কাউকে বলতে হবে না এইটা হচ্ছে নায়াগ্রা ফলস। এখন দেখুন নিচের ছবিটি
১৯১১ সালের ছবি। নায়াগ্রা ফলস শীতে জমে গিয়েছিল। বেশি শীতে পর্বতের উপর ঝর্নাগুলো প্রায়ই এরকম জমে যায়। আর তখনি জমে উঠে মজা।
আইস ক্লাইম্বিং এখন পর্বতারোহীদের মধ্যে খুবই জনপ্রিয়। এরমধ্যে গ্লাসিয়ার আইস ক্লাইম্বিং অনেক পুরোনো। পর্বতারোহী হতে হলে আপনাকে আইস ক্লাইম্বিং জানতেই হবে। এভারেস্টে ঊঠতে প্রথমেই পরে কুম্ভু আইসফল। আর সামিটে উঠার আগে শেষ হিলারি স্টেপ। কিংবা অন্নপূর্ণার উত্তর মুখ। গ্লাসিয়ার আইস ক্লাইম্বিং খুব একটা জটিল কিছু নয়। ক্লাসিক্যাল মাউন্টেনিয়ারিং আইস এক্স ও ক্রাম্পনই যথেস্ট।
ক্লাসিক্যাল মাউন্টেনিয়ারিং ক্রাম্পন। ১২ তা দাত।
ক্লাসিক্যাল মাউন্টেনিয়ারিং আইস এক্স
ক্লাসিক্যাল মাউন্টেনিয়ারিং বুট। আমি ও আমার বউ এইগুলো ব্যাবহার করি।
ক্লাসিক্যাল মাউন্টেনিয়ারিং আইস এক্স ও ক্রাম্পন সবচেয়ে ভাল নরম বরফে। খারা বরফের ঢাল বেয়ে উঠানামার জন্য এইগুলো সেরা। কিন্তু হিমায়িত ঝর্না ক্লাইম্ব করতে হলে দরকার আরো আগ্রাসী আইস এক্স ও ক্রাম্পন নীচের ছবির মতো।
এইগুলো আইস ক্লাইম্বিং এর জন্য যতটুকু ভাল সাধারণ মাউন্টেনিয়ারিং এর জন্য ততোটুকু খারাপ। দাতের প্রকার ভেদে ব্যবহার ভিন্ন।
তিন সপ্তাহ আগে গিয়েছিলাম আল্পসে হিমায়িত ঝর্না ক্লাইম্ব করতে। ছবি তুলতে পারি নাই, তাই ইন্টারনেট থেকে ছবি দিচ্ছি।
সবগুলো ছবি মেক্স (ফরাসিতে মে), সেইন্ট মরিস থেকে তুলা। উচ্চতা ১৫০০-২০০০ মিটার।
🙂
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
2nd :awesome:
2nd :awesome:
কঠিন বাস্তব 😀
হু।
ওরে বাবারে বাবা.........। মইরা যাব তো আমি, গড়ায় পড়ে না মরলেও ঠান্ডায় নির্ঘাৎ অক্কা পাবে ফয়েজ নামের এই ভেতো মানুষটা 🙁
আর জুতার কি বাহার, পুরা চাক্কু আর করাত ফিট করা। :((
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
হে হে হে। মরবেন না। আমি যেহেতু এখনো মরি নাই আপনি ও মরবেন না। আর কলেজে আম চুরি করতে গাছে উঠেন নাই?
উরি বাবা কি সব জিনিস 😮 😮 😮
আজিব আজিইইইইইইব...... :dreamy: :dreamy:
🙂 🙂 🙂
আমারো ইচ্ছে আছে পর্বতারোহী হবার, কিন্তু সু্যোগ আর সময় একসাথে মিলছে না।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
নেপালে ৪০ দিনের মাউন্টেনিয়ারিং এর একটা কোর্স আছে। ENSA (Ecole Nationale des Ski et Alpinism) France এইটা কন্ডাক্ট করে। ওরা হচ্ছে মাউন্টেনিয়ারিং এর সর্বোচ্চ সংস্থা। চেস্টা করে দেখতে পারো।
আপনার ফিটনেস এখনো দেখি সেই সুরমা হাউজের ফাস্ট বোলার ফাহিম ভাইয়ের মতোই আছে। শাহজালাল হাউজের সাথে খেলায় বল করে একবার স্ট্যাম্প ভেঙ্গে দিছিলেন মনে আছে? 😀
আমারতো এখনই সিঁড়ি বেয়ে ৪/৫ তলায় উঠলে মাঝে মাঝে হাপাতে হয়। 🙁 পর্বতারোহী ক্যামনে হবো ! 🙁
স্ক্যান্ডেনেভিয়া ট্যুর নিয়ে একটা ছবি সহ পোস্ট দেয়ার কথা ছিলো , মনে আছে?
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
রোজ একঘন্টা স্টেয়ার ক্লাইম্বিং মেসিনে উঠি। আর ৩০ মিনিট ইন্ডোর ক্লাইম্ব করি। এই সামারে বেশ কিছু সিরিয়াস ক্লাইম্ব করার প্লান আছে।
খুব তাড়াতাড়ি বাকি পোস্টগুলো দেব।
😮 😮 😮
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ভয় পাইছি!!!!! 🙁 🙁
ভয়ংকর এবং সুন্দর দুইই। শুধু কি মাউন্টেনিয়ারিং নাকি স্কি রিসোর্টও আছে?
অভিজ্ঞতা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। 🙂
ফ্রোজেন ওয়াটারফলগুলো অনেক রিমোট জায়গায়। কিন্তু ধারে কাছে অনেক স্কি রিসোর্ট আছে।
আজিব আজিইইইইইইব…… 😐
ব্যাপক! পুরা ভিন্ন স্বাদের :thumbup:
দুনিয়াতে কত কিছু ধরা ছোঁয়ার বাইরে থেকে গেল 🙁
সাতেও নাই, পাঁচেও নাই
কোন মাসে Frozen waterfall দেখা যায়???
সাধারণত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি।
দারুন দারুন :clap: :clap: ।
Life is Mad.
🙂
ফাহিম ভাই! দারুণ! :boss: :boss:
ইসসস! কি এডভাঞ্চারাস লাইফ আপনার!
পাহাড় আমাকেও অনেক টানে :dreamy:
ফাহিম ভাই, জট্টিলললললল :hatsoff:
সংসারে প্রবল বৈরাগ্য!