চারপাখা নিয়ে মোরা তিনজোড়া ঠ্যাং
মানুষের কানে কানে করি প্যান প্যান।
রক্ত তোমার খাসা, খেতে ভারি মিষ্টি
অযথাই হুড়ো দিয়ে ক্যান করো অনাসৃষ্টি।
খাবো আমি অল্প, দেহে যতটুকু সয়
তোমাদের মত নাকো করে অপচয়।
পেটে খেলে পিঠে সয় এইখানি মন্ত্রে,
দীক্ষিত মোরা বসি মানবযন্ত্রে।
তোমাদের ঢাকাতে আমাদের থাকাতে
দেখো কত হুল্লোড়, কত সাজ-রব,
কামানের আঘাতে আমাদের মারতে
দ্যাখ আজ কত লোক! আজব!
তোমাদের নকল কয়েলের ধোঁয়াখানি
আমাদের মাতলায়,
ভেজাল এরোসল শুধু শুধু
আমাদের জন্য নেশাপানি।
খুঁজে দ্যাখ ইতিহাস
ছিলাম আমরা, থাকবো।
রক্তচোষা আমরা
তোমাদের থেকে শিখবো!!
সুন্দর
Ex Cadet: Mustafiz/SB330/7th Batch/BCC(SSC1988) Bappy Khan
ধন্যবাদ, বাপ্পী ভাই।
বিবেক হচ্ছে অ্যানালগ ঘড়ি, খালি টিক টিক করে।