আবার বৃহঃস্পতিবার চলে আসছে… কি শান্তি। ইদানিং বৃহঃস্পতিবারের মজা শুরু হয় লাঞ্চের থেকে, মেন্যু খালি কলেজের ইম্প্রুভ ডিনারের কথা মনে করে দেয়… এমনিতে এই সপ্তাহে এতোই ব্যস্ত ছিলাম যে কোন দিক দিয়া দিন চলে গেল টেরই পাই নাই। এক দিক দিয়া ভালই লাগে, তাড়াতাড়ি ছুটির দিন চলে আসে কিন্তু পরীক্ষার শিডিউলের দিকে তাকালেই মনে মধ্যে হায় হায় শুরু হয়ে যায়, তারপরেও থার্সডে নাইট বলে কথা। সাব্বির ভাই গতকাল তার পোস্টে পুরা আমার মনের কথা বলে দিছে… সিসিবির অসাধারন সব লেখার মাঝে আমার এই রকম আবোল তাবোল টাইপ লেখা দিতে সাহসে কুলায় ওঠে না। তারপরও কিছু লেখার দুঃসাহস দেখায় ফেললাম… কারন এই মুহুর্তে আমার লেইজার টাইম মানেই সিসিবি, আর এই লেখার মাধ্যমেই বলা যায় আমি থার্সডে নাইট পালন করছি।
গত শনিবার ছোট খাট একটা আউটিং ছিল পতেঙ্গাতে। যাওয়ার আগে কেউই খুব একটা উৎসাহ পাচ্ছিল না, কারন ফৌজে এইগুলা পুরা ফল ইন টাইপ হয়ে যায়, মনে হচ্ছিল শুধু শুধু একটা ছুটির দিন নষ্ঠ করা। কিন্তু ওখানে যাবার পর এ ধারনা ভুল প্রমানিত হয়। প্রথমে শুরু হয় বিচ ফুটবল দিয়ে, (চরম খেলা হইছিল… আর প্রথম গোলটা আমিই করছিলাম B-) )। তারপর পানিতে নামা, প্রথম পর্যায়ে শুধু পা ভেজানোর চিন্তা ভাবনা থাকলেও এক পর্যায়ে তা পানিতে দাপাদাপি এবং শেষ দিকে একে অপরকে চুবানোর প্রতিযোগিতায় পরিনত হয়। এরপরে ছোট খাট একটা গানাবাজনার আয়োজন, লটারি, পুরষ্কার আর সব শেষে সমুদ্রের পাড়ে বসে ভূরিভোজ। সব মিলিয়ে ভালই ছিল।
এই সপ্তাহে বিকালে ফুটবল খেলা হইছে মাত্র ২ দিন, তবে এর মধ্যে সোমবার চরম খেলা হইছে, কেম্নে কেম্নে জানি আমি হ্যাট্রিক করে ফেলছি, শেষ কবে যে হাট্রিক করছিলাম মনে করতে পারতেছিনা… কোর্সে আইসা আর কিছু এ্যাচিভ করতে পারি আর না পারি, এই অর্জনেই আমি ব্যাপক খুশি।
দুনিয়াদারির খবর খুব কমই রাখা হচ্ছে, এমন কি খেলাধূলারও কোন খোজ খবর রাখা হচ্ছে না। ২০/২০ ওয়ার্ল্ড কাপের একতা খেলাও দেখা হয়নি, কনফেডারেশন কাপের খবর পাইছি পরে, তাও শুনি স্পেন হারছে ইউএসএ’র কাছে। আর ঐ দিকে উইম্বলডন শুরু হয়ে গেছে, নাদাল খেলতে পারছে না জেনে ব্যাপক কষ্ট পাইছি, ফেদেরার এবার সাম্প্রাসকে ছাড়ায়া যাবে, ভাবতেই মেজাজ খারাপ হয়ে যাচ্ছে … সাম্প্রাসের আমলে আমি ওর বিশাল ফ্যান ছিলাম, আর ফেদেরার কে আমি কেন জানি সহ্যই করতে পারই না। গতবারের নাদাল-ফেদেরার ফাইনাল মনে হয় আমার দেখা সেরা স্পোর্টিং ইভেন্ট, ভাগ্যকে ধন্যবাদ দেই যে সারা রাত জেগে ঐ ম্যাচটা দেখেছিলাম, সাথে সে দু’একজন ছিল তারা বৃষ্টির ব্রেকে ঘুমাইতে চলে যাওয়ায় পরেরদিন কি আপসোসটাই না করছিল।
