নতুন বছরের শুরুতে দেখা যাচ্ছে সিসিবির উর্বরতা বেশ বৃদ্ধি পেয়েছ। একের পর এক নতুন লেখা আসছে, তারচেয়ে বড় কথা ভাল মানের লেখা আসছে। ব্লগে ঢুকলে মনটাই ভাল হয়ে যায়। লেখার সাথে সাথে আনাগোনাও প্রচুর বেড়েছে, সবসময়ই উল্লেখযোগ্য সংখ্যক সদস্য আর অতিথিদের অন প্যারেড দেখি। তবে এর মাঝে হালকা মন খারাপের বিষয় হলো এত আনাগোনার তুলনায় মন্তব্য করার হারটা একটু কমই। আমরা যারা লেখা পড়ছি তারা যদি একটু কষ্ট করে পোস্টটাতে আমাদের ভাল লাগা, খারাপ লাগা নিয়ে হালকা আওয়াজ দিয়ে যাই তাহলে মনে হয় লেখককে আমরা আরো লিখতে বা আরো ভাল লিখতে উৎসাহিত করা হয়। বিশেষ করে আমরা যারা নিজেরা লিখছি তারা যদি অন্যের লেখাগুলোতেও মন্তব্যের মাধ্যমে কন্ট্রিবিউট করি তাহলে মনে হয় সামগ্রিক ভাবে আমাদের ব্লগ পরিবেশের উন্নতি করতে পারবো।
লেখার শুরুতেই ভারী কথা বেশি হয়ে গেল, আসলে ব্লগের লেখার মান বেড়ে যাওয়ায় আবজাব লিখে পার পাওয়া যাবে না, তাই এভাবে লেখার ওজন বাড়ানোর অপচেষ্টা। (আর মন্তব্য বাড়ানোর আহবানের আড়ালে যে আমার নিজের পোস্টেই মন্তব্য বাড়ানোর দূরভিসন্ধি লুকিয়ে আছে সেটা নিশ্চয়ই আলাদা ভাবে বলে দিতে হবে না)
মূল প্রসঙ্গে চলে আসার সময় মনে হয় হয়ে গিয়েছে। নানা উৎসাহ, উদ্দিপনা, উত্তেজনা ইত্যাদি ইত্যাদির সাথে দেশ ও জাতি ইংরেজী ২০১৪কে বরন করে নিল। আমার জন্য সূচনাটা ছিল পুরোপুরি কনফিউজিং অবস্থায়। এলাকা পাহারার দ্বায়িত্ব থাকা অবস্থায় হঠাৎ করে যখন দ্রুম দ্রুম শব্দে চারিদিক প্রকম্পিত হতে থাকলো তখন মাথায় শুধু ঘুরছে এর মাঝে দু একটা আবার ধ্বংসাত্মক না তো! যাই হোক টানা তিন-চার মিনিট এই কনফিউজিং স্টেট এ থাকার পর নিশ্চিন্ত হলাম কোন খারাপ খবর নেই। কিন্তু এখন এখন চিন্তায় আছি পুরো বছরই না আবার এরকম কনফিউশনে কেটে যায়।
নতুন বছরে নতুন কিছু করার প্রতিজ্ঞা (নিয় ইয়ার রেজুলিউশন) করা একটা জনপ্রিয় ট্রেণ্ড। এতদিন পর্যন্ত এ নিয়ে আমার কোন আগ্রহ না থাকলেও এবার মনে হলো ব্যাপারটা মন্দ না, একবার চেষ্টা করে দেখাই যেতে পারে। এটিই হলো এই লেখার মূল উপজীব্য।
২০১৩ এর সূচনা হয়েছিল বড় একটা ঘটনা দিয়ে, জীবনের প্রথম ২৯ বছর ধূমপান মুক্ত থাকার পর ১৩ সালের শুরুর দিনেই ধূমপানের কাছে ধরাশায়ী হলাম, সেটা চললো পুরো বছর। নতুন বছরের প্রথম লক্ষ্য ছিল এর হাত থেকে নিজেকে মুক্ত করবো। এবছরের এখন পর্যন্ত ৮৮ ঘন্টা ধূমপান মুক্ত ভাবে পার করতে সক্ষম হয়েছি। ব্যাপারটা যত সহজ হবে ভেবেছিলাম মোটেও তত সহজ না। তবে এ সংগ্রাম চলবে।
