সবার জন্য একটা ছবির ধাধা দিলাম। নিছের ২টা ছবির মধ্যে একটা মেসেজ আছে। মেসেজটা খুজে বের করতে হবে। সি,সি,আর, ১৯তম ইনটেকের ক্যাডেটদের এই ধাধা সল্ভ করা থেকে বিরত খাকার জন্য অনুরোধ করছি।
প্রথম ছবিঃ
দ্বিতীয় ছবিঃ
হিন্টঃ ছবির ভিউ অবশ্যই ১০০% হতে হবে মেসেজটা পড়ার জন্যে।
১৫ জন সারেন্ডার করলে সলুসন দেয়া হবে।
সলুসন
সলুসন ১
সবচেয়ে সহজ উপায় হল একটা ছবির উপর আরেকটা ছবি ড্র্যাগ করে আনা। অপেরা ইউজ করলে ড্র্যাগ করা যায়। IE তে যায় না।
সলুসন ২
তাছাড়া MS paint এ ১টা ছবির উপর আরেকটা ছবি transparent মুডে পেস্ট করলে মেসেজটা দেখা যাবে।
সলুসন ৩
আরেকটা উপায় হল ছবি ২টা সেম সাইজের ২ টা পেজে প্রিন্ট করে ১ টার উপর আরেকটা রাখতে হবে এবং আলোর দিকে ধরে দেখতে হবে। transparent পেজে প্রিন্ট করলে ভালমত দেখা যাবে। নরমাল পেজ হলেও কাজ চলবে।
সলুসন ৪
২ টা ছবি একটা নতুন ফোল্ডারে পেস্ট করে পর পর খুব কুইকলি একটার পর আরেকটা দেখতে হবে।
উপরের সব প্রক্রিয়াতে ছবির সাইজ অবশ্যই ১০০% হতে হবে। সবগুলো উপায়েই যদি ছবি ২টা ঠিকমত alignment করা হয় তাহলে মেসেজটি স্পষ্ট দেখা যাবে, আবছা না।
সলুসনটা দিয়ে দিলাম।
এভাবে একটি ছবিকে ২টি (বা দুই এর অধিক) ছবির মধ্যে লুকিয়ে রাখাকে বলে “Visual Secret Sharing”। “One time image” নামে একটি সফটওয়ার আছে এই কাজ করার জন্যে। নিচের লিঙ্ক থেকে সফটওয়ারটি ফ্রি ডাউনলোড করা যাবে।
http://www.r-hansen.com/tech/oti.html
Let’s make our own secret image.
সবশেষে,
সবাইকে ঈদের শুভেচ্ছা
লং লিভ সিসিবি
ওই মিয়া এইডা কি দিলেন??কিছুই তো বুঝিনা...অনেকক্ষন হাঁটু থুক্ষু মাথা ঘামাইলাম... 🙁
চেষ্টা কর।
নাহ আমিও পারলাম না। এর উত্তর কখন পাবো? অপেক্ষায় থাকলাম।
কেউ অবশ্যই বের করতে পারবে বলে আমার মনে হয়। কেউ না পারলে আমি বলে দিব কিভাবে পড়তে হবে মেসেজটা।
soby kothay????? :chup:
আসলে কিছুই নাই। বাহলুল ভাই সবাইরে কাশেম বানাইতে চাইতেসে। :grr:
সাতেও নাই, পাঁচেও নাই
৪ জন সারেন্ডার করলো। আরো ১১ জনের অপেক্ষায় আছি। তারপর বলব যে তোমাদের কাশেম বানাইতে চাইছি কি না। by the way কাশেমটা আবার কে? 😀
হু হু। বুইঝা ফালাইসি কাহিনী 😉 কাসেম কেডা সেইটা মাসরুফ ভাইরে জিগান। তার আবার কাসেম হবার রেকর্ড বেশি 😀
সাতেও নাই, পাঁচেও নাই
সলুসন জানতে চাইলে স্টাফ লাউঞ্জে আসো। ওইখানে তোমাকে বলি।
x-( জিহাদের বাচ্চার আব্বা,এই দুইন্নায় তুই মাত্র অল্প কয়দিনের অতিথি, নিজে থিকা আগে আগে যাইবার চাইস না x-(
কাশেম বা আক্কাস এসব রুপক শব্দ। এখানে অই শব্দ দিয়ে বেকুব বোঝানো হয়েছে।
আমি আবার সারেন্ডার করলাম, আমাকে কি আবার গোনা যায় না? ভাল লাগছে না। পিসি এর সামনে থেকে যেতে পারছি না সলভ না হওয়া পর্যন্ত। ধুৎ!
