প্রতিদিন একটু একটু করে অনেকটুকু ঘুমাই
স্বপ্ন দেখিনা…
সারাখন বসে কেবলি ভাবনা বিলাস; কাব্য করিনা
প্রতিবার ভাবি ছেড়ে দেব, বদঅভ্যাস যত্তসব
ছেড়েও ছাড়িনা
একছুটে ঘর পেরিয়ে বারান্দায়, পালাতে চাই
গ্রিলের খাচায় আটকে রই…পথ যে অজানা
প্রতিদিন একটু একটু করে মুটিয়ে যাই,
হাটতে চাইনা
বড় হতে চাই, বুড়ো হতে চাই না ।
সিগারেট ছাইদানি ছেড়ে দেব সব…তবু ধোয়া বাড়ে
মৃত্যুঝুকি কমেনা
পথ পেরিয়ে পথে যাব ভাবি, ছাড়াতেই পারিনা
জ্যামের সীমানা ।
………………………………..।
প্রতি প্রহরে ফিরে ফিরে চাই তোমার স্পর্শ
অভিমান অনুযোগ, মানাতেই পারিনা
তোমার মনের গলি ঘুপচি আজও যে অচেনা…
প্রতিদিন একটু একটু করে অনেক কষ্ট বাড়ে
কাদতেই পারিনা ।
আমিও 😀
কেনরে ভাই, এতো হতাশ কেন?
:boss: :boss:
ভাইজান ১৭৮৬ মানে কিডা? আপনে আমার ইমিডিয়েট বড় ভাই কিন্তু একই হাউসের না হওয়ায় ক্যাডেট নাম্বার ভুইল্লা গেছি :((
ফারহান ভাইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইই!!!!!!!!!!!!!!!!!!!
বস প্রিপারেশন কেমন? আপনে সিসিবিতে আইছেন এই আনন্দে যাই দশটা ফ্রন্টরোল দেই...... :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
ইয়ে,পরথম ব্লগের কিছু নিয়ম কানুন আছে...আস্তে আস্তে শিখা যাইবেন আমি ততক্ষণ লুক দ্যাট সাইড হই :no:
ওহে চতুষ্পদ....উপরে ডান কোনায় গিয়ে দেখ এইটা ফারহানের কত নাম্বার ব্লগ।
:khekz: :khekz:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:(( :(( চতুষ্পদ মানে কি বাঘ?
চতুষ্পদ মানে যে বাঘ ঘোড়া-বিড়াল খেলে!!!
🙂
=)) =)) =))
বহুতদিন পর আবার লিখলেন ভাইয়া।
কেমন আছেন?
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ভাই আপনের প্রোফাইল পিকচারের পাংখা হয়া গেছি।
:boss: :boss: :boss:
ফারহান, তোর লেখা সিসিবি মিস করতেছে। নিয়মিত এখানে লিখতে থাক।