মিথ্যার হাত ধরে আসে অস্তিত্বহীন
সাথে নিয়ে রক্তপায়ী একদল
অন্ধকার মনুষ্যত্বহীন
তখনও
কিছু কি খুজেছিলে গলিত স্থবির সেই সত্যে,
ভালবাসা আর বেচে থাকার বিপরীতে
রক্ত ঘৃণা কিংবা অভিশাপের গান
অস্তিত্বহীনের ক্রমাগত অস্তিত্ব আগ্রাসন
রুদ্ধপ্রায় আমার অস্তিত্ব এখন
পূর্বে প্রকাশিত
"It is the best of the time, it is the worst of the time."
মনে হয় কথাটি সর্বকালের জন্য প্রযোজ্য, এই সময়ের জন্য আরো বেশি।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
এসেছে একদল অন্ধকার মনুষত্বহীন।
মানুষের ছায়ারা মলিন, ভাষাহীন।
জীবনানন্দ-প্রভাবটি উপভোগ করলাম।
সবাই এটা ক্যারি করতে পারে না।
তুমি ভালই পেরেছো....
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
তোমার কবিতা তোমাকে কখনোই অস্তিত্বহীন হতে দেবে না। অরূপ,বড়ই মনকাড়া তোমার বাণী
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
শেষ দুটো পংক্তি মনে গভীর রেখাপাত করে গেলো....