আজকে সিসিবি তে এসে অবাক হয়ে গেছি। একবার ভাবলাম যে কোন ঝামেলা হইছে নাহলে কিভাবে এত্তো জন পুরান ব্লগার এক সাথে লেখা দিয়েছে। দুই তিন বার ভালো করে দেখলাম তারিখ ঠিক আছে কিনা। যাইহোক সব ঠিকঠাক আছে। তার একটু পরে দেখি ফেসবুকে আমার ইনবক্স এ দাশুর চিঠি ‘একটা লেখা দেন সিসিবিতে’, তখন বুঝলাম এই কারবার।
…
সিসিবি প্রতিদিন আসা হয় কিন্তু মিড লাইফ ক্রাইসিস চলতেসে ইদানিং কালে, কারো লেখা পড়ে ভালো লাগলেও কমেন্ট করা হয়ে উঠে না। কিন্তু বাকীদের কি হইছে?
প্রিন্সিপ্যাল স্যারের কঠোর হাতে ব্লগের ডিসিপ্লিন ঠিক করা দরকার। নিয়ম করে দেওয়া হোক সবাইরে মাসে একটা লেখা দেওয়া লাগবেই। ফয়েজ ভাই অবশ্য আপাতত ওই নিয়মে পরবে না কারণ উনি ফ্যান্টাসী প্রিমিয়ার লিগ নিয়ে বহুত চিন্তায় আছেন, একই কারণে এহসান ভাইও বাদ (লোকটা আটটা টিম চালাচ্ছে লীগে)।
…
যাইহোক দোয়েল ল্যাপটপ বানানো নাকি বন্ধ হয়ে গেছে, কি ঘটা করে না দোয়েল ল্যাপটপের উদ্বোধন হয়েছিল। বাংলাদেশের ঘরে ঘরে নাকি দোয়েল থাকবে, প্রতিটা শিশুর হাতে দোয়েল থাকবে। তো সিসিবি আশা করা যায় এরকম একদিন সরগরম হয়ে আবার মুখ থুবড়ায়ে যাবে না। নাহলে রকিব আছে চা দিয়ে আবার সিসিবি গরম করে দিবে। কাইয়ুম, কামরুল, রবিন রা ফ্রিজে মিস্টি খুজতে যাবে। মাহমুদ, আন্দালিবের লেখা পড়ে আমার মাথার ডিশ এন্টেনা ঠিক করব। সামিয়া কাউকে বোমা মেরে দিবে। রাব্বীর কাছে অটোয়ার খবর পাওয়া যাবে। নতুন কোন ব্লগারের লেখা পড়ে কলেজের অনেক ঘটনা মনে পড়ে যাবে।
(ওহ বাজারে খুব শীঘ্রই দোয়েলের ট্যাবলেট পিসি আসতেছে। আমদের টেলি যোগাযোগ মন্ত্রীর মতে ল্যাপটপ এখন মান্ধাতা আমলের যন্ত্র)
পুনঃশ্চ – শেষে একটা গান হয়ে যাক
দোয়েল ফোন কবে আইব... :((
মন্ত্রী জানে :grr:
মিড লাইফ ক্রাইসিস কি জিনিস ভাই? খায় না পিন্দে............ 😛
কেমন আছেন ভাই? বহুদিন পর............যাই ফ্রিজ থেকে একটা মিষ্টি খাইয়া আসি.........
মিড লাইফ যে কি জিনিস এই নিয়ে পরে লিখব চিন্তা করসি।
আছি ভালোই চলো তোমার সাথে মিস্টি খাইতে যাই।
মিড লাইফ ক্রাইসিস পড়ে মনে দুষ্টু প্রশ্ন আসছিলো চাইপা গেলাম ব্লগে ছুডু পোলাপাইন আছে দেইখা 😀
কেমন আছেন সামি ভাই?
আমার বন্ধুয়া বিহনে
গানটার জন্য ধন্যবাদ। এই মেয়ে তো দেখি আডেলের মতোই গাইছে!
