প্রতিদিন এই আমি…

প্রতিদিন একটু একটু করে অনেকটুকু ঘুমাই
স্বপ্ন দেখিনা…
সারাখন বসে কেবলি ভাবনা বিলাস; কাব্য করিনা
প্রতিবার ভাবি ছেড়ে দেব, বদঅভ্যাস যত্তসব
ছেড়েও ছাড়িনা
একছুটে ঘর পেরিয়ে বারান্দায়, পালাতে চাই
গ্রিলের খাচায় আটকে রই…পথ যে অজানা
প্রতিদিন একটু একটু করে মুটিয়ে যাই,
হাটতে চাইনা
বড় হতে চাই, বুড়ো হতে চাই না ।
সিগারেট ছাইদানি ছেড়ে দেব সব…তবু ধোয়া বাড়ে
মৃত্যুঝুকি কমেনা
পথ পেরিয়ে পথে যাব ভাবি, ছাড়াতেই পারিনা
জ্যামের সীমানা ।
………………………………..।
প্রতি প্রহরে ফিরে ফিরে চাই তোমার স্পর্শ
অভিমান অনুযোগ, মানাতেই পারিনা
তোমার মনের গলি ঘুপচি আজও যে অচেনা…

প্রতিদিন একটু একটু করে অনেক কষ্ট বাড়ে
কাদতেই পারিনা ।

১,২০২ বার দেখা হয়েছে

১৪ টি মন্তব্য : “প্রতিদিন এই আমি…”

  1. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    ফারহান ভাইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইই!!!!!!!!!!!!!!!!!!!
    বস প্রিপারেশন কেমন? আপনে সিসিবিতে আইছেন এই আনন্দে যাই দশটা ফ্রন্টরোল দেই...... :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
    ইয়ে,পরথম ব্লগের কিছু নিয়ম কানুন আছে...আস্তে আস্তে শিখা যাইবেন আমি ততক্ষণ লুক দ্যাট সাইড হই :no:

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।