(আমার বন্ধু লুজ আমাদের সব গোপন খবর সিসিবিতে ফাঁস করে দিচ্ছে। এইটা ফাঁস করার আগেই লিখে ফেলাই… )
আমাদের ব্যাচের কলেজ গেমস প্রিফেক্ট ছিল জকি। তার মত পিকুলিয়ার এবং গাইন্ধা সিজিপি মনে হয় না কোন কালে কোন কলেজে ছিল। তার বেডের তলে একটা বালতি ছিল। তার মধ্যে সে তার যাবতীয় ময়লা ও গাইন্ধা কাপড় রাখত(ইনক্লুডিং আন্ডি’স)।এবং প্রতি টার্মে সর্বোচ্চ ১ বার সে অইগুলা ধুতে দিত। তো এর ফলে অই বালতি আর্থ্রোপোডা, এনিলিডা, প্রোটোজোয়া, প্রভৃতি পর্বের প্রাণীর অভয়ারন্যে পরিনত হয়। বালতিটা বের করলেই সেটা থেকে নানা বর্ন ও গোত্রের প্রাণী বের হয়ে আসত।(আঁমাঁদেঁর বাঁও স্যাঁর তাঁর এই প্রাঁণীঁপ্রীঁতিঁর ঘঁটঁনা জাঁনঁলে বঁড়ঁই খুঁশি হঁতেঁন।কিঁন্তু এইঁটা জাঁনাঁর আগেঁই স্যাঁরেঁর বঁদঁলি হঁয়ে যাঁয়। বঁড়ঁই আঁরঁফোঁস।)
তো এই ঘটনা তার সিজিপি হবার পূর্বের। তখনো সে এইরূপ একটা বালতি মেইন্টেইন করত। একদিন দুপুরে সে আমাদের টিজে যারপরনাই ব্র্যাক্ত হয়ে তার বালতি পরিষ্কারের পদক্ষেপ গ্রহন করল। বালতি যেই সে টেনে বের করতে যাবে, ওম্নি তার বেডের তল থেকে একটা মূষিক(মতান্তরে ইদুর) বের হয়ে দৌড় লাগালো। এটা দেখে সে মহোৎসাহে একপাটি পিটি সু নিয়ে মূষিকের পিছে দৌড় লাগালো। কিন্তু মূষিকের ডিফেন্সিভ টেকনিকের কাছে সে বার বার পরাস্ত হতে লাগল। এক পর্যায়ে মূষিকবাবাজি আলমারির তল থেকে বের হয়ে দরজার দিকে দিল দৌড়। তখনি হঠাৎ জকির হুঙ্কার,”এই মাদার…. থাম!!!“ বলাই বাহূল্য, মূষিকবাবাজি তার চৌদ্দগুষ্টির জীবনে এরূপ গালি শুনেনি। এই হুঙ্কার শুনে সে হ্যাং খেয়ে দাঁড়িয়ে গেল। জকি ভাল ক্রিকেটার ছিল। থামার সাথে সাথে সে নিখুত নিশানায় মূষিকবাবাজির দিকে পিটি শু ছুড়ে মারল। এবং, কিছু বুঝে ওঠার আগেই, মূষিকবাবাজি চেপ্টা হয়ে গেল। এবং পুরা ঘটনা আমাদের সামনে এত তাড়াতাড়ি ঘটে গেল, আমরাও হ্যাং খেয়ে গেলাম।(অবশ্য সে আমাদের দিকে আর পিটি শু ছুড়ে মারে নি)।
এরপর একই টেকনিকে সে একটা পাখি মেরেছিল। কিন্তু সে ঘটনা আরেকদিন।
১ম বার ১ম............।হা হা হা...... ভাল হয়েছে...।। =)) =)) =)) =)) =)) =)) =)) =))
😛 😛 আমার জানামতে ও তো,পিটিসু না
কিল মাইরা ইদুর টারে মারছিল 😮 কোনটা সত্য??
জুতা দিয়ে ইদুর মারা ......... কালে কালে আরোও কত কি জানবো ...... :clap: :clap: :clap: :clap:
এইভাবে তো বাসর রাইতে খাটের তল থিকা বিড়াল বাইর হইলে সেইটাও মাইরা ফালাইবো 😛
মাস্ফ্যু ভাইয়ের মনে :just: ফ্রেন্ড, বাসর রাইত আর বিছিঃএস ছাড়া আর কুনো কথা থাকে না কেনু, কেনু, কেনু ;;;
খাটের তল থিকা বিড়াল ক্যান বাঘ বের হইলেও কিলাইয়া মারবো :khekz:
সুফিয়ান ভাই কোথায় তুমি??কিছু বলো... 🙂
😀 😀 😀
বিড়াল যদি না মরে??
ইন্দুর মারা ঠিক হয় নাই; ইহা বড় উপকারী প্রাণী। বিভিন্ন চলচ্চিত্রে দেখিয়াছি, ইন্দুর দেখিয়া নায়িকা ভীতসন্তস্ত্র হইয়া নায়ককে জড়াইয়া ধরে। :shy:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
=)) :khekz: :goragori:
তোর কি নায়ক হওয়ার ইচ্ছা ছিল নাকি... ??? =))
=)) =)) =))
এটা কি সুধু সিনেমার আলোকেই লিখলা, নাকি বাস্তব অভিজ্ঞতার কথা বল্লা?
