউন্টেনিয়ারিং আইস এক্স ও ক্রাম্পন সবচেয়ে ভাল নরম বরফে। খারা বরফের ঢাল বেয়ে উঠানামার জন্য এইগুলো সেরা। কিন্তু হিমায়িত ঝর্না ক্লাইম্ব করতে হলে দরকার আরো আগ্রাসী আইস এক্স ও ক্রাম্পন নীচের ছবির মতো।
ice-axe1z_grivel-rambo-4-2007-th1
এইগুলো আইস ক্লাইম্বিং এর জন্য যতটুকু ভাল সাধারণ মাউন্টেনিয়ারিং এর জন্য ততোটুকু খারাপ। দাতের প্রকার ভেদে ব্যবহার ভিন্ন।

তিন সপ্তাহ আগে গিয়েছিলাম আল্পসে হিমায়িত ঝর্না ক্লাইম্ব করতে। ছবি তুলতে পারি নাই, তাই ইন্টারনেট থেকে ছবি দিচ্ছি।
mex62
mex52
mex41
mex31
mex21
mex11
সবগুলো ছবি মেক্স (ফরাসিতে মে), সেইন্ট মরিস থেকে তুলা। উচ্চতা ১৫০০-২০০০ মিটার।

২,৭২৪ বার দেখা হয়েছে

২৬ টি মন্তব্য : “সুইস আল্পস (হিমায়িত ঝর্না)”

  1. ফয়েজ (৮৭-৯৩)

    ওরে বাবারে বাবা.........। মইরা যাব তো আমি, গড়ায় পড়ে না মরলেও ঠান্ডায় নির্ঘাৎ অক্কা পাবে ফয়েজ নামের এই ভেতো মানুষটা 🙁

    আর জুতার কি বাহার, পুরা চাক্কু আর করাত ফিট করা। :((


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  2. ফাহিম (৯০-৯৬)

    নেপালে ৪০ দিনের মাউন্টেনিয়ারিং এর একটা কোর্স আছে। ENSA (Ecole Nationale des Ski et Alpinism) France এইটা কন্ডাক্ট করে। ওরা হচ্ছে মাউন্টেনিয়ারিং এর সর্বোচ্চ সংস্থা। চেস্টা করে দেখতে পারো।

    জবাব দিন
  3. কামরুল হাসান (৯৪-০০)

    আপনার ফিটনেস এখনো দেখি সেই সুরমা হাউজের ফাস্ট বোলার ফাহিম ভাইয়ের মতোই আছে। শাহজালাল হাউজের সাথে খেলায় বল করে একবার স্ট্যাম্প ভেঙ্গে দিছিলেন মনে আছে? 😀

    আমারতো এখনই সিঁড়ি বেয়ে ৪/৫ তলায় উঠলে মাঝে মাঝে হাপাতে হয়। 🙁 পর্বতারোহী ক্যামনে হবো ! 🙁

    স্ক্যান্ডেনেভিয়া ট্যুর নিয়ে একটা ছবি সহ পোস্ট দেয়ার কথা ছিলো , মনে আছে?


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।