অনেক দিন ধরে এই দিনের জন্য অপেক্ষা করছিলাম… ৯৫৪ তম পোস্ট মিস করার পর থেকেই মাথায় ছিল কবে সিসিবি’র সদস্য সংখ্যা ৯৫৪ হবে আর আমি একটা পোস্ট দিব। আলাদা করে মনে হয় বলার প্রয়োজন নে যে এটা আমার ক্যাডেট নম্বর। তবে পোস্টটা ফাকিবাজি করে না দেয়া ছাড়া উপায় নেই। কারন অলমোস্ট বিনা নোটিশে গত শুক্রবার আমার চিটাগং এ চলে আসতে হয়েছে একটা কোর্সে, বৃহঃস্পতি বার আমি নিশ্চিত ভাবে জানতে পারি যে আমি এই কোর্সে যাচ্ছি। আর এর বিষয় বস্তু সম্পর্কে আমার আগে কোন ধারনাই ছিল না। এখানে এসে পুরা অকূল পাথারে পড়েছি। আবার সেই পড়াশুনা 🙁 ( কে যে বলছিল ফৌজে গেলে আর পড়াশুনা করা লাগব না ~x( )
আগামী ৬ মাস এখানে থাকতে হবে, দু’বছর ঢাকায় থেকে স্বভাব খারাপ হয়ে গেছে, সপ্তাহে এক দিন কাছের মানুষের সাথে দেখা না হইলে ভাল লাগে না, ৬ মাস কিভাবে পার করবো আল্লাহ মালুম, আর পড়াশুনার চক্করে মনে হয় না সিসিবিতেও নিয়মিত থাকতে পারব :(( সবাই দোয়া আমার জন্য দোয়া রাইখেন যাতে ভাল মতো এই কোর্সটা শেষ করতে পারি।
*** ফয়েজ ভাই রোজার ঈদের পর আর কোরবানীর আগে কি এক আয়োজনের কথা বলছিলেন, ব্যাটে বলে মিললে হাজিরা দিতে পারি :dreamy:
1st akashda 😀
একটুর জন্য পারলাম না......।২য়
🙁 🙁
1st :awesome:
ভাই,আপ্নি ক্যামতে ১ম হইলেন,ঠিক বুঝলাম না।
ব্যাপক কম্পিটিশন দেখতেছি
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
রানা, বেটার লাক নেক্সট টাইম...... :bash: :bash:
তোমার জন্য রোজার ঈদ তো লাগবো না।
ফোন নাম্বার দিয়া রাখ এইখানে, বাকী আল্লাহ ভরসা।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
থ্যাংকু ফয়েজ ভাই :awesome: :awesome:
০১৫৫২৩৫৭০৩৮
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
এই মাত্র এই নাম্বারে কল দিয়া আকাশদারে নমষ্কার দিলাম।আমারে ঠিক মত চিনে নাই মনে হয় বেচারা ভ্যাবাচ্যাকা খায়া গেছিল।
আকাশদা,আমি মাস্ফ্যু 😀
আরে সমস্যা হইতেছে এই নম্বর আমি চালু করছি গতকাল থেকে, নিতান্ত প্রয়োজনীয় বাদে কাউরে নাম্বার দেই নাই, তাই হঠাৎ নাম্বার দেখে ভাবতেছিলাম এই নম্বর আবার কে পাইল...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
"আগামী ৬ মাস এখানে থাকতে হবে, দু’বছর ঢাকায় থেকে স্বভাব খারাপ হয়ে গেছে, সপ্তাহে এক দিন কাছের মানুষের সাথে দেখা না হইলে ভাল লাগে না"
কাছের মানুষ টাকে একেবারে কাছের করে নিন,ভাইয়া। মুশকিল আছান হয়ে যাবে। :))
আর বইলো না ভাই, ফৌজি নিয়মে আটকায়া আছি, না হইলে তো সেই কবে.........
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
সমব্যাথি 😡 😡
আরে আকাশ দা নাকি?তা মশাই আপনি হলেন কোলকাতার লোক,এপার বাংলার শান শওকত দেখে মন খারাপ তো হবেই মাইরি এ আবার নতুন কথা কি?তবে বলচিলুম কি মশাই,বৌদিকে এবার একেবারে সাতপাকে বেঁধে ফেলুন,একেবারে আগামী সাত জন্মের জন্য নিশ্চিন্ত থাকবেন।আর চট্টগ্রাম বন্দর যে আপনার কোলকাতা বন্দরের চেয়ে অনেক বড় তা তো জানেনই,সুতরাং মন খারাপ করে পড়ে থেকেন না দাদা।পতেঙ্গাতে যান,কিপটেমি করে বিড়ি না কিনে এ মুল্লুকের বেনসন কিনুন-দেখবেন আস্তে আস্তে সব ভাল লাগছে।
আজ আসি মশাই,নমস্কার :shy:
তোরে যে কবে সামনে পাবো 😡
ফৌজি নিয়মে আটকায়া আছি, না হইলে তো সেই কবেই………
আর আমি বিড়ি সিগারেট জীবনে ছুয়েও দেখি নাই... আর কিপটেমি... নাহ তোরে এভাবে ভাল ভাবে বললে কাজ হবে না... সামনে পাইয়া নেই, তারপর ...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
দাদা আপনাকে এই মাত্র কল করেচিলুম চিনতে পেরেচেন কি? 😛
হুমম...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ভালোই তো...চালিয়ে যাও...... :khekz: :khekz:
ভালই তো =))
আকাশ...তোমার নেক্সট কোর্সের জন্য শুভকামনা রইল। 🙂
ধন্যবাদ তানভীর ভাই
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
🙂
আকাশ ভাই ভালো করে কোর্স মুখস্ত করেন :-B
আর বইলো না আপু, এই মুখস্ত জিনিষটাই তো সহ্য করতে পারি না :bash:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
তাড়াতাড়ি ফিরে আসুন সিসিবির অতন্দ্র প্রহরী আকাশদা ...
সিসিবির অতন্দ্র প্রহরী 😮 😮 :hug: :hug:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
সহমত।
কোর্স করেন ভাই ঠিকমত। মাঝে মাঝে দেখা দিয়েন সিসিবিতে। একেবারে নাই হয়ে যেয়েন না।
নাহ, যা দেখিতেছি ঘটনা উলটা ঘটতেছে, আগে তো অনেক কাজে ব্যস্ত থাকতাম, আর এখন ক্লাস, খাওয়া আর ঘুম বাদে বাকি টাইম টেবিলেই থাকি আর সামনে ল্যাপটপ... এখন আরো বেশিই থাকা হচ্ছে সিসিবিতে 😛
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
তাহলে তো ভালোই 😀