স্টাফ লাউঞ্জে আয়, কইতাছি। তবে তাইলে কাউকে বলা যাবে না আমি সলুসন দেয়ার আগ পর্যন্ত।
আমি আইতাছি স্টাফ লাউঞ্জে...
বাহলুল ভাই, থেঙ্কু!!হ্যাপী গ্রাজুয়েশন সিরিমনি... 🙂
পাইছ দেখতে মেসেজটা?
কি বস হইছে না???? 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
হইছে। গুড। এখন সলুশন্টা দিয়া দেয়া যায়।
Congratulation জুনায়েদ। তুমি ১০০ তে ১০০।
😀 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
না এখন দিব না। সবাই আরেকটু খুজাখুজি করুক, তারপর দিব।
:boss:
পাইছি 😀 😀
১ম ছবির উত্তরঃ হিজিবিজি
২য় ছবির উত্তরঃ হিজিবিজি হিজিবিজি
এইটা ভালো বলছো :)) :))
আমি কিছুক্ষন ম্যাজিক আই দিয়া ট্রাই করলাম । হইলনাতো , অবস্স খিদার জালায় বেশিক্ষন তাকাইয়াও থাকি নাই......যাই হোক সারেন্ডার ।
বাহলুল কি যে দিলা ভাই বুজবার পারতাসি না... :((
দুটো ছবিই পর্যায়ক্রমে চেঞ্চ করে করে দেখতে হবে... এ্যাম আই রাইট? চেষ্টা করে "সাবিইকে" কথাটি ধরতে পারছি। মনে হয় জুনায়েদ কবীরই ঠিক।
সল্যুশন পাবার আগে আবার ট্রাই দিই...দেখি পারি কিনা... :dreamy:
Life is Mad.
পর্যায়ক্রমে একটার পর আরেকটা দেখলে পূর্বেরটা অনেকটাই ক্লিয়ার হয়ে চোখে ধরা পড়ে.... 😛 ।
Life is Mad.
:))
সাতেও নাই, পাঁচেও নাই
Steganograpy: Concealing message in Indexed GIF Image Sequence.
নতুন টেকনিক শিখলাম। 🙂
কোথ্থিকা শিখলেন? ক্যামনে শিখলেন? ~x( :bash:
সাতেও নাই, পাঁচেও নাই
সরি জিহাদ, নতুন টেকনিক শিখি নাই, জানলাম মাত্র। আর উওরটা জুনায়েদ ভাই দিয়া দিছে।
অনেক চেষ্টা করলাম ভাই, পারলাম না ... জবাব টা দিয়ে দাও কাইন্ডলি।
২৪ ঘন্টা হোক, তারপর সলুশন দিব। কারন সবাই ধাধাটা এখনো পরে নাই। কমেন্টে অবস্য ২/১ জন বলে দিছে কিভাবে সল্ভ করতে হবে। আমি কালকে বিস্তারিত জানাবো। ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে ক্যাডেট আছে। তাই সবার জন্য ১ দিন দেয়া প্রয়োজন।
বাহলুল ভাই, ছবিটা জেনারেট করলেন কেমনে? আমিও ইমেজ প্রসেসিং নিয়া কাজ করি, তবে ওইটা কম্পুটার রিলেটেড না, নিতান্তই প্রডাকশন আর ম্যানুফ্যাকচারিং এর জিনিসপাতি।
একটা সফটওয়ার আছে। পরে তোমাকে দিব।
এইটা তো খুবই সোজা
"সবাইকে ঈদের শুভেচ্ছা"
"লং লিভ সিসিবি" B-)
তুমি না এতক্ষন হুমায়ুন আহমেদের "আজ রবিবার" নাটকের জাহিদ হাসানের মত "হিজিবিজি হিজিবিজি" দেখতেছিলা। মাথা ঠিক হইল কখন তোমার?