২০১৩ সালের আরেকটি বড় দুঃখজনক ঘটনা ছিল পুরো বছরে সিসিবিতে একটাও লেখা না দেয়া। এক সময় যেখানে মাসে একাধিক (হাবিজাবি)লেখা দিতাম সেখানে গত প্রায় ১৫ মাস কোন লেখা দেয়নি। নতুন বছরের দ্বিতীয় পরিকল্পনা হলো প্রতিমাসে কমপক্ষে একটি লেখা দেয়া, আব্জাব যাই হোক। সেই সাথে নিরব পাঠকের খোলস থেকে বের হয়ে এসে মন্তব্যে নিয়মিত হওয়া। আপাতত কিছুদিন কোয়ালিটি নয় কোয়ান্টিটিতে বিশ্বাষী হয়ে সিসিবিতে বিচরনের পরিকল্পনা করেছি।
এক সময়ের ফ্যাশন ট্রেন্ড DSLR কিনেছি দু বছর হতে চললো, (এখন মনে হচ্ছে এর আর বাজার নেই, এখন হলো সাইকেলের যুগ) ছবি তোলা চলছে শম্ভুক গতিতে, তবে নিজের তোলা ছবি দেখে নিজেই সেভাবে খুশী হতে পারি না, অন্যদের দেখানোর মত কনফিডেন্স পাই না। এ বছরের আরেকটি পরিকল্পনা হলো প্রতি সপ্তাহে অন্তত একটি নতুন ছবি প্রকাশ করা। (এই আইডিয়ার পুরো কৃতিত্ব অবশ্য ফেসবুকের ক্যাডেটোগ্রাফি গ্রুপের)।
আপাতত এগুলোই, আশা করি আগামী বছরের শুরুতে সবগুলো পরিকল্পনারই সন্তোষজনক সমাপনী প্রতিবেদন দিতে পারবো। সে পর্যন্ত সকলের দোয়া প্রার্থী।
শেষ করছি এই ভাংচুরের সময়কে যথাপোযুক্ত ভাবে উদযাপন করতে চিৎকারের এই গান দিয়ে, এখন ভাংচুরের সময়…
প্রতিদিন ভাবি কমেন্ট কইরা কোপাইয়া ফেলবো।
অলস আমি সেইসব কিছউ করতে পারি না।
২৯ বছর পরে ধূমপান ধরা বেশ বিস্ময়কর।
ফেসবুক ভরে ২০১৩ নিয়ে এত এত হতাশা দেখলাম লোকজনের। তাই গোপনে বলি, ২০০৬ এর পর গত আট বছরে সেরা সময় কাটালাম ২০১৩ তে।
লেখা ভালো লাগছে।
::salute::
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
২৯ বছরে ধূমপান ধরার বিস্ময় যাতে ৩০ বছরে ধূমপান ত্যাগের বিস্ময়ে বদলাতে পারি সেই চেষ্টায় আছি, ৯৮ ঘন্টা চলে 🙂
সব মিলিয়ে ২০১৩ আমারো ভালই কেটেছে বলতে হবে।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ও আমিন ভাই, দিন কাল কিমুন যায়? 😀
ভাল লাগলো
পুরাদস্তুর বাঙ্গাল
ধন্যবাদ মোস্তাফিজ ভাই 🙂
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
যাক লিখলেন অবশেষে 🙂
অবশ্য , প্রথম কমেন্টের জায়গা দখল করতে না পেরে আমি কিঞ্চিত ব্যথিত। 🙁
আশাহত হয়োনা, পরের বার তোমাকে খবর দিয়ে লেখা দিব 😛
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
কিরে হোলা বান্দর, আছোস ক্যামোন? 😛
আপনার ছবি ব্লগের অপেক্ষায় রইলাম।
আমিও অপেক্ষায় আছি 😕
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
পরবর্তী লেখার অপেক্ষায় রইলাম।
কত যে অপেক্ষা 🙁
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
মুয়াজ, তোর ক্যাডেট কলেজের উচ্চ নম্বরের সিঁড়িটা সেইরাম হইছে 😀
B-)
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
কপিপেস্ট এবং ফাঁকিবাজি মন্তব্যের (একটা মাত্র ইমো দেয়া) তীব্র প্রতিবাদ জানাই... x-(
😀
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
:khekz:
মুক্তি হোক আলোয় আলোয়...
