আজকে সকালে ঘুম ভাঙ্গে প্রচন্ড বজ্রপাতের শব্দে, জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি প্রচন্ড বৃষ্টি সহ বজ্রপাত হচ্ছে। ঘড়িতে দেখি ৫ টা বাজছে। ৬ টার সময় পিটিতে যাবার কথা, পিটিতে যেতে হবে না এই স্বপ্নে বিভোর হয়ে পায়ের কাছ থেকে কাঁথাটা টেনে নিয়ে ভাল করে গায়ে জড়িয়ে আরো জমিয়ে ঘুমে ফিরে গেলাম। তবে সে ঘুমে ব্যাঘাত ঘটালো কিছু মোবাইল কল… কোর্সের সিনিয়র মোস্ট হওয়ায় অন্যান্যরা জানতে চাচ্ছে পিটিতে যেতে হবে কিনা। এ প্রশ্নের জবাব উপর মহল থেকে জানার জন্য কিছুক্ষন অপেক্ষা করছিলাম……
বাকি ঘটনা মনে হয় আর বলে দেবার দরকার নেই, সবাই যা ভাবছেন তাই, সেই পুরোনো গল্প… ঠিক ৫ টা ৫০ এর দিকে সব আশা ভরষা ভেঙ্গে দিয়ে বৃষ্টি প্রায় থেমে গেল, পড়িমরি করে তৈরি হয়ে সবাই ছুটলাম পিটির উদ্দেশ্যে ~x( সেই কলেজ লাইফ থেকে শুরু করে আজ ১৩ বছর ধরে দেখছি বৃষ্টির এই প্রহসন 😡 আচ্ছা এর কি কোন বৈজ্ঞানিক বা সামাজিক, দার্শনিক ,রাজনৈতিক …… ব্যাখ্যা আছে ?
অনেকদিন পর ফার্স্ট হইলাম।
:clap: :clap:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
বৃষ্টি বড়ই বেরসিক। আমরা এই ব্যাপরে জিহাদকে পাকড়াও করতে পারি 😀 😀
এইটাই বৃষ্টির ফান করার স্টাইল ......... তোমাকে আনন্দের খুব কাছাকাছি নিয়ে যাবার পরে তুমি খেয়াল করবা সে মই এবং গাছ দুইটাই নিয়ে চলে গেছে।
:just: :gulli2:
মইনুল ভাই, আপনার প্রশংসা করার ভাষা খুজে পাচ্ছি না।
অসাধারণ কমেন্টাইছেন...... :boss: :boss: :boss:
অসাধারন বলেছেন ভাইয়া :hatsoff: :hatsoff:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আর বইলো না, ফজরের সময় দেখি ধুমায় বৃষ্টি পড়ে, ভাবলাম মেয়েকে নিয়া স্কুলে যেতে হবে না, সবাই মিলায় ধুমায় ঘুমাইলাম, সোয়া আটটায় উঠে দেখি দুনিয়া ফকফেক্কা হই গেছে।
মাঝ খান থেকে একদিনের স্কুল মাইর গেল মেয়েটার। হে তো খুশিতে বাগবাগুম
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
তাও ভাল, কেউ একজন তো খুশিতে বাগবাগুম হইছে...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ওই
:khekz: :khekz:
বৃষ্টি বেরসিক। ঠিকই বলছেন আমিন ভাই।
কিন্তু এই বর্ষায় অনেক আনন্দ... বর্ষা অনেক রঙ্গিন, অনেক বর্ণিল, অনেক বৈচিত্র্যময় 😀 😀
এই বর্ষায় কত্ত প্রেরণা পাই !! নতুন করে চলার, স্বপ্ন দেখার।
তাইতো বর্ষাকে আমি ভালোবাসি 😛 😛
জিহাদ কই ?
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
খিয়াল কইরা... জিহাদ দেখলে কিন্তু......
:)) :))
আমি কনফিউজড ......... জিহাদের ইয়ের নাম বৃষ্টি না বর্ষা ???
বর্ষা :shy: :shy: :shy:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আহারে বেচারা...... ~x( ~x(
জিহাদ্দেখলে তোর্খবোরাছে... তাড়াতাড়ি পালা... :gulli: :gulli: :gulli:
ওই হালা লুইস,বর্ষা মাইয়াটা নসুতে পড়ে আর জিহাদরে বড়ই ভালা পায়......তুই এইখানে গিরিঙ্গি লাগাছ ক্যান?তোরে আলুর দোষে পাইলো কবে? x-( x-(
আহ মনে পইড়া গেলু। এখন অবশ্য এই যন্ত্রণা নাই। শান্তি আর শান্তি ...
দাদা, কোল্কাতায় বৃষ্টি হয়েচে নাকি আজ?
:chup: :chup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
তোর একি বেহাল দশা......???