শেষ পর্যন্ত আশরাফুলকে সরানো হলো, যদিও ঐ নির্লজ্জ্ব ক্যাপ্টেন্সি চালিয়ে যেতে চাচ্ছিল। দেখা যাক এইবার ব্যাটস্ম্যান হিসেবে কি করতে পারে। তবে মাশরাফিকে নিয়ে আমি খুব একটা আশাবাদি না, পুরা পাগলা, কি করে আল্লাহই জানে। হঠাৎ একদিন পেপারে দেখলাম ক্রিকেট টিমে কি নাকি বিদ্রোহ হয়েছে। বিস্তারিত জানার আর সময় পাই নাই, কেউ কি ঐ ঘটনার বিস্তারিত কোন খবরের লিঙ্ক দিতে পারবে? আর সালাউদ্দিন নাকি সাফ ফুটবলের সভাপতি হচ্ছে, এইটাও বিস্তারিত জানা হয়নি… আশা করি এর মাধ্যমে সালাউদ্দিন আমাদের ফুটবলের জন্য অনেক কিছু করতে পারবে।
কম্পিউটার ব্যবহার করার শুরু থেকেই এর প্রধান আকর্ষন ছিল আমার কাছে গেমস। প্রথম দিকে বিভিন্ন ধরনের গেমস খেললেও পরবর্তীতে সেটা শুধু ফিফা তেই সীমাবদ্ধ হয়ে যায়। তবে আরেকটা যেটা নিয়মিত খেলা হতো সেটা হলো সলিটায়ার। মাইন সুইপার আর স্পাইডার সলিটায়ার মাঝে মাঝে খেলা হলেও ফ্রিসেলটা খেলা হতো না, বুঝতামই না। তবে কিছুদিন আগে এইটার নিয়ম কানুন জানার পর থেকে প্রায়ই খেলতাম । তবে ইদানিং পুরা ফ্রিসেল এডিক্ট হয়ে যাচ্ছি (ইতিহাসে প্রথম মনে হয়) কিছুক্ষন পরপরই একটা গেম খেলে ফেলছি।
সবশেষে সমকালিন সিসিবি ধারা বজায় রেখে একটা গান দিলাম , ওয়ারফেজের একটি ছেলে, কয়েকদিন খালি এইটা আর আলো শুনছি… ওয়ারফেজ রিয়েলি রকস (আলো গানটা এখানে দিতে পারলাম না… কেউ কি হেল্প করতে পারবে? )
( লেখাটা পড়ে আমার নিজেরই মনে হচ্ছে পুরা বখোয়াজ কেউ পড়ে বিরক্ত হলে দুঃখিত… আসলে লিখতে ভাল লাগছিল তাই লেখা… )
১ম......। 😀 😀 😀
আরে ভাই,আমরা আমরাই তো...লেখা তো ভালই হইছে।হুদাই খালি ভাব ধরলেন ভাইজান। 😛 😛
আকাশ ভাইয়া দেখছি, পুরো টা পড়ে কমেন্ট করবো। লিখার জন্য অনেক অনেক ধন্যবাদ।
মাশরাফির ব্যাপারে আমিও আশাবাদি হতে পারছি না। বিদ্রোহের খবরটা আমিও জানতাম না। দেখি ওয়েবসাইটগুলো কি বলে।
অনেক দিন গেম খেলা হয়না। এজ অফ এম্পায়ার ৩ ডাউনলোড দিসি। দেখা যাক কেমন লাগে এটা।
বিদ্রোহ করছে গাজী আশরাফ লিপুর বিরুদ্ধে।
লিপু টি২০ নিয়া কোন কোন পেপারে হেভি সমালোচনামূলক ডায়লগ দিছিলো, এইটা দেইখা আমাগো প্লেয়াররা মোচড়া দিছে, তবে খুব কুইক আবার লাইনেও চইলা আইছে, সম্ভবতঃ সুজন এখন ক্যাম্প চালাচ্ছে দেখে এটা আর তেমন বাড়তে পারেনাই, সুজনের প্লেয়ার হ্যান্ডলিং ক্ষমতা সুবিদিত 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
ক্রিকেটারদের বিদ্রোহ
লিপুর উত্তর
বিদ্রোহের আপাত অবসান
সংসারে প্রবল বৈরাগ্য!
