মোর ভালোবাসা…

রবি ঠাকুর বলেছিলেন,
“প্রহর শেষে আলোয়ে রাঙ্গা সেদিন চৈত্র মাস,
তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ”
আর আমি বলি,
প্রহর সেতো শুরু কেবল শিশির ভেজা মায়া।
আলো কিন্তু ভালো লাগে অন্ধকারের ছায়া।
চোখ সেতো চোখ নয় যেনো মহাকালের হাতছানি,
চোখের ভাষায় ভালবাসা, চোখে চোখে কানাকানি।
সেই চোখেই ভাষা বুঝে কবির সর্বনাশ,
তোমার চোখে চোখ রেখে তাকে করছি উপহাস।
আমার প্রহর যখন খুশি আলো আঁধার খেলা,
রোদের শেষে, মেঘের দেশে, মেঘ বালিকার ভেলা।
তোমার হাতে হাত রেখেছি তোমার চোখের ডাকে।
তোমার চোখে চোখ রেখেছি, ভালবাসার ফাঁকে।
কবি বলেন,
ও রে অবুঝ এ যে সর্বনাশা হাসি।
ভাঙ্গুক সবই, কাপুক বিশ্ব,
তবু তোমায় ভালবাসি।

২,৩৮৪ বার দেখা হয়েছে

২১ টি মন্তব্য : “মোর ভালোবাসা…”

  1. আছিব (২০০০-২০০৬)

    কি রে আশিক,তুইও ব্লগিং শুরু করলি!!!বালা,কুব্বালা :thumbup:

    কিন্তু তোর প্রোফাইলে কি দিলি রে ।তুই তো ব্যাটা (২০০০-২০০৬),এই উলটাপালটা (২০০২-২০০৬) এর মানে কি?
    তর ক্যাডেট নাম ''কলেজপ্রিফেক্ট আশিক''? =)) 😮

    জবাব দিন
    • আশিক (২০০০-২০০৬)

      সরি দোস্ত...অভ্র দিয়া নতুন নতুন লিখতাসি...।ভুল হইয়া গেসে... :shy: ...আর সিপি ভুল কইরা লিখা ফালাসি...স্লিপ অফ জিব্বা...আর দোস্ত মাত্র একাউন্ট খুললাম ত....lesson learnt....think হাজার বার before writing anything... :shy:...it was an unintentional mistake....জাউজ্ঞা কেমন আসস... 😀

      জবাব দিন
      • কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

        আশিক, তোমার ব্লগে করা কোন কমেন্ট তুমি কি মুছে দিয়েছ? এখানে একটা কমেন্ট ছিলো যেটা এখন দেখছিনা। এই কমেন্ট তোমার নজরে আসলে আশা করি একটা ব্যাখ্যা দিবে এর, কেননা, সিসিবি'র নীতিমালা অনুযায়ী কারো কমেন্ট এডমিন ছাড়া অন্য কেউ মুছতে পারেননা। আর এডমিনরা মুছলে এর আগে দেখেছি তারা কারণ দেখিয়ে যান, তা যেহেতু হয়নি ধরে নিচ্ছি এটি তুমিই করেছ।


        সংসারে প্রবল বৈরাগ্য!

        জবাব দিন
        • আশিক (২০০০-২০০৬)

          খুব দুঃিখত কাইয়ুম ভাই...নিওম টা আমার জানা ছিল না...আমি কেবল গত কাল থেকে এই ব্লগ এ আসি...কিন্তু আমি জানি এটা কোন যুক্তি হতে পারে না...নিওম আমার নিজের জানতে হবে...কেউ আমকে শিখিয়ে দিবে না...আমি আন্তরিক ভাবে দুঃিখত...আপনার কমেন্ট পরে খুব লযযা লাগতেসিল.....আসলে আমি কোনো extra খাতির এর জন্ন cp লিখিনি...দেখলাম edit option এ ডিলিট করা যায়...কোনো কিছু না ভেবে ডিলিট করে দিসিলাম...আমি জানি আপনি আমার অনেক ব্ড়...আমি নিজেও বড় দের অস্মান করা খুব অপচ্ছন্দ করি...ডিলিট করার পর ভাব্লাম আপনি এটা কিভাবে নিবেন...কিন্তু ভুল জা করার তা তো করেয় ফেলসি...শুধু এততুকুই বলতেসি আমি অনেক দুঃখিত...ভুল এর জন্য ক্ষমা করবেন...আমি ক্যাডেট কলেজ থেকে শিখেছিলাম ভুল করে ক্ষমা চেলে...senior মাপ করে দেয়...ঠিক একি ভাবে ক্ষমা চাইলাম ভাইয়া...

          জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।