:shy: :shy: খালি ছিঃনেমা 😕 :bash:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ছোট্টরে কি মাস্ফ্যু রোগে ধরল না কি!! দিহানাপ্পু, দিহানাপ্পু, তুমি কুথায়......... :-B
;)) :dreamy:
দ্যা টে'ল অফ ডেসপারাডো ছবিটা তে rat আর mouse এর খুব সুন্দর করে ডিসটিঙ্কশন করা হইসে। সেখানে দেখাইসে ratরা mouse এর থেকেও বেশি ভয়ানক।
ইঁদুরের ক্যাটেগরীর উপর ডিপেন্ড করবে নায়িকা কত জোরে নায়ককে জড়ায় ধরবে।
আরে সেই সিনেমাতে তো খোদ ইদুঁরই নায়িকার প্রেমে পরে ছিলো 😕
You cannot hangout with negative people and expect a positive life.
:clap: =)) :khekz:
😮
=)) =))
বেশ মজার।
😕 😕 😕
:-/ ওর এই পরিচ্ছন্নতার বাতিক কি এখনো আছে রে ??
...ক্যাডেটের পক্ষে সবই সম্ভব !! 😮 ...ভাগ্যিস প্রিন্সিপাল'স ইন্সপেকশন বইলা একটা ব্যাপার ছিল...নইলে কেউ কেউ টার্মে একবারও কাপড় ধুইত কিনা সন্দেহ !!!
রকিব... ঝাইড়া কাশ তো !
ফারাবীরে,আছোস কেমুন?
মোটামুটি আছি ভাই...
খুক খুক
ঝাইড়া কাসি দিছি ফারাবী ভাই। 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
রকিব, তোর ছবিটা না দিলেও চলত
মানে তোর নিজের ছবিটা
eita amar chobi nah 😕
upre kuno birikho dekhsen kon !!! :grr:
কিরে চারাগাছ আছিস কিমুন? :grr:
দি, পথ চুলে সিসিবিতে। 😛 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
দি, পথ ভুলে সিসিবিতে। :grr: 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
তোরে মাইর দিতে :grr:
দিহানাপ্পি, ধন্যাপাতা, সিসিবিতে আসার জন্য, নাও :teacup: খাও
তুই ব্যাটা আমার গল্প মাইরা দিতেছিস!!
আমি পরে লিখমু কি নিয়া??
লেখা অবশ্য কঠিন হইছে...... 😀 😀
থ্যাঙ্কু 😀 😀
দোস্ত চ্যাং রে নিয়া লেখা শুরু কর। পুরা মহাকাব্য লিখতে পারবি 😛
আর না, অনেক হইছে ফাউ প্যাঁচাল।
কিছুদিন নিজের মত কাব্যচর্চা করবনি।
বরং মানিক রে গুঁতাই চল; শালা লেখালেখি করতেছে না আর।
=)) =)) পিন্টু কি তাইলে মানিক পিন্টু হয়া গেল?
:boss: না বস,এইটা আমি না,এইটা হইল আসল মানিক,যার লেখাতে পুরা সিসিবি-তে বিষুর আসল রূপ প্রকাশ পাইয়াছিল,এইটা সেই মানিক.......... :boss: :boss:
এই মানিকের ধারে-কাছে নাই আমি ভাই :no:
:clap: :clap:
R@fee
😮 😮 😮
আজহার, লেখা ভালা হইসে। 😀 😀
মানিক বাই, আন্নের গ্রেনেড দিয়া মাছ মারার কেচ্ছা আর সুতা দিয়া ফাখি মারার কেচ্ছা শুনতে মন কইচ্ছে। ডেলিভারি দিয়া ফালান খুব তাড়াতাড়ি।
😀 😀 বিডি ভাই(হাজার হইলেও এক্স ক্যাডেট) এর কিছু কাহিনী শুনবার চাই-মিয়া তাড়াতাড়ি প্রসব কর
বিঃ দ্রঃ (সেলিম আবার মাইন্ড নিস না) 😉
x-( অই ব্যাটা, নাম চেঞ্জ করলি,আকীকা খাওয়াইছস?নতুন রূপে আইসা তো পুরাই কোপায় দিলি রে.... :boss: .. :salute: ........জকিটারে পড়ানো দরকার ব্লগটা। =)) পি.টি. সু দিয়ে এইবার তোরে মারব :chup:
ক্যাডেট নাম: জিনের বাদশা এইটা দেখতে ক্যামন জানি লাগতেছে 😕 যদিও এরকম কোন নিয়ম সিসিবিতে নাই, তারপরেও অন প্যারেডের লিস্টে সবার আসল নামের সাথে অন্যান্য ব্লগ সাইটের মত এরকম নিক দেখতে ক্যামন জানি লাগে।
পুরাই ব্যক্তিগত মতামত। আশা করি কেউ মাইন্ড করবানা।
সংসারে প্রবল বৈরাগ্য!
ভাই, আমি ইউসার নেম চেঞ্জ করতে চাইসিলাম। কিন্তু ওইটা করা যায় না। তাই ক্যাডেট নেমটাই চেঞ্জ করসি... 🙂
=)) =)) =)) :boss: :boss: :boss:
চড়মোইচ্চে!!! প্রচুর্মজাপাইলাম :))
:goragori: ;))
:)) :)) :)) :))
খেয়া (২০০৬-২০১১)