আকাশদা মন খারাপ করবেননা,বৃষ্টির জলে স্নান করলে দেকবেন সব মন খারাপ ফকফকা হয়ে গিয়েচে... 😀 😀
বৃষ্টি নামের মেয়েরা আসলেই খারাপ, শুধু ফাঁকি দেয়। :dreamy: :dreamy:
বুকের কোনে জ্বালা আছে নাকি গো তানভীর ভাই ????
😉 😉 😉 😉
😛 😛 😛
একটু ঝেড়ে কাশি দেন দেখি :grr: :grr:
ব্যাপারটা ঠিক বুঝলাম না ......... বুয়েটে তানভীরকে নারীজাতি পরিবেষ্টিত না, এই রকম অবস্থাতে হাতে গনা কয়েকবার দেখসি ......
😮 😮
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
তব্দা খাইয়া গেলা কেন ভাই ??? তানভীররে চেনোনা ???
চিন্তায়েন না তানভির ভাই। বৃষ্টি গেছে তো কি হইছে...... মেঘলা আছে না... :awesome: :awesome:
তানভীর ভাইইইইইইইইই!!!! :grr: :grr: :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
নাউযুবিল্লাহ! মইনুল ভাই, আপনি আমার নামে এত বড় অপবাদ দিতে পারলেন?? 🙁 🙁 ইস.....আপনার কথা যদি আসলেই সত্যি হইত! 🙁 🙁
পরিশেষে, মইনুল ভাইয়ের কথায় বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে আহবান জানাচ্ছি। 🙁 🙁
এইটা আমি আগেই আন্দাজ করছিলাম, এইরকম হিরু হিরু সুরত আর বিরলিয়ান্ট মানুষজন একা কেমনে থাকে!!! এখন দেখি যা ভাবছি তাই, কেচো খুড়তে না আবার সাপ বেড়িয়ে পড়ে 😛 😛 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
বুঝ তাইলে-আমি কি এমনি এমনি কইছি যে রিবিন ভি এর সিথে রুবাবা আন্টির পিএ এর পুস্তের জইন্য হাড্ডাহাড্ডী লড়াই চলতেছে দুইজনের মইদ্যে? :)) :)) 😛 😛 😀 😀
x-( x-(
আকাশদা, বৃষ্টি কি মনে দাগা দিয়েচে। মনে কষ্ট নিবেন না বলচি। তার চেয়ে বলচি যান, কফি হাউজে গিয়ে বরঞ্চ দুটো মামলেট খেয়ে আসুন গে।
:chup: :chup: :chup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
দাদা কি রাগ করেচেন নিকি? রাগের কিচু নেই। নাকি মামলেট খাবার পয়সা খরচ করতে বড় বাদচে। তবে আমার বাসায় আসুন না, আঁধখানা ডিমের অমলেট খেয়ে যাবেনখন।
=))
কিরে আকাশ ভাইরে আমি কোলকাতা নিয়া খেপাই দেইখা কি তুইও এই কাম করবি?তোরা পুলাপাইন খুব খ্রাপ হয়া গেছস।
বলি আকাশদা, এই দু দিনের ছোঁড়াদের আচ্ছা মত একটু প্যাঁদানি দিয়ে দিন তো মশাই!
প্যাদানিটা তোকে দিয়েই শুরু করবো ভাবছি, তারপর চেইন রিএকশনে জুনিয়র পোলাপাইন পর্যন্ত পৌছায়া যাবে :grr: :grr:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
শুরু কর মাস্ফু রে দিয়া। না পারলে তোরে আমি দিমু প্যাদানি x-(
ব্লাডি মাস্ফ্যু......... স্টার্ট ফ্রন্টরোল 😡 ( এইটা :just: এপাটাইজার... বাকি কোর্স সামনে আসতেছে, আপাতত :frontroll: দিয়া ওয়ার্ম আপ করতে থাক :grr: )
রবিন ভাই, আইজকা মাস্ফ্যু শ্যাষ...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((
(কেউ আকাশদা আর রিবিন ভি রে থামান,ভিপি স্যারকে খবর দ্যান...জুনিয়র মাস্ফ্যু তো মইরা গেল পাঙ্গা খাইতে খাইতে...)
কিরে তুই দেখি এপাটাইজার দিয়া আর খবর নাই। x-( x-(
আরে রবিন ভাই, আপনি আবার কথা থেকে......
ওকে মাস্ফ্যু, অনেক ডিগবাজি দিছোস, এবার :just: একটু রেস্ট কর... যা লং আপ হইয়া থাক...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
এক হাত এ লং আপ
:bash: :bash: :bash:
দুনিয়া জুইরা পচুর গিয়ানজাম :((
সিনিয়র মোস্ট হলে তো মজা পি টি তে ডজ মারলেই হল। 😀
আমি সিনিয়র মোস্ট স্টুডেণ্টদের মধ্যে...... ইন্সট্রাকদের কাছে কোন খানা নাই :no:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