রেবেকা

আজ না বুধবার
রেবেকা তারান্নুম আসবে ক্লাসে  …
আরে ইংলিশের রেবেকা;
ফুলার রোড নিমেষেই শেষ
অপরাজেয় বাংলা পার পলকেই
রেবেকা তারান্নুম আসবে ক্লাসে
আজ না বুধবার

গেল বুধবার হঠাৎ করেই
মুখ ফিরিয়ে প্রশ্ন করল
তুমি না বুয়েটের …
আশ্চর্য ! কি করে জানে
গর্বিত হৃৎপিণ্ড দু’শ ছাড়ায়
পৃথিবী ঝাপসা লাগে
রেবেকা তারান্নুম আসবে ক্লাসে
আজ না বুধবার

এরপর
হাজার বছর পার হতে দেখি
এখনো বুধবার আসে যায়
বোকা হৃৎপিণ্ড কিছুতেই
হয় না সত্তর পার …………………………

 

পূর্বে প্রকাশিত 

২,০৮০ বার দেখা হয়েছে

৩১ টি মন্তব্য : “রেবেকা”

  1. লুৎফুল (৭৮-৮৪)

    আহা কি মর্মান্তিক ! কি মর্মান্তিক !
    কি ভীষণ প্রগভীর প্রেমবিষাদময় নীল !

    " এরপর
    হাজার বছর পার হতে দেখি
    এখনো বুধবার আসে যায়
    বোকা হৃৎপিণ্ড কিছুতেই
    হয় না সত্তর পার …… "

    জবাব দিন
  2. সাবিনা চৌধুরী (৮৩-৮৮)

    গেল বুধবার হঠাৎ করেই
    মুখ ফিরিয়ে প্রশ্ন করল
    তুমি না বুয়েটের …
    আশ্চর্য ! কি করে জানে
    গর্বিত হৃৎপিণ্ড দু’শ ছাড়ায়
    পৃথিবী ঝাপসা লাগে
    রেবেকা তারান্নুম আসবে ক্লাসে
    আজ না বুধবার

    ছেলেরা সতি্য ইংলিশের রেবেকা অথবা আইআর এর রুবিনাকে এক পলক দেখতে উন্মুখ হয়ে থাকে, মেয়েরা মুখে যা কিছু বলুক বুয়েটের কেয়ারলেস, উরাধুরাটির মন পেতেই চোখে কাজল আঁকে!

    জবাব দিন
  3. সাইদুল (৭৬-৮২)

    তুমি না বুয়েটের …
    আশ্চর্য ! কি করে জানে
    গর্বিত হৃৎপিণ্ড দু’শ ছাড়ায়
    পৃথিবী ঝাপসা লাগে

    (খুলেদিয়ে অর্ধেক হৃদয় কপাট
    নারী এক অদ্ভুত জড়ো করে মেলা
    কনে দেখা রোদে হয় সহসা লোপাট
    যুবকের বেহিসাবি এলোমেলো বেলা)


    যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান

    জবাব দিন
  4. খায়রুল আহসান (৬৭-৭৩)

    এ পাতায় কবিতাটা আসার চারদিন পর চোখ খুললাম! খুলেই দেখি... চেনা ছবি! আর সাথে অসাধারণ সব মন্তব্য, কোনটা রেখে কোনটার কথা বলি!
    'ফুলার রোড নিমেষেই শেষ' - আরো কত কিছু এভাবে নিমেষেই শেষ হয়া যায়...
    চমৎকার হয়েছে কবিতা। স্পর্শ করা কবিতা।

    জবাব দিন
  5. পারভেজ (৭৮-৮৪)

    বুয়েটের ছাত্র ইংলিশের ক্লাস করলে হৃদিপিন্ডের আর দোষ কি বল?
    দু'শো তো ছাড়াবেই।
    আরও কিছু যে ছাড়ায়নি, সেই তো কপাল।

    "এখনো বুধবার আসে যায়
    বোকা হৃৎপিণ্ড কিছুতেই
    হয় না সত্তর পার"
    - হেহ হে, হৃদপিন্ডের কি দোষ, বলো?
    সে কি আর অতই বোকা, যে সারাজীবন ধরে টেনে নেবে এই মিথ্যা আশাখানা?


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন
  6. পারভেজ (৭৮-৮৪)

    সিসিবির ভার্চুয়াল + একচুয়াল আড্ডা:
    ======================
    ভেন্যু হিসাবে ক্যাডেট কলেজ ক্লাবই হবে সবচেয়ে ভাল।
    সময় হিসাবে শনিবার সকাল হতে পারে শ্রেষ্ঠ সময়। পশ্চিম গোলার্ধে তখন শুক্রবার সন্ধ্যা। তার মানে উইকএন্ড শুরু হয়ে গেছে।
    স্টার্ট টাইম হতে পারে সকাল দশটা, কেমন হয়?
    লজিস্টিক্‌সঃ
    হাই স্পীড ইন্টারনেট (ক্লাবে অলরেডি ইন্সটিলড আছে)।
    ল্যাপটপ, ভিডিও ক্যামেরা, প্রোজেক্টর, স্ক্রীন - এগুলোর জন্য অংশগ্রহনকারীদের স্বেচ্ছায় দায়িত্ব নিয়ে নিতে হবে।
    খাওয়া-দাওয়া: ক্লাবে এরেঞ্জ করা যাবে।
    আর কিছু?


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন
  7. পারভেজ (৭৮-৮৪)

    ১৩ই জুন বাংলাদেশ সময় সকাল সাড়ে নটা থেকে দশটার মধ্যে আড্ডা শুরু হয়ে যাবে।
    আমি একটা ব্লগে এনাউন্সমেন্ট দিয়ে দিচ্ছি।
    অংশগ্রহনকারীরা কিছু একটা করবে, এটা এক্সপেক্টেড।
    না করতে চাইলে জোরা জুরি নাই।
    নিজ দায়িত্বে বুফে লাঞ্চ করা পর্যন্ত অনুষ্ঠান চলবে..


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।