এক.
তোমার চোখে কখনো কখনো
দেখি অনুষ্ণ প্রাচীন এক আলো
কোন এক নক্ষত্রের নরম আগুন
হয়তো মৃত সেই নক্ষত্র আজ
অথচ কি অসম্ভব বাস্তব
তোমার চোখ … আর এই আলো
দুই.
এই যাপিত সংসারে
একফোঁটা … দুফোটা করে
উষ্ণতা হারায় আমাদের হৃদয়
শৈত্য টের পাই, চোখের তারায়
ঠোঁটে, অনিচ্ছুক আলিংগনে
হাত বাড়ালেই ছোয়া যায়
অথচ কি নিরুপায় দুরত্ব …
(পুর্বে প্রকাশিত)
:boss: :boss: :boss:
অনুষ্ণ প্রাচীন এক আলো -- আ হা
🙂 🙂 নুপুর............
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার
অতিব জরুরী একটি বিষয়ের অবতারনা হলো বলে মনে হলো।
ক্রাইসিসই বটে.................
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
পারভেজ ভাই, আপনার সাথে আড্ডার একটা সুযোগ খুজছি ... সে কবে কয়েক মিনিট গল্প হোল। 🙂
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার
এই যাপিত সংসারে
একফোঁটা … দুফোটা করে
উষ্ণতা হারায় আমাদের হৃদয়
আহা
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
সাইদুল ভাই, অনেক ধন্যবাদ 🙂 🙂
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার
ফোঁটায় ফোঁটায় উষ্ণতা হারায়
আবার চাইলেই তোমাকে ছোঁয়া যায়
নক্ষত্রের নরোম আগুন আজ মৃত তবু
তোমার চোখের এই আলোয় এখনো জীবন জুবুথুবু
তোমার লেখায় কেমন যেনো এক পরাবাস্তব ভাববাদীতা আর চামড়ার নীচে আগুনের মতোন বাস্তবতার মিশেল থাকে ।
যে নো কো নো এ ক অ ন্য জ গ তে তা টে নে নি য়ে যা য় . . .
লুৎফুল ভাই, আপনার লেখার ভক্ত আমি সেই কলেজ জীবন থেকেই। শুধু লেখা না আঁকারও।
আপনি যখন এত চমৎকার করে কিছু বলেন, খুবই গর্বিত অনুভব করি।
অনেক অনেক ধন্যবাদ। 🙂 🙂
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার
একদা ভালবাসার মানুষ দুটি মৃত্যুর শীতলতা আর দীর্ঘশ্বাসে বাতাস ভারী করে তোলে অথচ হাত বাড়ালেই হয়তো খুলে দেয়া যেতো ন্যাপথলিন মোড়া বদ্ধ কুঠুরি!
অরূপ দাদা বরাবরের মতো :gulli: :gulli2:
সাবিনা, 🙂 ভালো থেকো। অনেক ধন্যবাদ।
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার
অনুষ্ণ প্রাচীন এক আলো, নক্ষত্রের নরম আগুন, এসব তো শুধু খালি চোখে দেখা যায় না, কবি মন লাগে!
"হাত বাড়ালেই ছোয়া যায়
অথচ কি নিরুপায় দুরত্ব …" - এখানেও তাই। বোধের প্রয়োজন।
খায়রুল ভাই, অনেক ধন্যবাদ 🙂
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার
:hatsoff: :hatsoff:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
🙂 🙂 🙂 🙂
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার