হটাত সে উঠে দাঁড়ালো সোজা হয়ে
দৃষ্টিসীমায় ধরা পড়লো দূরের আকাশ বিশাল
পাগলাটে হাওয়া ভাসিয়ে নিয়ে যাচ্ছে মেঘগুলো দূরে কোথাও
তখনো রাত জমেনি।
আসমানে একফালি চাঁদ ছিল
তারা ছিল কিনা সে খেয়াল কারো ছিলনা
দুকূল ভেঙে নামেনি জোছনা
আলো আঁধারের খেলা জমেছিল বেশ।
চলতে লাগল সে ঈশান কোনে
পিছনে তার পুরনো স্মৃতি
মাকড়শার জাল বোনে।
ধীর নির্ভীক পদক্ষেপে সে এগিয়ে যায়
পায়ের নিচে মাড়িয়ে চলে কচি দূর্বাঘাস।
অতঃপর সে থমকে দাঁড়ায়
সামনে তার গিলোটিন!
হুম, নাটকীয়তা সবে জমে উঠেছিল!
দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হতেছে হলুদ
মন্তব্যের জন্য ধন্যবাদ।
বিবেক হচ্ছে অ্যানালগ ঘড়ি, খালি টিক টিক করে।
মন চাইছিলো আরো খানি পড়ি, শেষ হয়ে গেলো..!
মন্তব্যের জন্য ধন্যবাদ।
বিবেক হচ্ছে অ্যানালগ ঘড়ি, খালি টিক টিক করে।
কবিতার শেষটুকু বেশ নাটকীয়।
মন্তব্যের জন্য ধন্যবাদ। 🙂
বিবেক হচ্ছে অ্যানালগ ঘড়ি, খালি টিক টিক করে।
:clap: :clap: