ভালোবাসা মোরে প্রশ্ন করে, ভালোবাসা কি?
অবুঝ আমি বাকশুন্য থাকি।
অতঃপর…
নির্বোধ দৃষ্টিতে দেখি ভালোবাসার প্রস্থান…
এ যেন ঠিক দুঃখ নয়,কষ্ট নয়,অভিমান নয়।
বুকের ভিতর এক নতুন বোঁধের জন্ম হয়।
যারে আমি পারি না এড়াতে,
সে আমার হাত রাখে হাতে।
অজানা এ বোঁধ কে বড় পূন্য মনে হয়ে,
যেখানে আর সব কিছু শুধু শুন্য মনে হয়ে…
শুন্য মনে হয়ে…
শুন্যতার সেই অনন্ত গহৱরে খুঁজে বেড়াই আমিত্য।
কিন্তু…
চেতন মনের অবচেতন অংশে, সচেতন ভাবে,
এক অচেতন জীবনের লালন।
পৃথীবির সেই নিদারুন সংকটে বুঝতে পারি,
আমার জীবন তার সাথে মিশে এক হয়ে যায়…
এক হয়ে যায়…
তথাপি প্রতিক্রিয়াশীল জীবনের লোভ, পাপ, লিপ্সা
এড়াতে পারি না।
নিজ প্রতিবিম্বের সামনে এসে দাড়াই।
যেখানে সব নিঃশেষ হয়ে যায়…
নিঃশেষ হয়ে যায়…
১১ টি মন্তব্য : “সমাপ্তি…”
মন্তব্য করুন
B-)
🙂
এখানে কি তুমি "আমিত্ব" লিখতে চেয়েছ? আমিত্য শব্দটার মানে আমি ঠিক বুঝিনি।
কবিতাটা মোটামুটি ভালো লেগেছে। 🙂
ধন্যবাদ তানভির ভাই...আমিত্য শব্দ টা তাহসানের একটা গানে শুনেছিলাম...পরে অভিধানে শব্দটার মানে পেলাম...আমিত্য মানে যতদূর জানি Ownself / individualism...
:thumbup: ভালা কুভভালা......তর আমিত্য দেখে ভালা লাগল :grr:
:)) :))
"প্রতিক্রিয়াশীল জীবনের লোভ, পাপ, লিপ্সা এড়াতে পারি না।" এই লাইনটা খুব ভাল লেগেছে। আরো লেখা দেখতে চাই।
অনেক অনেক ধন্যবাদ ইকরাম কবীর ভাই... 🙂
😀
ভাল লাগলো
ধন্যবাদ দোস্ত...