অনেক কিছুই বলার ছিলো, হলো না আর বলা,
তোমার পাশে চলার কথা, হলো না আর চলা।
তোমার পাসপোর্টের ছবিটুকুই হাতে নিয়ে ঘুরি,
কখন তুমি ডাক দিবে গো মা,’আমার দুষ্টু ছুঁড়ি’।
ইস্কুলেতে যাবো গো মা সময় যবে হবে,
তখনো কি মিথ্যে রাগ করে মা মুখ ফিরিয়ে রবে?
আসবে কখন রঙিন জামা নিয়ে পাখির মত ড্রেস,
ঈদের দিনে পরবো গো মা হয়ে আমি ফ্রেশ।
মা কি তোমার ব্যথা লেগেছে? বুকের বাম কোনায়?
কি আর করবো বলো, বঙ্গদেশে রাত ছাড়া রাত্রি ঘনায়!
সোনার দেশে সোনার মাটি, মানুষগুলোই কালো,
‘জন্মই আমার আজন্ম পাপ’ হয়তো এইটুকুই ভালো!
(ছেলেধরা সন্দেহে গনরোষের শিকার হয়ে মৃত্যুবরণ করা মা-র স্মৃতির উদ্দেশে)