আমার বন্ধুয়া বিহনে
রাব্বী আছি ভালোই ... ছি ছি বাংলা ছবির মতো দুষ্টু সিন জাতীয় প্রশ্ন নাকি 😛
সামি ভাই ভালো লাগলো দেখে।
বান্ধা গরু বিষয়ক কোন ঝামেলা নাকি :frontroll: :frontroll: :frontroll:
ধন্যবাদ। নারে ভাই বান্ধ গরু বিষয়ক ঝামেলা না, এমনিতেই আর কি অনেক কিছু নিয়ে সমস্যায় আছি।
বস, আপনার প্রোফাইলে কি কেকের ছবি? খিদা লাগে তো 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কেক না মিয়া, ওইটা গরম কুকির সাথে আইস্ক্রীম দিয়ে বানানো ডের্জাট। ফ্রিজে মিস্টি কে শেষ করল, খিদা লাগে ক্যান তোমার?
এই টাইপ লেখা পড়তে অনেক ভালো লাগে সামি ভাই...অনেকদিন পর আপনার লেখা পড়লাম। 🙂
ঐ 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ধন্যবাদ তানভীর আর জুনায়েদ
সেই বান্ধা গরুটার খবর কী? দড়ি কি একটু লুজ হইসে, নাকি আগের মতই টাইট আছে 😛
লুৎফর রহমান রিটন - কে দেখলেই আমার খালি আপনার কথা মনে পড়ে 😀
সাতেও নাই, পাঁচেও নাই
😛 😛
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
জিহাদ আগের মতোই আছে, আর এতেই আমি মহা খুশি।
::salute:: ::salute:: ::salute::
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
ভাই পুরা মনের কথা টা কইছেন।
🙂
সামি ভাই এর সাথে আমার দেখা হইসে, উনি অনেক মাইডিয়ার টাইপ মানুষ 🙂
ভাই, সামনের বার দেখা হইলে কেক খাওয়াইতে হবে 🙂
নাজমুল যখন কেক খাইতে মন চায় আমারে বইল, কেক কোক খাওয়াবোনে
শুকরিয়া 🙂
কেক কোক :awesome: :awesome: :tuski:
সামি ভাই কেমন আছেন?
কানাডা আসবেন না আর? 🙁
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আছি ভালোই ভাই। কানাডা সামনের মাসে যাইতে পারি, ঠিক করি নাই এখনো।
মিড লাইফ ক্রাইসিস কি ভাই??
কেমন আছেন?
সামিয়া ওইটা যে কি তা জানতে হলে পরের যাচ্ছে জীবনের জন্য অপেক্ষা করতে হবে 😛
আছি ভালোই,
ভালো করে পরীক্ষা দাও।
কেমন আছো সামি?
১। মিড লাইফ ক্রাইসিসে আছি, আগে চাকুরী করতাম, এখন নানান ঘাট ঘুরে ব্যবসার ধান্ধায় আছি, বাসা শিফটিং, বাচ্চার স্কুল ভর্তির টেনশন নানান ঝামেলা।
বাদামতলী থেকে বাংলামোটর অনেক দূরের রাস্তা।
২। একটা সময় মনে হল, আমার লেখাগুলো টাইপড হয়ে যাচ্ছে, প্যাটার্ন চেঞ্জ করতে গিয়ে দেখলাম, আমার আরও সাহিত্য পড়া দরকার। বই পড়তে গিয়ে দেখি, পড়াটা লেখার চেয়েও কস্টকর।
লিখতে পারছিনা, কারন পড়ছিনা, পড়ছিনা তাই লেখাগুলো এগুচ্ছে না, লুপবদ্ধ জীবন।
ছোটগল্প লিখতে চাই অনেক, সিসিবি-প্রকাশনী থেকে বই বের হবে আমার, ফেসবুকে ঝুলবে সে বইএর প্রচ্ছদ,
কবে যে আসবে সেইসব দিন 😀 (সম্পাদিত) (সম্পাদিত)
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েয ভাই 😀
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
ফয়েজ ভাই কি ঢাকায় চলে আসলেন এখন?
ভালো কইসেন লুপবদ্ধ জীবন। আপনার গল্পের বই খুব শীঘ্রই বের হোক এই কামনা থাকল।
গানটা সুন্দর। আমার মেয়ে আমার হাত থেকে আই প্যাড নিয়া দেখা শুরু করলো। তারপর দেখা শেষ করে বলে, এটা কি বাজে গান দিয়েছো।
১৬ তারিখ ফ্রি আছিস?
বাসায় আসিস।
কল করবো।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
আছি ফ্রি ওইদিন। কোন বিশেষ অকেশন নাকি?