(মন্তব্যে ইতিমধ্যে ধাঁধার সঠিক উত্তরগুলো চলে এসেছে। তাই পাঠকদের অনুরোধ করছি ধাঁধার প্রকৃত আনন্দ পেতে মন্তবে উত্তরগুলো না দেখে আপনার নিজের উত্তর দিন। সেই সাথে আপনি নতুন ধাঁধাও দিতে পারেন।)
ছোটবেলায় ছন্দে ছন্দে মজার সব ধাঁধা আমার বেশ প্রিয় ছিল। বহু বছর পরে আজ একটা এন্ড্রয়েড এপ্লিকেশনের কল্যানে বেশ কিছু ধাঁধার মুখোমুখি হলাম। সেখান থেকেই কিছু এখানে দিলাম সবার মাথা একটু খাটাবার জন্য।
১। শুড় দিয়ে কাজ করি, নই আমি হাতি
পরহিতে খাটি সদা, তবু খাই লাথি।
২। আকাশেতে আছি আমি, পাতালেতে নাই
কাননে আছি আমি, বনের ভিতর নাই।
কোলকাতার মাঝে আমি থাকি দুই ঠাই,
ঢাকাতেও খুঁজে দেখ, পাবে আমায়।
৩। আট পায়ে চলি আমি,
চার পায়ে বসি।
কুমির নই, বাঘও নই,
আস্ত মানুষ গিলি।
৪। আট চালা ঘর তার,
একটাই খুটি।
ঘর বন্ধ করতে হলে
টিপতে হয় টুটি।
৫। চার অক্ষরের নাম তার
যেথায় সেথায় ঘোরে।
প্রথম দুটি বাদ দিলে
মাথায় টোপর পরে।
৬। দুই মাথা পেট নাই
পিঠ দিয়ে চলে,
চাদ নয়, সূর্য নয়
দিবারাত্রি জলে।
৭। পা নেই, মাথা নেই
আছে তিন হাত।
তিন হাত ঘোরায় সে,
সারা দিন রাত।
৮। আমি যাকে মামা বলি
বাবাও বলে তাই,
ছেলেও মামা বলে,
মা ও বলে তাই।
৯। দেহ আছে, প্রাণ নাই
সে এক রাজা,
মন্ত্রী সৈন্য সবই আছে
নাই তার প্রজা।
১০। আসছে যত, আসবে তত
তার অর্ধেক
তার অর্ধেক
আপনাকে নিয়ে একশত।
মন্তব্য আকারে উত্তরগুলো জানিয়ে দিন। সবার আগে সর্বোচ্চ সঠিক উত্তরদাতার জন্য কোন পুরষ্কারের ব্যবস্থা নেই বলে দুঃখিত।
সঠিক উত্তর এবং এপ্লিকেশনটির নাম জানার জন্য মন্ত্যবে চোখ রাখুন।
শুভেচ্ছা।
মাথা কাজ করেনা 🙁
মাথা দিয়ে কি হবে, হাটু কাজ করলেই হবে 😉
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
::salute:: :gulli2:
১) ঢেঁকি
২) জানি না। কাক হতে পারে...
৩) চার বেহারার পালকি
৪) ছাতা
৫) যাযাবর
৬) জানি না। নৌকা হতে পারে...
৭) ফ্যান
৮) চাঁদ
৯) দাবা
১০) জানি না
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
১০) থার্টি সিক্স
৩৬ + ৩৬ + ১৮ + ৯ + ১ = ১০০
(যদি ম্যাথামেটিকাল ধাঁধাঁ হয়ে থাকে, তাহলে...)
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
:clap:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
২ ... ক হতে পারে
পারভেজ ভাই :boss: :boss: :boss:
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার
:clap:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
২ নাম্বারটা যে বর্নের ধাঁধাঁ, সেইটাই তো বুঝি নাই।
"ক" অবশ্যই ঠিক।
১০ নাম্বারটাও যে অঙ্কের ধাঁধাঁ, সেইটাও প্রথমে বুঝি নাই।
আসলে ধাঁধাঁ সলভ করার এইটাই প্রথম ধাপ।
ধাধার ক্যাটাগরি বের করা।
নেক্সট টাইম মনে রাখতে হবে...
🙂 🙂 🙂
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
দূর্দান্ত পারভেজ ভাই :boss: :boss: :boss:
২ অরূপদা বলে দিয়েছে আর ৭ এ আমার উত্তর ছিল ঘড়ি, ফ্যান ও হতে পারে।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
😀 😀 😀
৭ নম্বরটা অবশ্যই ঘড়ি, ফ্যান না।
কারন "তিন হাত ঘোরায় সে, সারা দিন রাত।"
ফ্যান তো নিজে নিজে "সারা দিন রাত" হাত ঘোরায় না কিন্তু ঘড়ি ঘোরায়।
তাই ফ্যানের চেয়ে ঘড়িই বেশি এপ্রোপ্রিয়েট।
এবং সঠিক...... (সম্পাদিত)
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
২. ক
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
ফাইনাল এনসার:
১) ঢেঁকি
২) "ক" বর্নটি
৩) চার বেহারার পালকি
৪) ছাতা
৫) যাযাবর
৬) নৌকা
৭) ঘড়ি
৮) চাঁদ
৯) দাবা
১০) ছত্রিশ
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
চমৎকার আইকিউ আপনার!
:boss: :boss: :boss:
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার
এত তাড়াতাড়ি সবগুলোসসঠিক উত্তর পেয়ে যাব চিন্তা করিনি।
হ্যাটস অফ পারভেজ ভাই :hatsoff: :hatsoff:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
৪/৫টা পারছি। মধ্যম নাকি নিম্নমানের বুদ্ধি আমার, বুঝতেছিনা। 🙁
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
৪/৫ টা মোটেও কম না 🙂
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ক, ছাতা, ফ্যান আর চাঁদ বের করতে পেরেছিলাম। এখন দেখি ফ্যান হবে ঘড়ি! 🙁