২ = ৪

আমাদের ব্যাচের একজন বিশিষ্ট বিজ্ঞানী ক্লাস এইটে পড়া অবস্থায় একবার অঙ্কের হাই স্যারকে প্রমান করেছিল যে ২ = ৪। নিম্নে তার প্রমাণ দেয়া হল।( ^ দিয়ে পাওয়ার এবং * দিয়ে গুনন বুঝান হয়ছে।)

মনে করি a=2;

a^2-a^2=(a+a)*(a-a) [ যেহেতু a^2-b^2= (a+b)*(a-b)]

a*(a-a)=(a+a)*(a-a) [উভয় পক্ষে (a-a) কমন]

a=a+a

2=2+2

২ = ৪ (প্রমাণিত)

ক্লাস এইটে এই প্রমান আমাদের মুগ্ধ করেছিল।

১,৬৮৫ বার দেখা হয়েছে

১২ টি মন্তব্য : “২ = ৪”

  1. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    আমাগো শরীফ পিথাগোরাসের উপপাদ্য নিজের মত কইরা প্রমাণ করছিল।পরে শুনে যে এই প্রমাণটা পীথাগোরাসের ৬ টা স্টাইলে প্রমাণের মধ্যে একটা।
    অফ টপিকঃশরীফ এখন বুয়েটের উজ্জ্বল নক্ষত্র 🙂

    জবাব দিন
  2. সামিয়া (৯৯-০৫)

    ইনি কি আব্দুল হাই স্যার?একটু পাগলা পাগলা? উনি তো এইসব ব্যাপার স্যাপার দারূণ পছন্দ করতেন, ক্লাসে কেউ যদি ওনার একটা ভুল ধরসে...ব্যাস...সে উনার প্রিয় ছাত্রী...
    আমি এই মানুষটাকে কখনো ভুলবনা...বোধহয় আমরা কেউই ভুলবনা...উনি যেখানেই থাকুক আল্লাহ উনাকে অনেক ভালো রাখুক।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।