বউয়ের মুখে অনেক দিন থেকেই শুনছিলাম অটোয়ার টিউলিপ ফেস্টিভেলের গল্প, খুব নাকি সুন্দর হয়। এই গল্প শুনতে শুনতে আমার বেশ আগ্রহ জাগল না জানি কি ব্যাপার স্যাপার হবে। ফেসটিভেলের সময় মনে হয় টিউলিপ ফুলের হাট বসবে, অনেকটা সিলসিলা ছবির সেই বিখ্যাত শটের মতো চারদিকে টিউলিপের বাগান তার মাঝে রেখা আর আমিতাভ গান গাচ্ছে। আমিও যখন এই ফেসটিভেলের সময় থাকবো আমার বউকে নিয়ে টিউলিপ বাগানে ঘুরব।
এইবার অটোয়ার ফেসটিভেল শুরু হলো পহেলা মে থেকে, আমরা গতকাল গিয়েছিলাম। আমি যেয়ে বড়সড় একটা ধাক্কা খেলাম আমার কল্পনার সাথে বাস্তব মিলে না। কোথায় সিলসিলা বাগান এ যে দেখি জায়গায় জায়গার ছোট ছোট ফুলের বেড সেখানে একেক রংএর টিউলিপ, মন খারাপ হলেও তাদের চোখ ধাঁধানো রং এর বাহার দেখে মুগ্ধ । শুরু হয়ে গেলো আমার ক্যামেরার ক্লিক ক্লিক।
এর পরের ছবি দুইটা আমার খুব প্রিয়, বাকী ফুলগুলো ওই বেডে এখনো ফুটেনি একটা লাল টিউলিপ রাজকীয়ভাবে ফুটে ছিল ফ্রেমিং করতেই পেয়ে গেলাম বাংলাদেশ। অন্য ছবিটায় সেই একই ফুল কিন্তু একটু ফ্রেম সরিয়ে নিয়ে ফটোশপে এডিটিং করতেই তার অন্য রুপ…
পরের দুইটি ছবি দুই পিচ্চির। তারা মহা উৎসাহে বেহালা বাদকের বাজনা শুনছিল। ছেলেটা তো সেই বেহালা বাদকের পা ধরে তাকে আদর করা শুরু করলো, তার আগে অবশ্য তার হাতের চকলেট সাধাও হয়ে গেছে।
চিন্তা করছি এর পরের বার গেলে টিউলিপের বেডের ধারেই অমিতাভের মতো গান গাইব, নাই বা থাকল বিরাট বাগান। কিন্তু পরের বারের ছবি দিব না, এই একবার ছবি ব্লগে লাগাতে গিয়ে খবর হয়ে গেছে, এডুর সেমি টিউটোরিয়াল থাকার পরেও।
অমিতাভ, রেখা, সিলসিলা, সিলসিলার গান, টিউলিপ সবই আমার খুব পছন্দের। সবুজ টিউলিপ বেডে রাজকীয় লাল টিউলিপের বাংলাদেশময় ছবিটা দারুন লেগেছে।
:thumbup: :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
ঐ :thumbup: :thumbup:
ঐ..
সবাইরে ধন্যবাদ 😀
:khekz: :khekz:
সংসারে প্রবল বৈরাগ্য!
এখানেও প্রতি বছর নিয়ম করে টিউলিপ ফেস্টিভাল হয়। একটা সাংঘাতিক জিনিস, গেলে মোটামুটি মাথা খারাপ হয়ে যায়। গত বছর গিয়েছিলাম, সম্ভবত এবারও যাওয়া হবে।
www.tareqnurulhasan.com
যাবার আগে আওয়াজ দিয়ে যাস ।
যা বলছ তারেক একদম খাটি কথা, গেলে অবশ্যই তা নিয়ে লিখবা।
আপনার ছবিগুলো সুন্দর। এগুলো কি Dows Lake এর ছবি? ফেস্টিভ্যাল কতদিন চলবে?
হ্যা Dows Lake এর ছবি, ১৮ তারিখ পর্যন্ত নাকি চলবে ফেস্টিভ্যাল, কিন্তু আমার বউ বলতেছিল এর আগে কয়েকবার নাকি এমন হয়েছে যে ফুল ফেস্টিভ্যাল শেষ হবার আগেই ঝরে গেছে তাই আগে আগে যাওয়াই শ্রেয়।
আর ছবি ভালো লাগল শুনে ভালো লাগল
দারুন লাগল ছবিগুলো।
আশা করি এর পরের বার গেলে সেটার গল্পও এখানে দিবেন। 🙂
আহা! বড়ই সৌন্দর্য্য!
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
ঐ
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আহা, বেচে থাকা কত আনন্দের :thumbup: :thumbup:
অফঃ নদীর পোষ্টানোর কথা তো ভূলি নাই 😀 (নাম তো নদীই নাকি, ভজঘট করি ফেলছি 🙁 )
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
যা কইছেন বেচে থাকা আসলেই আনন্দের একটু ইটিং সুগারের ব্যাবস্থা থাকলে তো আরো ভালো।
যাক নাম ঠিক বলছেন নাহলে বউ অন্য কোন নাম দেখলে আবার বলে বসত কার সাথে কি করছি 🙁 । নদী লিখবে লিখবে করে ঘুরাচ্ছে আর বলেন না 🙁 ।