ভাবনাগুলো মোটেই এলোমেলো নয়। বেশ গুছিয়েই সেগুলো শেয়ার করেছো আমাদের সাথে।
২০১৬ আর ২০১৭ এর বই মেলায় আমার তিনটে বই প্রকাশিত হয়েছিল। তাই আমার কিছুটা অভিজ্ঞতা হয়েছে একুশে বইমেলায় বই প্রকাশনার ব্যাপারে। প্রবাসী বাংলাদেশীদের টাকার দাপটে কবি লেখক হবার তীব্র বাসনাজনিত কিছু কার্যকলাপ অনেক সময় আমার বিরক্তির কারণ হয়েছিল।
বই পড়ার সময় খেয়ে ফেলছে ফেইসবুক এবং সেলফোনের বিভিন্ন এ্যাপস। তরুণদের আজকাল বই পড়ার সময় নেই।
পড়ার জন্য ধন্যবাদ আহসান ভাই। এবারের ২০১৯ এ গেলাম। আয়োজন বড় হয়েছে, খোলামেলা, ভালো লাগলো। তবে বাংলা একাডেমীর করমকা্মকাণ্ড বেশ বিতর্কিত লেগেছে। বইমেলায় মাঝখানে নির্দিষ্ট একটি বই বিক্রি বন্ধ করে দেয়া, পরে অনুমতি দেয়া এসব আরকি। তবে বইমেলায় যে প্রচার, প্রোপ্যাগান্ডা চালাতে যেয়ে যে অঙ্ক শিখালো, তা সবাই শিখলে ক্ষতিই হবে। ১৯৭১-১৯৫২=২০১৯ কিভাবে যে আসে আমার বোধগম্য না। কত বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সা ডেসিমাল করলাম, কিছুতেই আসে না।
বিবেক হলো অ্যানালগ ঘড়ি, খালি টিক টিক করে। জীবন হলো পেন্ডুলাম, খালি দুলতেই থাকে, সময় হলে থেমে যায়।
ভাবনাগুলো মোটেই এলোমেলো নয়। বেশ গুছিয়েই সেগুলো শেয়ার করেছো আমাদের সাথে।
২০১৬ আর ২০১৭ এর বই মেলায় আমার তিনটে বই প্রকাশিত হয়েছিল। তাই আমার কিছুটা অভিজ্ঞতা হয়েছে একুশে বইমেলায় বই প্রকাশনার ব্যাপারে। প্রবাসী বাংলাদেশীদের টাকার দাপটে কবি লেখক হবার তীব্র বাসনাজনিত কিছু কার্যকলাপ অনেক সময় আমার বিরক্তির কারণ হয়েছিল।
বই পড়ার সময় খেয়ে ফেলছে ফেইসবুক এবং সেলফোনের বিভিন্ন এ্যাপস। তরুণদের আজকাল বই পড়ার সময় নেই।
পড়ার জন্য ধন্যবাদ আহসান ভাই। এবারের ২০১৯ এ গেলাম। আয়োজন বড় হয়েছে, খোলামেলা, ভালো লাগলো। তবে বাংলা একাডেমীর করমকা্মকাণ্ড বেশ বিতর্কিত লেগেছে। বইমেলায় মাঝখানে নির্দিষ্ট একটি বই বিক্রি বন্ধ করে দেয়া, পরে অনুমতি দেয়া এসব আরকি। তবে বইমেলায় যে প্রচার, প্রোপ্যাগান্ডা চালাতে যেয়ে যে অঙ্ক শিখালো, তা সবাই শিখলে ক্ষতিই হবে। ১৯৭১-১৯৫২=২০১৯ কিভাবে যে আসে আমার বোধগম্য না। কত বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সা ডেসিমাল করলাম, কিছুতেই আসে না।
বিবেক হলো অ্যানালগ ঘড়ি, খালি টিক টিক করে। জীবন হলো পেন্ডুলাম, খালি দুলতেই থাকে, সময় হলে থেমে যায়।
:boss: :boss: :boss: