গতকাল (২ নভেম্বর) টোকিওতে সিসিআরের ছোটখাট একটা গেট-টুগেদার হয়ে গেল খায়রুজ্জামানারের বাসায়। ছবি সবার সাথে শেয়ার করলাম। ছবিতে বাম দিক থেকে নাজমুল ভাই, খায়রুজ্জামান, যুবায়ের ভাই, শরীফ ভাই এবং আমি।
১৯ টি মন্তব্য : “টোকিওতে সিসিআর গেট-টুগেদার”
মন্তব্য করুন
ahh..caketa eto sundor ken? :dreamy: 🙁
আমি কেক খাপো :(( বাহলুল ভাই কেক খাওয়ান :((
মাসরুফ, দোকান থেকে গিয়ে একটা কেক কিনে খাও। টাকা আমি দিবো। 🙂
মাসরুফ, তোমার এই 'খাপো' 'খাপো' স্বভাব দিন দিন বাড়তাছে... 🙁
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
বাহলুল, মাশ্রুফ তো কানতাছে, অরে এখন যেমনে পারো কেক 'খাপাও' =)) =))
সংসারে প্রবল বৈরাগ্য!
অশ্লীল অশ্লীল। :gulti:
বস্, কবীরতো কইলোই মাসরুফের ‘খাপো’ ‘খাপো’ স্বভাব দিন দিন বাড়তাছে, তার উপ্রে বেচারা কানতাছে, তাই যদি কেউ ওরে কেক খাপাইতে চায় তইলে এইডা অশ্লীল হইবো ক্যান :dreamy: :dreamy:
সংসারে প্রবল বৈরাগ্য!
আমি কুক আর কেক দুইটাই খাপো :((
এত্তোদিন পর x-( x-( যা লংআপ হয়া থাক, কুক আর কেক আইতাছে :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
চরম অশ্লীল.. 😮
ভাইয়া, আপনাকে আর খায়রুজ্জামান ভাইকে দেখেই চিনতে পারলাম। বাকি ভাইদেরকে আমরা কলেজে পাইনি মনে হয়। ওনারা কোন কোন ইনটেক এর?? এই নাজমুল ভাই কি 18 ইনটেক এর CP নাজমুল ভাই নাকি?
নাজমুল ভাইকে ঠিক চিনতে পারছ। বাকি ২ জনকে চিনার কথা না। উনারা ১৩-১৪ ইন্টেকের।
14 হবে হয়ত, ১৩ নয়।
আমি তো কাউকেই চিনতে পারছিনা। ছোট ছোট মুখ গুলো বড় হয়ে গ্যাছে 🙁
উনারা আপনার ২-১ ব্যাচ জুনিয়র মনে হয়। উনারা ২ জন জাহাঙ্গীর হাউজের ছিল। চেষ্টা করলে চিনবেন মনে হয়।
নাঈয়াদ কেমন আছ? কোথায় তুমি এখন?তুমি ২৪ এর না
আহেম!!
অই রায়হান, এই "আহেম" মানেটা কি একটু বলবা?
বস একজাক্ট মানে তো কইতারিনা। তয় ইংলেজি মুভিতে দেখি মাইনশে খালি "আহেম" কয়। মানে মনে হয়, ঠিকাছে। 🙂
Please have a look at the follwing website
http://groups.yahoo.com/group/ABECjapan/