৬ টি মন্তব্য : “”

    • রেজা

      আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনিও বই পড়ুন, ঘাঁটা ঘাটি করুন, অনেক কিছুই জানতে পারবেন।


      বিবেক হলো অ্যানালগ ঘড়ি, খালি টিক টিক করে। জীবন হলো পেন্ডুলাম, খালি দুলতেই থাকে, সময় হলে থেমে যায়।

      জবাব দিন
  1. খায়রুল আহসান (৬৭-৭৩)

    বিষয়গুলো এতই স্পর্শকাতর যে বিদ্যমান পরিস্থিতিতে কোন নির্মোহ, নিরপেক্ষ মন্তব্য করা সম্ভব নয়। সাম্প্রতিক ইতিহাস বিজয়ীদের দ্বারা লিখিত হয়, সেখানে বিজিতদের কোন ঠাঁই হয় না। এজন্য সাম্প্রতিক ইতিহাস নিয়েও বিতর্ক চলতে থাকে। সব বিতর্ক শেষে একদিন ইতিহাস থিতু হয়। হয়তো তখন সব সত্য প্রতিষ্ঠিত হবে।

    জবাব দিন
    • রাজীব (১৯৯০-১৯৯৬)

      আহমদ ছফা হবে।

      আল মাহমুদ অস্ত্র হাতে যুদ্ধ করেছেন এমন কোন তথ্য প্রমাণ নেই।
      এমনকি কলম হাতে কদ্দুর করেছেন তাও প্রশ্নবিদ্ধ।
      কোলকাতায় তিনি বুদ্ধদেব বসুর সাথে ঘুরে বেড়িয়েছেন।

      অনেক আগে কমেন্ট করতে চাইছিলাম।
      কি কারণে জানি করা হয়ে ওঠে নাই।
      তোমার তথ্যে-উপাত্তে মারাত্মক ভুল আছে।


      এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

      জবাব দিন
      • রেজা

        আসসালামু আলাইকুম রাজীব ভাই।
        কষ্ট করে পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ। আহমেদ ছফা বানান ভুল হয়েছে। টাইপিং মিস্টেক। আমি ঠিক করে নিচ্ছি। আল-মাহমুদ যুদ্ধ করেন নাই, মুক্তিযুদ্ধ করেন নাই, উনার এই বিষয়ে বিরোধিতা মনে হয় কেউ করে নাই, করা থাকলেও আমার জানা নেই। ভারতে অনেকেই গিয়েছিল। অনেকে সে সময় বিভিন্ন ভাবে কাটিয়েছে। আমাকে জানালে উপকৃত হব। আমার তত্থ-উপাত্ত ভুল থাকতে পারে। আপনি কষ্ট করে সঠিক তথ্য দিলে আমি ভুল শুধরে নিব।
        ভালো থাকবেন।


        বিবেক হলো অ্যানালগ ঘড়ি, খালি টিক টিক করে। জীবন হলো পেন্ডুলাম, খালি দুলতেই থাকে, সময় হলে থেমে যায়।

        জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।