হে হেহে 😀 😀
১ম মন্তব্য ইফতারের আগে আর ২য় মন্তব্য ইফতারের পরে।
আর কিছু বলা লাগবে!!! 😉
আগে কন আমি কালা স্ক্রিনে কি লেখছি? আমারটা কইতে পারলে আমি আপনারটা কমু।
তুমি কালা স্ক্রিনে কালা রঙ দেখছ। এইটা আমি আগেই সন্দেহ করছিলাম।
হয় নাই। আগে ১৫ জন সারেন্ডার করেন। তার পর কমু।
সমাধান
প্রথম ছবি + দ্বিতীয় ছবি = সমাধান (কালার লেভেল ৮ বিটে নরমালাইজ করা।)
বাহলুল ভাইঃ জ্যাঠামি পছন্দ না হইলে অতি অবশ্যি কমেন্টটা মুছে দিবেন। 🙂
oopps......
জানি না এক কমেন্ট দুইবার ক্যামনে পোস্ট হইলো। প্রথমবার ভাবছিলাম পোস্ট হয় নাই, পরেরটা কইরা দেখি দুইটাই পোস্ট হয়া গেছে। 🙁
অই জিহাদরে পিটা, সাইট পাগলা হয়া গেছে ক্যান? :grr:
তৌফিক। ছবি ২ টা থেকে অরিজিনাল মেসেজটা বের করা খুব সহজ। পিক্সেলওয়াইজ অর (OR) অপারেশন কর। কিন্তু অরিজিনাল ছবি থেকে ২টা ছবি বানানো ডিফিকাল্ট।
আপনার ছবি দুইটা বাইনারি হিসাবে হিসাব করছি। সেই হিসাবে অর অপারেশনই হইছে। কিন্তু বানানো যে ডিফিকাল্ট ওইটা প্রথমেই বুঝছিলাম, মেসেজ অনুযায়ী পিক্সেল ডিসট্রিবিউশান করতে হবে- সোজা কথা না।
পোলাপাইন অতিশয় আঁতেল হয়া গেছেগা। মাইর দেওন দরকার।
দেন বস।কইষা মাইর দেন।
যারা সলভ করে পেরেছে এবং যারা পারেনি (কাশেম), তাদের সবার জন্যে সলুসনটা দিয়ে দিলাম। সবাইকে ঈদের শুভেচ্ছা, লং লিভ সিসিবি।
এই আইটেমটা খুব পছন্দ হয়েছে। মাথা খাটানোর স্কোপ যেমন আছে তেমন আছে কে প্রথম সল্যুশন পারল বা কিভাবে পারল সেটা জানার টনটনে উত্তেজনা। বোধকরি অল্পসময়ে সবচাইতে বেশিবার ছবি এবং মন্তব্যগুলোতে চোখ বুলিয়েছি।
এরকম আরও আশা করছি।
Life is Mad.
সবাইকে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য একটা নতুন কিছু করার ইচ্ছা ছিল। সেই জন্যেই আমার এই ধাধা দেয়া। তবে মনে হয় একটু আতলামি হয়ে গেছে। 😀
জ্বিনাহ, আতলামি হয় নাই ভাইয়া, মজা হইসে।
তবে এতদিন পরে এসে আমি প্রবলেম সলিউশন দুইটাই একসাথে দেখে ফেলাইসি :))
Nice post bahlul vai.
বাহলুল,
ভালো হইছে...। কিন্তু টানটান উত্তেজনাটা পাইনাই। কারণ, সামিয়ার মত আমিও প্রব্লেম আর সল্যিউশন একসাথে পাইছি...। 😀
😀
ঈদের আগে চোখে না পইড়া আল্লাহ নিজের হাতে কাশেম হওয়া থেইকা বাচাইছে B-)
সংসারে প্রবল বৈরাগ্য!
আমি এখন অ পারি নি :bash: :dreamy: :no: 🙁
ekhono bujhi nai....ki krbo???? kanna cara kisu krar nai........ 🙁 :(( :dreamy: :bash: :brick: