কাল রাতে তোমাকে স্বপ্নে দেখবো বলে
সারামাস অপেক্ষার প্রহর গুনেছি।
আজ ২৬শে মে,
বহু প্রতিক্ষিত সেই দিন!
অতিক্রান্ত হলো আমাদের বিয়ের ১৮টি বছর!
চারচক্রযানে চেপে নিঃসঙ্গ আমি বেড়িয়ে পড়েছি,
আজ কোনো দিক নির্দেশনার প্রয়োজন নেই আমার।
চলমান বর্তমানকে সযত্নে পাশ কাটিয়ে,
স্মৃতি-বিস্মৃতির প্রশস্ত মহাপথ ধরে
দ্রুত এগিয়ে যাই আমি সামনের দিকে;
তারপর, সহসাই এক আলোড়িত ঘুর্ণিমোড় নিয়ে
অতীত স্মৃতির মহাকালকে সামনে রেখে
পেছন ফিরে রওনা হই আমি।
আমার আজকের এই যাত্রার নির্দিষ্ট ভ্রমণকাল – দেড়যুগের অতীত!
নিঃসন্দেহেই বহুদূরের পথ!
এক অবিশ্বাস্য দ্রুততায় আমি নিমেষেই পৌঁছে গেলাম
১৮ বছরের ফেলে আসা সেই অন্তিম লক্ষ্যে।
এলোমেলো বিচরণে স্পষ্টই দেখতে পেলাম,
আড়াল থেকে দেখা তোমার সেদিনের সেই হাসিমাখা
মিস্টিমুখের অনর্গল কথা বলা,
আমাকে দেখেই তড়িৎ নিজেকে গুটিয়ে নেবার
সেই অনভিজ্ঞ-অকপট অভিব্যক্তি;
তোমার সলজ্জ আড়ষ্ট ভালবাসার প্রবল আকর্ষণ
কিভাবে কখন ক্রমশঃ অধিকার করে নিয়েছিলো আমাকে,
আমার সমস্ত সত্তাকে, সজীব-সবুজ আমার সকল অনুভূতিগুলোকে!
সুদীর্ঘ তিন বছরের অনলস-ব্যাকুল পত্রপ্রেম,
অদেখা-অছোঁয়ার কল্পলোকে, অশরীরি অন্তরালে থেকেও
কেমন সব্যক্ত দৃঢ়তায় পেয়েছিলো পূর্নতা!
‘২৬শে মে’ তাই হয়ে ওঠে আরেকটি ‘বিশ্ব ভালবাসা দিবস’।
ভালবাসার যে সুদীপ্ত অঙ্গীকার নিয়ে শুরু করেছিলাম সুদীর্ঘ পথচলা,
আজ আঠারো বছরের অতিক্রান্ত সীমান্তে পৌঁছে,
বিশুদ্ধ স্বচ্ছতায়, সুতীব্র চিৎকারে,
তোমাকে আর একবার জানিয়ে দিতে চাই,
হে প্রাণপ্রিয় প্রেয়সী আমার,
ভালবাসি
ভালবাসি
ভালবাসি তোমায়,
অক্ষত, অপরিবর্তিত, পরিণত এ হৃদয়ের সমস্ত অনুভবে…
তিন বছরের পত্রপ্রেম
আঠারো বছর ছাদ ভাগাভাগি করা হেম ...
জীবনের সেতার সানাই
সব কিছু উচ্চকিত বাজায় যাপনের প্রাত্যহিক প্রেম
ধন্যবাদ লুৎফুল ভাই।
Pride kills a man...
সদা সুস্বাগত
ধন্যবাদ লুৎফুল ভাই।
Pride kills a man...
বাহ! শুরুটাই এমন রোমান্টিক!
ভালোবাসার দেড়যুগ --- কম নয়।
পাঠ এবং নেপথ্য সুর যেন আরেকটু সপ্রাণ হতে পারতো।
অনেকদিন পর এলাম ওমর ভাই। কেমন আছেন?
কেমন আছ নূপুর? তোমার সাথে আরো কয়েক্টা সিটিং নিতে হবে আমার। পাঠ প্রচেষ্টায় সফলকাম হতে পারিনি। তোমাকে ধরে ফেলব আরেকদিন। ভাল থাকো।
Pride kills a man...
জয়ন্ত চ্যাটাজর্ীর আবৃত্তি অনেক শোনা হলো সিসিবিতে; এবার আমার বন্ধুর কন্ঠে কবিতা শুনতে চাই। চাইলে এই আসরের কবিদের লেখাও পড়তে পারো B-)
তোমার সব "খোয়ায়েশ"ই পূরণ করা হবে। সবুর করো। আরো দুএক্টা সিটিং বাকী নূপুরের সাথে আমার। ভাল থাকো। (সম্পাদিত)
Pride kills a man...
শেষটা দারুন লাগলো...
আসলেই তো, ভাল শুধু বাসার জিনিষ নয়, তা বারবার বলার মতো একটা জিনিষও।
যে যাই বলুক, যে যাই ভাবুক - ভালবাসলে সে কথা বারবার বলাটাই যে উচিৎ, অনেকেই সেটা বোঝে না।
ভাল লেগেছে।
খুবই ভাল লেগেছে।
কবিতা ও আবৃত্তি, দুটোই!!! (সম্পাদিত)
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
ধন্যবাদ পারভেজ ভাই।
Pride kills a man...
আবৃত্তিটা তেমন ভালো লাগেনি, একটু দ্রুত লয়ে হয়ে গেছে বলে মনে হলো, আবেগহীন কন্ঠে।
তবে, কবিতা ও কবিতায় ব্যক্ত আবেগ ভালো লেগেছে। শেষ দু'স্তবক খুব ভালো লেগেছে।
ধন্যবাদ খায়রুল ভাই।
Pride kills a man...