আজ

আজকের দিনটা ছিল
গতকালের মতই।
শুধু একটা পেন্সিল
তার গোটা জীবন
কাটিয়ে গেল আমার খাতায় …………

৮৪০ বার দেখা হয়েছে

৭ টি মন্তব্য : “আজ”

  1. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    এটা কি আমি পড়েছিলাম আগে?
    অরূপ দা, যখন চার বয়সের ব্যবধান অনেক বড় ব্যাবধান তখন আমাদের কোন কথা হয়নি তেমন। বোধ হয় হওয়া সম্ভব ছিল না বলেই। 'কথা' বলতে আমি বোঝাচ্ছি -- কবিতা, সাহিত্য নিয়ে নানান ভাবনার কথা। যদিও ভাবনার বীজগুলো তখনই প্রোথিত হচ্ছিল।

    কবিতার প্রতি আপনার অবসেশনটাকে লক্ষ্য করছি বেশ কিছুদিন ধরে। কেবল ইচ্ছেমতন বুভুক্ষুর মতন কবিতা পড়ছেনইনা, দুর্দান্ত সব শব্দমালা লিখছেন।
    দুর্দান্ত!

    জবাব দিন
  2. অরূপ (৮১-৮৭)

    নুপুর,
    চার বছরের ব্যবধানটা এক অদ্ভুত দূরত্ব ... সত্যিই কথা বলার সুযোগই তৈরি হয় নাই কখনো।
    ঠিকই বলছ ... কবিতা নামের এক দুর্বোধ্য জগতে বছরের পর বছর অবসেসড হয়ে ডুবে আছি ......... যুক্তি বিবর্জিত এক অবসেশন ...
    নিজে লিখতে পারছিনা কিন্তু পড়ে যে কি আনন্দ পাই তা বলার বাইরে ...
    আর হ্যাঁ এটা ফেসবুকে প্রায় বছর খানেক আগে দিয়েছিলাম মনে হয় ... 🙂 🙂

    আর ধন্যবাদ পড়ার জন্য (সম্পাদিত)


    নিজে কানা পথ চেনে না
    পরকে ডাকে বার বার

    জবাব দিন
  3. সাবিনা চৌধুরী (৮৩-৮৮)

    :clap: :clap: :clap: :clap:

    আমার এক বন্ধু প্রায়শই বলে, চুমু যদি জমিয়ে রাখো পরে খাবো বলে তবে সেটির আর কোন মানেই হয়না! আজ চুমু খেতে মন চাইলে দশদিন পর সেটি খেলে তা পচে যায়! সিসিবির লেখাও কিন্তু তেমনি। এতো দারুণ একখানা কবিতা লিখলেন আর আমি এসেছি আজ এখানে কমেন্ট করতে! সিসিবিতে লেখা প্রকাশিত হবার পরপরই মন্তব্য না করলে সেটি পচে না গেলেও তার আবেদন হারায়!! কী করে আপনার এই লেখা মিস হয়ে গেলো, দাদা?? আপনার লেখার সবিশেষ ভক্ত আমি। যেমন চমৎকার শব্দচয়ন তেমনি আপনার বোধ!

    অনেক মুগ্ধতা রেখে রেখে গেলাম! 🙂 🙂

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।