ধন্যবাদ কাইয়ূম ভাই :thumbup: :thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
মাইনুল ভাই এজ অফ এম্পায়ার ৩ লিঙ্ক টা দেন। পিলিজ
সাম্প্রাসের ব্যাপারে তো দেখি তুমি আমি এক জায়গায়!! :thumbup:
আর ফিফা তো আমার পোলার প্রিয় গেইম!! কেম্নে কি? এর বয়স এখন ১৩ মাত্র....... ;;;
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সাম্প্রাসের ব্যাপারে তো দেখি তুমি আমি এক জায়গায়! আহ... ধন্য হয়ে গেলাম... 😀
ফিফা আমি গত ১০ বছর ধরে নিয়মিত খেলছি... অদূর ভবিষ্যতে এটা বাদ দেবারও কোন সম্ভাবনা দেখতেছি না 😛
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আমিও ফিফা খেলতাম ...... তবে এক বন্ধুর বাসাতে পি এস টু তে খেলার পরে পিসিতে খেলতে আর ভালো লাগে না। কবে যে একটা পি এস থ্রি কিনতে পারবো ......... :dreamy: :dreamy: :dreamy:
এইটারে আবজাব বলার কোন মানেই হয় না। এই রকম ওয়েব লগ পড়ার মজাই আলাদা :clap:
মানুষ তার স্বপ্নের সমান বড়
থ্যাঙ্কু 😀
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:thumbup: :thumbup: :thumbup:
😀
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আরে আহসান!!! তুই তো কয়েক কলাম এর রিপোর্ট এক কলামেই লিখে ফেলেছিস। সাবাস!!!খুব ভাল লাগলো তোর সাপ্তাহিক বুলেটিন পড়ে।চালিয়ে যা...
আমার কাছে আলো-র অডিও কপি আছে। কিন্তু কিভাবে আপলোড করব জানিনা।কেউ কি হেল্প করবে???
থ্যাঙ্কু দোস্ত... 😀
আলোর অডিও ক্লিপ তো আমার কাছেও আছে, না হলে শুনি কিভাবে, কিন্তু নেট এর যে স্পিড... আপলোড করা ব্যাপক পেইন
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আলো 🙂
সংসারে প্রবল বৈরাগ্য!
সলিটায়ার আর স্পাইডার সলিটায়ার
ভাইয়া দেখি আমার মত, আমিও সেইম খেলা। 🙂
আমার বর হছে খেলার পাগল, অর কাছেই খেলার সব খবর পাই। মাঝে মাঝে পত্রিকা খুললে অল্প-সল্প চোখে পরে।
গত শনিবার ছোট খাট একটা আউটিং ছিল পতেঙ্গাতে
ভাইয়ার কি চট্টগ্রাম থাকা হয় নাকি? 😮
আপাতত একটা কোর্সের কারনে থাকা হচ্ছে চট্টগ্রামে...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:clap: :clap: :clap:
আপনার কোর্স কেমন চলে???????
আহসান, সবগুলো কলামের একটা করে শিরোনাম দিয়ে দে। লেখাটা পড়তে পড়তে শেষ হয়ে গেল। খুবই ভাল হয়েছে। :thumbup: :thumbup:
আহসান আকাশ আজাদ... আপনার লেখা ভালোই হয়েছে। একটু বেশী বিনয় হয়ে গেছে এই যা!!!
😀 😀
ভাল লাগছে দেখে ভাল লাগল ভাইয়া... বিনয় বেশি হয়ে গেছে? ওকে দুইটা :frontroll: দিয়া দিলাম...
অ.ট. পুরা নাম ধরে ডাকার কারন বুঝতাছি না :-/
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
দাড়ান ফার্গু মিয়ারে একখান ফোন দেই, শুনলাম রুনাল্ডুর জায়গায় নাকি লোক খুজতেছে :grr: :grr: ।
ভাইয়া, লেখাটা ভালো পাইছি,; দারুন একখান সাপ্তাহিকলিপি।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
লাভ নাইরে ভাই ...... আহসান আর্সেনালে ছাড়া খেলবে না ...
