আর্সেনাল-বার্সেলোনা মহারণ

শুরু হয়ে গেছে আর্সেনাল-বার্সেলোনা মহারণ। সবাই এই লাইভ ব্লগিং এ স্বত:স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন আশা করি 🙂

১,৭০৬ বার দেখা হয়েছে

৩৬ টি মন্তব্য : “আর্সেনাল-বার্সেলোনা মহারণ”

  1. কামরুল হাসান (৯৪-০০)

    ইব্রা এখন পর্যন্ত কম হইলেও ১০টা গোলের সুযোগ নষ্ট করছে x-(


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  2. এইবার আসলেই হোয়াট দ্য ফাক ...

    এই ম্যাচ ড্র করা ক্ষমার অযোগ্য ...

    প্লাস নেক্সট লেগে পুয়োল-পিকে কেউ থাকবে না ... মার্কেজ মাঠে নামা মানেই মাইনাস ওয়ান গোল নিয়া শুরু করা ...

    জবাব দিন
  3. পাভেল (১৯৯৩-৯৯)

    ২ টা অ্যাওয়ে গোল আসলে জয়ের মতই চ্যাম্পিওনস লীগে। আর্সেনাল সম্ভবত ইংলিশ লীগ, চ্যাম্পিয়নস লীগ দুইটাই হারাইলো আজকে। সব ইনজুরড প্লেয়ার নামাইছে খেলতে, ওরা আরো ইনজুরড হইছে।

    জবাব দিন
  4. আহসান আকাশ (৯৬-০২)

    সারাদিন ব্যাপক রগড়ার উপরে থাকায় অনেক সাধনা করেও খেলার সময় চোখই খুলে রাখতে পারি নাই 🙁 মাঝে একবার উঠে দেখলাম বার্সা ১ টা দিয়ে দিছে, পরেরবার দেখি দুইটা... সব আশা শেষ ভেবে পুরাপুরি ঘুমে ব্যাক করার পরও আবার ঘুম ভেঙ্গে গেল... যখন দেখলাম ২-২ ড্র, তখন বেশ খুশীই হইছি, তবে মনে হয় না এতে খুশি হবার তেমন কোন কারন আছে 🙁
    যাই হোক, আগেই যেমন বলেছি... ৬ তারিখের আগে কোন শেষ কথা নাই, দেখা যাক 🙂


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  5. আহসান আকাশ (৯৬-০২)

    এইমাত্র দেখলাম গালাস পুরা সীজনের জন্য বাতিল হয়ে গেছে, আরশাভিন ও ইঞ্জুরড, তবে সবচেয়ে বড় খবর ফাব্রিগাস ও মনে হয় পুরা সীজনের জন্য গেল এখন কাউকে আর্সেনালের পক্ষে কিছু প্রেডিক্ট করতে হলে আমার মত চরম আশাবাদী লোক হইতে হবে 😀


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।