ছবিতা ১:

স্মৃতি

স্মৃতি

আমায় একটু ছুটি দেবে,
আপিস ছেড়ে, অনেক দুরে…
এই আকাশের অন্যপারে
আমায় একটু যেতে দেবে?

এমন যে আর ভাল্লাগেনা একটুও’ খন
একই শহর, একই গাড়ি…
নির্বাসনে কেটে গেলো অনেক জীবন
আমার দেহে আচড় বসায়, নিয়ম নামের ডাণ্ডাবেড়ী

এবার আমায় হবেই যেতে
হারিয়ে যাওয়া আমায় আবার খুজে পেতে,
পথ মাড়িয়ে গ্রাম ছাড়িয়ে আরেকটাবার
বিধি নিষেধ শিকেয় তুলে আমি আমার

সেথায় আছে অনেক আপন একটুকু পথ;
কালো পিচের মায়ায় মোড়া
এক পাশেতে দুব্বা ঘাসের আলতো বেড়া
অন্য দিকে ফুলের বাগান ছন্নছাড়া

বিষ্টি নেবে জল ভরেছে পথের ‘পরে
নিশিডাকে ডাকছে সে পথ পাগল করে…

সে পথেতেই আসবে এবার প্রাণের জোয়ার
দু’কূল ছেপে বন্যা হবে, অকূল পাথার

তোরাও এবার নিয়ে ছুটি চলে আসিস
থাকনা পড়ে ঝুট ঝামেলা শূণ্য অফিস
……………………………………….।

ছবি সৌজন্য: সিনা (৩৩, ঝকক)

২,১২২ বার দেখা হয়েছে

২৭ টি মন্তব্য : “ছবিতা ১:”

  1. তৌফিক (৯৬-০২)

    কিরে ফারহান, কি খবর? ভালো আছিস?? 🙂

    প্রোফাইল পিকে কি ব্যাটের বিজ্ঞাপন দিতাসস নাকি? 😉

    ৯৬-এর পোলাপান দিয়া ব্লগ ভইরা যাক। 😛

    সাম্প্রদায়িকতার জন্য আমার ভ্যান চাই। :gulli2:

    জবাব দিন
  2. জিহাদ (৯৯-০৫)

    কি বলবো! ছবিটা দেখে একেবারে চমকে গেসি! কি জন্য বলতে পারবোনা :no:

    ছবিতা ব্যাপক লাগসে। সত্যি বলতেসি। শুধু বলার জন্য না।

    নিয়মিত চাই :thumbup:


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  3. ফয়েজ (৮৭-৯৩)

    এত পানি ক্যান ওইখানে, ওইটা রাস্তাটা না, কোন যেন একটা হাউসের সামনে? এই হাউসের পাশ দিয়াই তো মনে হয় ডাইনিং এর রাস্তা ছিল, পুরা মনে নাই, আবছা, আবছা।

    ছবিতা মারভেলাস হইছে, ৯৬ দেখি পুরা "মালামাল" ব্যাচ।


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  4. ইউসুফ (১৯৮৩-৮৯)

    ইন আওয়ার টাইম, ইন নাইনটিন..... তো এত্ত পানি জমত না, ক্যাম্নে কি?

    ফারহান, ছবিতা খুব সুন্দর, একটা ছবি পুরনো অনেক কথা বলে ফেলল। :দীর্ঘশ্বাস:

    (এডু-মডু, :দীর্ঘশ্বাস: এর ইমো চাই)

    জবাব দিন
  5. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    লেখাটা খুব সুন্দর হইছে :clap: :clap:
    ফারহান চমৎকার লেখছো ভাই :boss:
    ছবিটা একবারে নস্টালজিক করে দিল। আমরা একবার বিপদ সংকেত ৮/৯ এ চলা ঘূর্ণিঝড়ের সময় বাস্কেটবল গ্রাউন্ডে এরকম দাপাদাপিতে মেতে উঠেছিলুম, আহ কি দিনগুলিই না ছিল :dreamy: :dreamy:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  6. ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)

    খুব খুব সুন্দর হইছে রে ভাই। :clap:

    আর তাই নিরুপায় হয়েই শেয়ার করতে হলো এটি- 😀

    সমঝোতা
    পেরিয়ে আসা সেই দিনগুলো,
    ফেলে আসা আমার কৈশোর
    বড্ড প্রহসন করে আমায়।
    টিপ্পনি কেটে বলে আজ
    তোমার শুধু কাজ আর কাজ।

    ফাইল গুলো খোলা রেখেই; তাই
    কফির মগে এক চুমুক দিয়ে
    টেবিল ছেড়ে উঠে যাই।
    মুঠোফোনটি বোবা করে
    আমি বারান্দায় এসে দাঁড়াই।

    আকাশে তখন মেঘেদের চলাচল।
    ঠান্ডা হাওয়া ছুঁয়ে গেল সহসা;
    দূরে কোথাও বৃষ্টি হচ্ছে বুঝি।
    কি জানি আজ শুধু বারেবারে
    ফিরে যাই হারানো শৈশবে।

    আহ !
    ক্ষণিকের জীবনে চলে স্বার্থান্বেষী প্রচেষ্ঠা।
    সমাজবদ্ধ জীব হয়ে এই যে ধেয়ে চলা-
    আদতেই খুব খেলো হয়ে ঠেকে।
    ভালবাসার মায়াজালে নিয়ত দেখি-
    শত বোঝার সাথে বিরামহীন সমঝোতা!


    সৈয়দ সাফী

    জবাব দিন
  7. সাকেব (মকক) (৯৩-৯৯)

    দুর্দান্ত ছবি, দুর্দান্ত কবিতা...
    আর সবচেয়ে দুর্দান্ত এইসব স্মৃতি... :boss:


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  8. রকিব (০১-০৭)

    আগে থেকেই আপনার গানের জন্য ভক্ত ছিলাম, এবার ছবিতা দিয়ে মুগ্ধতায় নতুনত্ব দিয়ে দিলেন।

    অফটপিকঃ ফারহান ভাই কংগ্রেটস। আপনারটা দিয়ে ঝকক এর ১৫০ তম পোষ্ট পূর্ণ হলো :clap: :clap:


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।