আর একটা ফাল্গুন চলে এলো আবার; আরেক ফাল্গুন। উহু ! লাল হয়ে যাওয়া কোনো শিমুল গাছ চোখে পড়েনি, কিংবা কালোচুড়া …
সময় কাটছে ফেসবুক- এ
সে সময়টাতে এই রাতটা ঘুমহীন কাটতো দেয়াল পত্রিকার কাজে, শেষ রাত পর্যন্ত। কাজ প্রায় শেষ…তবু শেষ হয়না যেন! সিগারেট চলছে খানিক বিরতিতে, রিজওয়ান এক মনে ছবির আউটলাইন ধরে কাচ বসাচ্ছে … হাতের লেখা ঠিক রেখে দ্রুত কলম চালাচ্ছে আন্দালিব। বন্ধুরা সবাই কমনরুমে এক সাথে সাহস যোগানোর কাজে… পাশের হাউস থেকে কে যেন এসেছে সিগারেট নিতে…তাকে আটকে রাখা হলো যেন চোখে না পড়ে আমাদের শিল্পকর্ম, ছেলেমানুষীর চুড়ান্ত।
তিনটার দিকে দেখা গেল তিনটা জুনিয়র ধরে এনে রগড়ানো হচ্ছে… কারণ ঘুম তাড়ানো লাগবে মাহমুদের, ওপাশে কারা যেন ঝগড়াও করে নিলো এক পশলা। বাইরে তখন আলো আধারীর লুকোচুরি, তুলির শেষ আচড় লাগছে আর্টপেপারে… চারপাশটা লাল করে সূর্য উঠলো, টিটি টেবিলে গত দিনগুলোর স্বপ্ন সূর্যের হাতছানি…নামটা বেশ সুন্দর লাগছে লাল হলুদের মিশেলে, “আরেক ফাল্গুন”
আন্দালিব শিরোনাম নামে গল্পও লিখেছে একটা…শেষ লাইনের আগের লাইন, “আরেক ফাল্গুনে আমরা দ্বিগুণ হবো”
লেখালেখিটা আন্দালিব এখনো ধরে রেখেছে এই ফাল্গুনেও…প্রায়ই ওর পোষ্ট-এ চোখ বুলাই। রিজওয়ান এখন তেমনি মনোযোগে উড়োযান চালায়; আমাদের সুখী ক্যাডেট মাহমুদ সুখে নেই, কিডনীতে কি যেন এক সমস্যা; আর আমি … পাক্কা দু’ঘটা ধরে কি বোর্ড টিপে টিপে (প্রথম পোষ্ট) সেই ফাগুনের গল্প করার চেষ্টা করে চলছি…
(চলবে)
ফারহান ভাইয়ের ১ম ব্লগে আমিই ১ম :awesome: :awesome:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
যাউক বস আইসা পড়ছে।এইবার ইব্রাহীম ভাই আইলে ষোলকলা পূর্ণ হয়-ঝকক এর বাংলার তিন তারকা উপস্থিত হয় এক্কেবারে। :boss:
ইব্রারে কইছিলাম । ওর সমস্যা সময় আর টাইপিং।
চমৎকার লিখেছেন।
ব্লগার হিসেবে সিসিবিতে স্বাগতম, আমি আর ওমর ক্লাশ সেভেনে আপনার টেবিলে বসতাম। চিনতে পারছেন 😀 😀 ??
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
পারছি...
তুমি কি কানাডা?
ফেসবুকে কথা হবে
জি কানা ডায় :(( ।
কথা হবে ভাইয়া 😀 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
লাবলু ভাই নয়া মেম্বার আসছে ওরে তো স্বাগতম জানাইতে হয় ।
স্বাগতম ফারহান শুভ লেখালেখি ।
ফাগুনের শুভেচ্ছাসহ স্বাগতম তোমাকে ফারহান।
সৈয়দ সাফী
ব্লগে স্বাগতম ফারহান :hatsoff:
"আসছে ফাগুনে আমরা দ্বিগুন হব" এটা আমারও খুব পছন্দের একটি উক্তি :thumbup:
লিখতে থাক নিয়মিত :guitar:
:(( :(( কি জিনিস মনে করায় দিলেন
আশ্চর্য, সব কলেজের সব কাহিনী সব সময় একই থাকে...(শুধু সিগারেটের জায়গায় চানাচুর পড়তে হবে, এমজিসিসি ওনলি 😐 )
:(( :(( :((
আর আমার নসু হইলে পড়তে হবে ইয়াবা 😀 😀
ভুঁইয়া হইলে পড়তে হবে তরল সুরা। 😀
ব্লগার হিসেবে সিসিবিতে স্বাগতম ভাইয়া।তয় আমার মত পরে খালি ফাকিবাজি কইরেন না কিন্তু।
দুর্দান্ত স্টার্টিং! কে জানি বলেছিল ভাতের হাড়ির একটা চাল টিপলেই অন্যগুলার কাহিনী বুঝা যায় 😉
ক্যাডেটদের ক্রিয়েটিভিটির চুড়ান্ত রকমের নিদর্শন আমার মনে হয় এই ওয়াল ম্যাগাজিনগুলা। আমি আঁকাআঁকির মানুষ না। কিন্তু যারা পারে তাদের আমি রীতিমত শ্রদ্ধার দৃষ্টিতে দেখি। কলেজে তাই টুকটাক খালি কামলা খাটতাম কম্পিটিশনের সময়।
লেখা খুব ভাল হচ্ছে। আশা করি হুট করে মাঝপথে থেমে যাবেন না।
শুভ লেখালেখি।
সাতেও নাই, পাঁচেও নাই
ঐ
ঐ.........
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ধন্যবাদ সবাইকে।
তবে এভাবে লেখার ওভ্যাস নাই তো!
আ এর আগের বর্ণ কেমনে লেখে এখনো বুঝছিনা!
তবে জানি দেখা হবে...আমাদের সিসি ব্লগে!
ফোনেটিকে লিখলে অ লিখতে a0 .
অ অ অ অ অ
আমি দেখি পারি......... 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
স্বাগতম দোস্ত। ৯৬ আরেকজন বাড়লো। ৯৬ রকস.............।
ফারহান, স্বাগতম। :hug:
রকিব কইরে, ওরে চা দিয়া যা
লেখাটা পড়ে খুব ভাল লাগল। নিচের চলবে লেখাটা দেখে আরো ভাল লাগল। 🙂
চা আগেই দিয়ে আসছি 😀 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আমার ব্যাচের কাউকে দেখি না এখানে 😕 😕
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:boss: :boss:
:clap: :clap:
লাবলু ভাই এখনও স্বাগতম জানায় নাই দেখি? ইউসুফ ভাইও কিছু কয় নাই দেখি। ভাই আপনার লেখা খুবই ভালো লাগলো।
ফারহান ভাই, লুকার পার্টনার, ব্রাদার... ওয়েল্কাম টু দি সিসিবি... এবার সানা ভাই-এর ফ্রন্ট্রোল-সাইড্রোলের অপেক্ষা আর কিসু না।
ফার্স্ট পোস্ট কোপা হইসে...
মাই লুকার পার্টনার (গাইড ভাই) রক্স্!!!!!
পরের পার্ট আবার সাম্নের ফাগুনে দিও না 😀
পুরা কোপানি হইছে.........। :boss:
আন্দার সংগে কি নিয়া ঝামেলা ছিল তোমার ;;)
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না