এই পুষ্পনগরীতে
একদিন বিচরণ ছিলো আমাদেরও।
সন্ধ্যার মেঘমালায়
বুকে মাথা রেখে
কান্নায় ভাসাতাম
কত রাত!
রাতজাগা দুটি পাখি
অনায়াসেই নির্ঘুম অপেক্ষায়
গুনতো ক্লান্তিহীন প্রহর।
ভোরের অন্ধকার মাড়িয়ে
একরাশ আলো নিয়ে সাথে
ফিরতাম রোজ তার কাছে –
পথ চেয়ে থাকা
নিষ্পলক চোখের নোনাস্রোত তার
যখন যেতো শুকিয়ে!
পরম মমতায় তখনো সে আমাকে
টেনে নিতো বুকে;
ডুবুরীর ভালবাসা হয়ে একসাথে
হারাতাম দুজন
সাগরের গহীন অতলান্তে…
আজ এই মুহূর্তে,
তুমি আছ, আমি আছি,
আছে আমাদের পুষ্পনগরী,
সন্ধ্যার মেঘমালা,
রাত-জাগা পাখি,
ভোরের সব আলো
কুয়াশার রহস্যময় অন্ধকার,
সুবাসিত বুকের উত্তাপ…
সব আছে, সবই আছে
নেই শুধু দুচোখের নোনাজলে
মমতার ঢেউ।।
:clap: :clap: :clap: :clap:
মুগ্ধতা জানিয়ে গেলাম, ওমর!
খানিক দেরীতে হলেও সেটা জেনে গেলাম, "যে জানায় ভ্রান্তি নেই কোনো, এতটুকু নেই"...হো হো হা হা..মুগাম্বো খুশ হুয়া..
Pride kills a man...
দারুণ দারুণ
পুরাদস্তুর বাঙ্গাল
আরে টিটো, তুমি? ধন্য করে দিলা। এরকম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবির প্রশংসা পাবো আশা করিনি ভাই। থ্যাঙ্ক ইউ।
Pride kills a man...
লজ্জ্বায় লাল :shy: হয়ে গেলাম :boss:
পুরাদস্তুর বাঙ্গাল
ami to neel dekhchi shudhu...(sorry bangla font nei ekhane). I'll catch up with you soon.
Pride kills a man...
ওটা গেঞ্জীর রঙ ভাই।
মোবাইলে রিদ্মিক কি বোর্ড ব্যবহার করতে পারেন ভাই।
পুরাদস্তুর বাঙ্গাল
সব আছে। সবই আছে।
নেই শুধু দুচোখের নোনাজলে
মমতার ঢেউ ...
~ বাহহ !
[ এটা তো চোখে পড়েনি এদ্দিন ! অবশ্য এই আসাটা ইদানিং বেশ অনিয়মিত হয়ে দাঁড়িয়েছে। ]
লুৎফুল ভাই, কেমন আছেন। সংসার, রুটিরুজি ব্যস্ত করে রেখেছে বেশ কিছুদিন! আপ্নার কাব্যচর্চার আমন্ত্রণে সাড়া দিতে পারিনি ভাই। ফিরবো শীঘ্রই। সেই পর্যন্ত ভাল থাকুন।
Pride kills a man...
একই অবস্থা আমারও। দিনে দু একবার ঢুঁ মারা হচ্ছে বটে। তবে তা যৎসামান্য সময়ের জন্য।
যখন সময় থাকিবে, তখন হবে ক্ষণ।
🙂 🙂
খুব সুন্দর হয়েছে "নোনাজল"। কবিতার আবেগ সহজে অনুভব্য।
"ডুবুরীর ভালবাসা হয়ে একসাথে
হারাতাম দুজন
সাগরের গহীন অতলান্তে…" - চমৎকার হয়েছে এসব পংক্তিমালা।
খায়রুল ভাই, অশেষ কৃতজ্ঞতা। শক্তিমান লেখকদের অনুপ্রেরণা পেয়ে নিজেকে ধন্য মনে করছি। আপ্নি অনেক ভাল থাকবেন।
Pride kills a man...