এক্কেবারে মনের কথাটা বলে দিছেন 😀 :))
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ওয়েঙ্গারের ফুন নাম্বার তো হারায় ফেলছি 😕 😕
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ফার্গুরে ফোন দিয়া বল নং টা তোরে টেক্সট করে পাঠাইতে 😀
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আরে আকাশদা নিকি?তা মশাই আপনি এতদিন কোথায় ছিলেন?কত করে বললুম যে গোলন্দাজ বাহিনীতে থাকলেও কোলকাতাকে ভুলে যাবেন না-তা আর হল কোথায়।তা মশাই শুনেচি পতেঙ্গা সমুদ্রতীর নাকি কোলকাতার চাইতে অনেক বড়।সত্যি নাকি মশাই?ভাল করে কোর্স করুন মশাই-বাঙ্গালির মান রাখতে হবে না? 😀
আমি তো ছিলামই... তুই নিজে কই ছিলি এই কইদিন ?
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
Freecell er #15556 ar #15455 game 2ta khelen. Kala gham suatay disilo amar.
আমি একটা কই... ৬১৭ নং...খুবই ট্রিকি...একটু ভুল করলেই...
আমিও উইন্ডোজের গেইমগুলোয় এডিক্টেড...হিক...হিক...(মাতাল হইলে নাকি মাইনষে ইরাম সাউন্ড করে... :-B )
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
নাহ্, নিজেই খেইল্যা দেখলাম...সেই ট্রিকি ভাবটা আর নাই... :no:
সুরি ভুল তথ্যর জন্য... ;;)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কেডা... জুনা ভাই নাকি ? 😀
তুহিনের দেয়া দুইটা নিয়েই ঝামেলায় আছি... দেখি আপনারটা নিয়া কি করা যায়
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
কুৎসিত, ভুয়া দুইটা #নম্বর দিছস...যারা রেগুলার খেলে তাগো লাইগ্যা এই দুইটা কিছুই না... :thumbdown:
মাইন সুইপারে আমার লাইফ বেষ্ট ৮৫ সেকেন্ডস্...তবে ভাল মাউস না হইলে পারব না...এই মুহুর্তে আমার বেষ্ট অনেক খারাপ, ৯৫ সেকেন্ডস্... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ভাই, আপনেতো দেখি পুরা ভস :boss: :boss:
আমি এই লাইনে নতুন... সবগুলাই ট্রিকি ট্রিকি লাগে 🙁
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ভাই আপনিতো দেখি জটিল ফুটবলার। যদিও আপনি আমার শত্রু গোত্রীয়, আমি আবার গোলকীপার কিনা 😛 ।
লেখা পড়ে বিরক্ত হই নাই। তাইফুর ভাই কই গেলো। আহসান ভাইরে কিছু বলা লাগে যে।
শার্লী মনের কথা বলছিস । তাইফুর ভাইয়ের বিনয়ের অবতার লিস্টটা আপডেট করা লাগবে =))
সহমত
@juna vai: freecell er #number 2 ta vul hoite pare. Amar pc te screenshot ase. Oita deikha janamu ne.
Toy amago adnan er ekta record ase hearts e. Tana 4 ta shoot the moon koira felsilo . Group mail e disilo.
0-26-26-26
0-52-52-52
0-78-78-78
0--game over.
Ami onek chesta koirao 3tar besi pari nai :((
ar minesweeper e 16 sec easiest e ( andaze marsilam 😀 )
আমি এইসব প্রথম খেলছি ক্লাস টেনে, ভাইয়া তখন প্রথম পিসি কিনছিল... :dreamy:
তখন থেকে যেখানেই পাই, খেলি...একটুও বিরক্তি লাগে না...এত খেলার কারনে এচিভমেন্টও প্রচুর... ;))
হার্টস এ চার বারে গেম আমারও আছে... B-)
আর মাইনসুইপারে আমি 'এক্সপার্ট' ভার্সন ছাড়া খেলি না... 😛
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ব্যাপক ব্যাপার স্যাপার দেখি... আমিতো পিছায়া গেলাম :-B
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
অনেকদিন পরে পড়লাম।
লেখাটা ভাল লাগল আকাশ। 🙂
😀 ...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