ফ্যান্টাসি ফুটবলের কল্যাণে সিংগাপুর ভ্রমণের ফ্যান্টাসি পূরণ হল। সেখান থেকে কিছু ছবি শেয়ার করছি সিসিবি মেম্বারদের সাথে 😀
১৮ টি মন্তব্য : “ফ্যান্টাসি ফুটবল নিয়ে ফ্যান্টাসি (দ্বিতীয় পর্ব: ছবিব্লগ)”
মন্তব্য করুন
ফ্যান্টাসি ফুটবলের কল্যাণে সিংগাপুর ভ্রমণের ফ্যান্টাসি পূরণ হল। সেখান থেকে কিছু ছবি শেয়ার করছি সিসিবি মেম্বারদের সাথে 😀
জেমি ইয়োরে আমি বেশ ভালা পাই, মাইয়াডা আবার আর্সেনাল সাপোর্ট করে 😛
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আমি আগে ওরে ভালা পাইতাম না, কিন্তু এইবার দেখে আমি 😡
এইখানে পুরানা একটা ইমো মিস করতেছি, সোর্ড ফাইটের একটা ইমো ছিল না... :duel:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ছবিগুলো দারুন, আবারো অভিনন্দন =))
থ্যাংকস দোস্ত 🙂 কিন্তু =)) কেন? 😕
যে জন্য ঘুরে আসলি ... :grr:
ভাইজান আপনে তো পুরা সেইরাম!!!!! :boss:
কিরাম? 😛
সিসিবি স্পিরিটটাই সবচেয়ে ভাল হইসে :salute:
😀 😀 😀
ছবিগুলো খুব সুন্দর হয়েছে।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
থ্যাংকস শান্তা'পু
"সাবজেক্ট" ভালো হলে ছবি তো সুন্দর হবেই! কি বলেন হাসান ভাই?
হুমমমমমম 😛
:clap: :clap: :clap: :clap: :awesome: :awesome:
* এখানে 'আমাদের' বলতে লেখক কি বুঝাতে চেয়েছেন? রেইচেলের সাথে আবার তোমার রুম শেয়ার করতে হয়নি তো! ;;;
* আগে ফুটবল ক্রেজি নিয়মিত দেখতাম, ভালো লাগত। আর জ্যামি ইয়ো-কে তো ভালো লাগেই (এমনিতেই আকর্ষণীয়, তার উপর আর্সেনাল সাপোর্ট করে। 😀 )
* সিলোসো বীচ- অসাধারণ! :thumbup:
* সিসিবি স্পিরিট- তোফা তোফা!! :thumbup: :thumbup:
প্রত্যেক বিজয়ী তার সাথে একজন কে ঘুরতে নিয়ে যেতে পারে, আমার সাথে ছিল আমার ভাই সাজ্জাদ (ফকক, ৯৭-০৩)। তাই আমাদের লিখছি 🙂
😡 😡 😡 :hug:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation