জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা
সত্য কাজে কেউ নয় রাজি
সবই দেখি তা না-না-না।
লালনের গান বা তার দর্শন বোঝার ক্ষমতা হয়ে ওঠেনি পুরোপুরি। কিন্তু কিছু কিছু গানের কথা মাঝে মাঝে দারুন ভাবে প্রভাবিত করে। এই গানটা তার মাঝে একটা। ইদানিং কালে আমাদের ধর্মানুভূতির নাজুকতা দেখে। গানের মূল ভাবের সাথে সেটা কত দূর যায় জানি না, তবে বিশেষ করে প্রথম চার লাইনের সাথে খুব মিল পাই।
আমাদের ধর্ম নিয়ে কে কোথায় কি বললো না বলো তা নিয়ে আমরা গেল গেল রব তুলতে বিন্দুমাত্র সময়ক্ষেপন করি না। আহত বাঘের মত ঝাপিয়ে পড়ি অনুভূতিকে চাঙ্গা করতে। একটা পর্যায় পর্যন্ত আমি এতে দোষের কিছুও দেখি না। কিন্তু এই আমরাই আবার সত্য কাজে কেউ নয় রাজি। কারো লেখায়, মুখের কথায় যে অনুভূতি আমাদের আহত হয়ে পড়ে অন্যান্য সব ধর্মবিরোধী কাজ করার সময় সে অনুভূতি খুঁজে পাওয়া যায় না। মিথ্যা বলার সময়, প্রতারণা করার সময়, ঘুষ লেনদেন করার সময়, চুরি করার সময়, দূর্নীতি করার সময়, শিলার উদ্যোম জাওয়ানী দেখার সময়, মেয়েদের উত্যক্ত, নির্যাতন করার সময় ইত্যাদি আরো অনেক ধর্মীয় দৃষ্টিকোন থেকে গর্হিত কাজ আমরা নিজেরা করার সময় বা আমাদের পাশের মানুষটি করার সময় আমাদের অনুভূতি একটুও আহত হয় না। এসবের বিরুদ্ধে আমাদের কন্ঠ, কলম বা কীবোর্ডে ঝড় ওঠে না। এসব দেখে লালনের কন্ঠেই বলে উঠতে ইচ্ছে হয়, সবই দেখি তা না-না-না, তা না-না-না, তা না-না-না!
এই লেখার মাধ্যমে আবার কারো অনুভূতিতে আঘাত দিয়ে থাকলে সে জন্য দুঃখ প্রকাশ করতে পারছি না বলে দুঃখিত।
শেষ করছি গানটি দিয়েই। প্রথম শুনেছিলাম ফরিদা পারভিনের কন্ঠে, সে সময় অবশ্য এর মানে বোঝার বয়স হয়নি। ওনার গাওয়াটাই দিলাম। আগ্রহী হলে ইউটিউব ঘেটে দেখতে পারেন, আরো অনেকের কন্ঠে কিছুটা ভিন্ন সুরে ভিন্ন আয়োজনে বেশ কিছু ভার্সন আছে।
শুভেচ্ছা!
কীবোর্ডে ঝড় তোলা সহজ কথা নয়রে, বেটা! (সম্পাদিত)
ফেসবুক দেখে তো তা মনে হয় না আপু, মুহুর্তে মুহুর্তে ১০ নম্বর বিপদ সংকেত দিয়ে ঝড় উঠে যায় 🙁
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ফেইসবুকে (পড় ফেইকবুক) কী না হয় বল দিকিনি! 😛
ফেইসবুকে আছেন কিছু মহান দার্শনিক, রাজ্যবিহীন রাজ কবি, সমাজসেবী, ভাবুক, এমনকি অমরাবতীর অনিন্দ্য সুন্দরীরাও!
ফেইসবুক ফোবিয়া আছে আমার, ভাইডি! 😛
জাত গেলো
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
গেল, গেল।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
"লালন বলে জাত কারে কয়?"
উপলব্ধিঃ লালন একজন নাসতেক বলগার!
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
পুরাই, বলগ দিয়া ইন্টারনেটও চালাইতো
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
মজার একটা ব্যাপার হল- একই অবজারভেশন ভার্চুয়াল মুক্তিযোদ্ধাদের বেলাতেও খাটে। অথচ এই কথাটা মনে আসেনা যে, নিজের ঈমান বা দেশপ্রেম দেখানোর সবথেকে সোজা রাস্তা হচ্ছে নিজে ধর্ম পালন করা এবং দেশের+দশের কল্যাণের জন্য কাজ করা। সেদিকে না গিয়ে শুধুই অন্যে কোথায় ধর্মকে আঘাত করল বা দেশবিরোধী কাজ/কথা বলল সেদিকে পুরো মনোযোগ!
লালন ঠিকই বলে গেছেন যে, সত্য কাজে কেউ রাজি নয়। সবই শুধু তা-না-না-না (আজাইর্যা)।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
:thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
দূর! সত্য কাজে কোন মজা নেই, কষ্টও বেশি... :thumbdown:
এর চাইতে আজাইরা তেনা প্যাঁচাইতে কত্ত মজা... 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
সবই দেখি ত্যানা ত্যানা 😛
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
😀 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আবার কবিতার গন্ধ পাচ্ছি?!
তাই আটটি শব্দ লিখছি। :grr: :grr:
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
কবিতার গন্ধ পাচ্ছিস!!
তাও অন লাইনে?
কেম্নে সব টের পাস,
আমি তো কিছু পাই নে...
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আপনি দিলেন
ত্যানা পেচিয়ে,
গন্ধ পেল
নাঁক কুচিয়ে
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
যদি পেতে চাই কবিতার গন্ধ অনলাইনে
খোলা রাখি চোখ বায়ে ডাইনে।
আঙুলের ছোঁয়ায় পাই মনের জীভে স্বাদ
বসে আছি সিসিবি জানালা খুলে-
লেখাপড়া আজ বাদ! 😀 😀 😀
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
রুমাল নাকে পেঁচিয়ে লোকে
যেমন করে গন্ধ থেকে পালায়
তেমনি করে তেনা দিলাম
তবুও কেম্নে তোদের নাকে যায়?
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
সর্ষের মাঝে যে ভূত থাকে
সে ভূতটারে ক্যামনে তাড়ায়?
ত্যানায় যদি গন্ধ থাকে
নাককে তখন কে বা ঠেকায়?
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
বিনা মেঘে বজ্রপাত কবিতাঃ
ক্ষুধার রাজ্যে পৃথিবী পদ্যময়
ছোট শিশু চাইছে না খেতে মটরশুটি! 😕 😕 😕
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
ওরে মোকা,
কমার্শিয়াল মুভির মাঝে দিলি কেন
আর্ট ফিল্ম এর টোকা...?? O:-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
সর্ষেয় ভুত, তেনায় গন্ধ...!!!
হচ্ছে টা কি? যা তা...
তেনা প্যাঁচানোই দিলাম বাদ
কিব্লিস হে, কনিষ্ঠ্য ভ্রাতা!! 😛
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ ইবোলা ও কবিতা একটি সংক্রামক ভাইরাস। :grr: :grr: :grr:
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
যা বলেছেন, বেশ বলেছেন
সহমত, ঐ
আসুন আমরা সবাই এবার
ত্যানা মুক্ত হই 🙂
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
তেনা থেকে মুক্তি?
জাতির কপালে এই ভাগ্য সইবে কি?
তেনাই যদি না থাকে আর
অন্য কিছুই এই আমাদের রইবে কি?
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কবতে আর ইবোলা...
দুইটাই অবলা! 😛
সাবিনা আপার উত্তর (দশে আটকে গেলুম তাই আলাদা করে x-( x-( x-( )
=)) =)) =)) =))
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
ইবোলা অবলা?
বল কি গো আপা,
কাঁপিয়ে দিচ্ছে বিশ্ব!
আফ্রিকা জুড়ে মহামারি হল,
কতজন হল নিঃস্ব!
মৃত্যুর সাথে লড়ছে পাঞ্জা
নর, নারী, কত শিশু
প্রিয়জনেরা কেঁদে ফিরছে
ভগবান, আল্লাহ, যীশু।
বিজ্ঞানীদের পানে চেয়ে আছে
সারা পৃথিবীর মানুষ
দাওয়া বের হবে, রোগ দূর হবে
উড়বে খুশির ফানুস!
আশায় বেঁধেছি বুক
বিজ্ঞানীরা মেরে ভোঁতা করে দেবে
ইবোলার পুরো মুখ।
অবলা না হোক সেদিন হবে সে
বিষবিহীন সর্প
কবিতা, নাটক, সিনেমা হবে
বাড়বে মোদের দর্প। B-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:)) e
ওরে খাইছে!! 😮
আমাদের ব্যাচে এমজিসিসিতেও ক্যাডেট ছিল?? ;))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ইবোলা অবোলা বলে চেয়েছিলাম বুঝাতে
যে কথা না কয়েও মারে শত ধারে!
সাবিনাপা, অবলার এই ব্যাখ্যা পছন্দ হইছে!! 😀
এই জন্যই বোধহয় আমাদের সমাজে আরও অনেক কিছুই 'অবলা' নামে পরিচিত!! :-B ;;;
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ইবোলার থোতা মুখ করে দিতে ভোঁতা
এমোরিতে ইউনিট হয়েছে যে খোলা
আমাদের সব রোগী এনে এমোরিতে
সেবিয়া করেছে সুনাম বিশ্বব্যাপীতে!
http://dfw.cbslocal.com/2014/10/15/3rd-dallas-ebola-patient-headed-to-emory-university-hospital/
অটঃ লেখিকা এমোরি ইউনিভার্সিটিতে কর্মরত বিধায় আমাদের এমোরি বলছি, ভাই সকল! (সম্পাদিত)
যেই ভয়ে থাকি আপা! জানি ভয় পাবার কিছু নাই। তারপরেও! 🙁
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
পাবলিক ট্রান্সপোর্টেশন ব্যাবহার করবার সময় সতর্ক থেকো। বারবার হাত ধুবে, গায়ে কাঁটা ছেঁড়া থাকলে ঢেকে রেখো। ব্লাড, বডি ফ্লুইড অথবা বমি থেকে ইবোলা ভাইরাস আমাদের শরীরে ঢুকতে পারে। \
একদিন ইবোলা ধরাশায়ী হবে জানি, তখন এর চাইতেও ভয়াবহ কিছু আসবে সামনে শিং উঁচিয়ে! ছোট একটা ক্লিপ দিলাম, দেখতে পারো, মোকাব্বির!
http://www.cleveland.com/metro/index.ssf/2014/10/60-second_know-it-all_avoiding.html
ধন্যবাদ আপা। দেখলাম। সমস্যা হলো শনি-রবিবার হলের ডাইনিং কিংবা বাথরুমগুলোতে কাজ করা লাগে। যদিও থাকি একদম উত্তরে, (আপার পেনিনসুলা মিশিগান) তারপরেও আরো সতর্কতা অবলম্বন করবো।
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
এর জন্য আমাদের জাতের জন্মদাতা রাই দায়ী?
আমাদের জাতের প্রকৃত জন্মদাতারা আসলে কারা :-/
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ভাই এইটা মনে হয় সময়ের সবচেয়ে কড়া প্রশ্ন। সেদিন দেখলাম দুই বাম নেতা হজে গেছে, যে যার মত ধর্ম ব্যবহার করে যাচ্ছে। অথচ ব্যবহারের কোন রেগুলেশন দেবার ক্ষমতা কারো নাই, এই জন্য দিনে দিনে ধর্মের প্রশ্ন দিন দিন কঠিন হয়ে যাচ্ছে।
চাঁদ ও আকাশের মতো আমরাও মিশে গিয়েছিলাম সবুজ গহীন অরণ্যে।
হুম
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
প্রতিমা ভাঙ্গা আর মুখের কথা কোনটায় অনুভূতি বেশী আঘাত পায় অথবা কোনটার অপরাধের মাত্রাটা বেশী সেটা নিয়ে দ্বিধায় আছি। শাস্তির মাত্রা আর পাবলিক রিএকশন দেখে!!!
হেরে যাব বলে তো স্বপ্ন দেখি নি
সেটাই এখানে ভাবছিলাম ।
কোথায় ডুব দিলে তুমি দিবস?
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আরে এই লেখাটা মিস হয়ে গেল কোন দিক দিয়ে?
আশে পাশেই ডুব দিছি আকাশ দা, চলে আসব, একটিভ পার্টি মিসাইতেছি! 🙁
হেরে যাব বলে তো স্বপ্ন দেখি নি