এইতো সেদিন ফার্মগেট থেকে ঘুরে আসলাম । মাঝখানে কেটে গেছে দুইটা বছর। ফিরে এসেছিল সেই ঘিঞ্জি ফুটপাত আর পুরানো আমি । আশপাশ থেকে আসছিল গাড়িঘোড়ার সেই পুরানো শব্দত্যাচার । আসছিল দোকানিগুলার চিৎকার , “একশ, একশ। একদাম একশ”, রাস্তায় শুয়ে থাকা হাত পা হীন ভিক্ষুকটার গোঙানি, কপোত-কপোতীদের হাসাহাসি, আরো সব এলোমেলো কোলাহল….
সব কিছুই আগের মতো লাগছিল । কিন্তু সেই এক রকম ছিলাম না আমি । কাঁধে ছিল না বইয়ে ভরা ভারী ব্যাগটা. ছিল না ওল্ড সনি এরিকসনটাও । ওভারব্রিজটা ক্রস করতে যেয়ে দেখলাম উঁচু কনকর্ড টাওয়ারটা । নস্টালজিক হয়ে গেলাম । আজ আর সেখানে যাওয়ার তাড়া নেই । এম সি কিউ তে পাশ করার চিন্তা নেই । হঠাত্ মনে পড়ল সায়্যিদুল এর কথা । এক্স সিসিসি । প্রতিদিন তার এখান দিয়ে যাওয়ার সময় শখ জাগত গান গাওয়ার আর আই এস এস বি তে গ্রীন কার্ড পাওয়ার কাহিনী বলার । এই একটা সময় ই সবাইকে টিজ করা থামাতো সে । 😀 বেচারার জন্যে খারাপ ই লাগে । আর্মি তে চান্স পেয়েও প্যারেন্টসের জন্যে ইব্রাহিম মেডিকেলে পড়ছে । আনিসের এম সি কিউ প্রশ্নের উপর লেকচার গুলোও মিস করছিলাম । নাজমুলের একহাতে মোবাইল ধরে জিএফ এর সাথে হাসাহাসি…
সেজান পয়েন্ট । ফার্মগেটের হট পরিবেশে একমাত্র ঠাণ্ডা জায়গা !! কোচিং শেষে এখানেই জমে উঠতো আড্ডা । সেজান পয়েন্ট থেকে পিছনে চলে গেলেই চোখে পড়ে আনন্দ সিনেমা হল । পাশে কোচিং গলি । যেখানে মেতে উঠতো আমাদের হ্ইহল্লায় । যদিও তা থেমে থাকেনি – মেতে চলেছে নতুনদের পদধাপে ।
অনেকক্ষণ হেঁটেছিলাম স্মৃতি-মাখা রাস্তার ধুলোবালিতে ! এরপর গেলাম সাইবার ক্যাফেতে। আসলে নিজেকে সামলাতে পারিনি । পুরানো অভ্যাস যে 🙂 তারপর গেলাম গ্রীনরোড। এখানেই আশেপাশে কোথাও ছিল আমাদের মেস, উত্তরা ছাত্রাবাস। মেসটার প্রধান বৈশিষ্ট্য ছিল এটার সামনেই ছিল আরেকটা মেস। যেটা ছিল মেয়েদের । সন্ধ্যাবেলার স্মৃতিগুলো মনে আসছিল, জোর করে মাথা থেকে তাড়ালাম :p
অবশেষে যাওয়ার সময় আসলো । বাসেও উঠতে উঠতে শেষ একবার তাকালাম চারপাশে । (আবার কবে আসবো কে জানে!) দেখলাম আসলে ফার্মগেটের খুব একটা পরিবর্তন হয়নি । সব আগের মতো । শুধু পুরানো মুখগুলোর জায়গাতে আজ নতুন মুখ , আখের রস এর দাম ৫ টাকা বেড়েছে , বেড়েছে সুন্দরী মুখের সংখ্যা…. :p
নাহ! ফার্মগেট চেঞ্জ হবার নয়। আসা করি আজীবন থাকবেও এমন – ঘিঞ্জি , চিৎকারে ভরা ব্যস্ত ফার্মগেট ।
এখানে, ফার্মগেটের বিখ্যাত পার্কটার কথা উল্লেখ করলাম না আর। দেখা গেল লেখাটা আর প্রকাশ ই হলো নাহ :p
:brick: ব্লগে স্বাগতম (সম্পাদিত)
ফার্মগেট এর কথা আজীবন মনে থাকবে 🙁
ব্লগে স্বাগতম 🙂
ধন্যবাদ । লেখাটা বড় ছিল কিন্তী সময়ের অভাবে লিখতে পারিনি । অনেক অংশ বাদ দিয়েছি 🙁
@Asif@
ফার্মগেট চিরকাল একই ছিল...থাকবে...
হয়তো অবাক হবে তুমি...তবু মুক্তি মিলবে না...
ইয়াপ । বড় সত্যি কথা ।
@Asif@