:gulti:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
:-B
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
বহুদিন পর আপনার লেখা পাইলাম 🙂
চাঁদ ও আকাশের মতো আমরাও মিশে গিয়েছিলাম সবুজ গহীন অরণ্যে।
হুম, দিনের হিসেবে পোষাবে না, অন্তত মাসের হিসেবে যেতে হবে 😛
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আতাহার ভাইয়ের ৫২ সপ্তাহ ফটোগ্রাফীতে ঝাঁপায় পড়েন। :gulli:
ধূমপানের বিরুদ্ধে সংগ্রাম সফল হোক। :thumbup:
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
বছর শুরু করছি বিভিন্ন ধরনের ঝাপাঝাপি দিয়ে, ঝাপাঝাপি চলবে... :duel:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আওয়াজ দিয়া গেলাম।
হ্যাপ্পি নিউ ইয়ার
আমিও দিলাম 😀
হ্যাপি নিউ ইয়ার নূপুর দা 🙂
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
বেস্ট লাইন "এখন হলো সাইকেলের যুগ"।
সাইকেলে সাইকেলে ফেসবুক ভরপুর। যে কোন প্রসংগে সাইকেল টেনে আনে।
২৯ তো ছাড়ার সময়, তুমি বিড়ি ধরলা কেম্নে?? দুই বছর হচ্ছে আমি বিড়ি মুক্ত।
আরে, বাদশা ভাই না? আছেন কিমুন? 😀
লুংগী টা ধুইয়া- মুচ্ছা :just: রেডি হ x-(
:pira:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
দুনিয়া পুরা সাইকেলারন্ন সাব্বির ভাই। 😛 সিগারেট ধরে বুঝছি এইটা একটা অভিশাপ, আর জীবনেও এর ধারে কাছে যাচ্ছি না।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
::salute::
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
:thumbup:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
বলি ও আকাসদা, আচেন ক্যামোন দাদা? তারপর বলুন দিকিনি মশাই, ওপারের খবর টবর কি? আমাদের এপাড়ায় তো আজ নির্বাচন, আপনাদের মুল্লুকে কে আসচে-মোদী না আর কেউ? 😉 😛 😛
নির্বাচন বাদ দিয়ে ব্লগিং করা হচ্ছে! এ জন্যই তো দেশ ও জাতির ভাগ্যের আকাশে আজ দূর্যোগের ঘনঘটা 😡
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
বহুদিন পরে আওয়াজ পেলাম স্যার। আপনার আর্সেনাল যে গতিতে চলছে, আশা রাখি লেখাও সেই গতিতে চলবে।
রঞ্জনা আমি আর আসবো না...
চেষ্টা থাকবে। 🙂
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
দাদাদের দেশে মৌলবাদীরা ক্ষমতায় আসলে আমার হাসি আসে। হাসি দুই কান স্পর্শ করে।
খা বেটারা গান্ধী-নেহেরুর সেকুলারিজমের বড়ি খা।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
৮ দিন ১৫ ঘন্টা (এন্ড কাউন্টিং...:D)
প্রচুর চুইংগাম খাচ্ছি...
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
গুডলাক জুনাদা, আমিও ভাবছি চুইংগামের দিকে যাব। আপাতত ঝড় চায়ের উপর দিয়ে যাচ্ছে।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
মিন্ট
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
:thumbup:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
একদিন আমিও 🙁
হেরে যাব বলে তো স্বপ্ন দেখি নি
যুদ্ধে নেমে পড়ো দিবস। জানো তো, এখন যৌবন যার... 🙂
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
বিড়ি ছাড়বি অন্য নেশা ধরবি।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
কুফা লাগাইয়েন না রাজীব ভাই 😛
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
কোপ। লেখা পইড়া, কমেন্ট পইড়া বিমলানন্দ পেয়েছি। 😀
ক্যাডেট রশীদ ২৪তম,প ক ক
🙂
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
সিসিবিতে প্রায়ই বিভিন্ন লেখা পড়া হয়, কিন্তু ফাঁকিবাজি করে কোন কমেন্ট করা হয় না ! নিউ ইয়ার রেজলুশন - এখন থেকে নিয়মিত কমেন্ট করব 😀
ধূমপান ছাড়ুন, ফটোগ্রাফিতে ঝাঁপিয়ে পড়ুন ! এবং তার আপডেট দিয়ে নতুন নতুন লেখা লিখুন!
শুভ কামনা ভাইয়া 🙂
ধন্যবাদ 🙂 কমেন্টবাজি চলতে থাকুক :thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
কমেন্ট নামক বাজি আমিও ফুটাই তে চাই :guitar:
মুক্তি হোক আলোয় আলোয়...
ফুটাতে থাকো :gulli2:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
সবাই দেখি সিগ্রেট ছাইড়া দিতাসে, গুড গুড 😀 বদভ্যাস যত্ত তাড়াতাড়ি বাদ্দেওন যায়!
দুইহাজার চৌদ্দতে সিসিবিতে লেইখা কোপায়া ফালাবো এক্কেবারে, যা আছে কপালে 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
ইয়ে মানে আপনার ১৪ সালের কোটা তো ইতিমধ্যে পার করে ফেলছেন মনে হয়। কি বলেন কাইয়ুম ভাই :-B
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