ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হতে এখনো প্রায় এক মাস বাকি। মাত্র শেষ হল বিশ্বকাপ, ফুটবল পাগলদের কাছে এই এক মাসের প্রতিটা দিন যেন এক এক বছর 😛 কষ্ট একটু কমানোর জন্য এখনি নেক্সট সিজনের জন্য আপনার টিম কেমন হবে সেটা নিয়ে গবেষণা শুরু করে দিতে পারেন এইখানে http://fantasy.premierleague.com/
সিসিবিয়ানদের জন্য লিগ “সিসিবি” র কোড নম্বর 4689-2513. সবাই দলে দলে জয়েন করে ফেলেন।
বিস্তারিত নিয়ম কানুন পাবেন এহসান ভাইয়ের (৮৯-৯৫) এই পোস্টে
B-)
যোগ দিয়ে ফেললাম 🙂
এখানে কোন অক্টোপাসের ব্যাপার নেই?
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
নাহ, তবে জুনায়েদ ভাইয়ের নাকি একটা বিড়াল আছে ;)) (সম্পাদিত)
অংশগ্রহনই বড় কথা এই মটোতে বিশ্বাস রেখে যোগ দিয়ে ফেল্লুম। কিন্তু সান্তনা পুরষ্কার না দিলে কইলাম খেলতে আমি রাজী না :no: :no: :no:
গত কয়েক টার্মে ওস্তাদ, প্রথম রাইত বা শেষ রাইত ... কুনো রাইতেই তেমন কুনো মাইর দিতে পারে নাই।
এইবার দিবে ...
সেই রকম টিম বানাইছি এইবার ... মু হা হা হা হা
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
সতর্কবাণী .... এইবার আছি খেলার শুরু থেইক্কাই ... সবার জন্য রইলো একটা:duel: (সম্পাদিত)
:duel: :duel: :duel: :duel: :duel: :duel: :duel: :duel:
:gulli2: :gulli2: :gulli: :gulli: :gulli: :duel: :duel:
এত ধৈর্য্য নাই...প্রেডিকশন থাকলে খেলতাম... 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জার্মান'রাতো অক্টোপাস পল'রে রাইন্ধা খাইয়া ফেলছে ...
তুইও তাইলে তোর বিড়ালের মল ......
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর্ভাই এর কাছ থেকে রেসিপি লইস 😀
মাশকেরানো বার্সেলোনায় যাইতেসে। হেল্ব আর ফেঞ্চ গিনিয়াক আইতাসে লিভারপুলে।
ফ্যান্টাসীতে সবাই এত লাফায় কেন বুঝি না। যতই সাসুরাল গেন্দা ফুল দেখি না কেনো...... চ্যাম্পিওন আমি হবোই। 🙂
এহসান ভাই, চ্যাম্পিয়ন তো হয়েই গেলেন, এবার মিষ্টি খাওয়ান 🙂
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
হুমমমম, ফার্স্ট রাউন্ড শেষে ১০ এ ছিলাম, সেকেন্ড রাউন্ডেই খেল দেখায়ে দিছি 😀 তবে কামরুল ভাই মনে হয় এইবার ফার্স্ট হয়ে যাবে, ক্যারল আর নোলান আছে উনার টিমে
আমার কি হবে :(( :(( :((
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আরে ধুর, আমার রুনি তো খেলেই না।
দ্রগবারে রাখি নাই। আমার অবস্থা ভালো না। 🙁
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
সেকেন্ড হয়া বলেন আপনার অবস্থা ভালো না? 😮
কিন্তু এহসান ভাইয়ের কি অবস্থা? পুরাই লাপাত্তা 🙁