সাময়িক পোস্ট

জিতুর বাসায় বসেই প্রিন্সিপ্যাল স্যারের কাছ থেকে অনুমতি নিয়ে নিছি। বুকে এখন অনেক সাহস।
যাই হোক… প্রচন্ড দৌড়ের উপরে আছি। গুছিয়ে কিছু লিখতে পারছিনা। অনেক দেরী কইরা ফালাইলেও সিসিবি’র সবার আন্দোলনের মুখে গত বছর ২৫ সেপ্টেম্বর আমার কুমার জীবনের পতন হয়। আন্দোলনের সেই ফল যে খুব একটা খারাপ হইছে তা আমি বলবোনা। যাহোক, আন্দোলনের সেই মধুমাখা ফলাফল কে আরো সুমধুর করতে প্রিন্সিপ্যাল স্যারের অনুমতি নিয়া একটা খানা পিনার আয়োজন কইরা ফালাইছি। সবাই হাজিরা দিয়েন।
তারিখঃ ১৫ ডিসেম্বর।
সময়ঃ ১৯০০ ঘটিকা।
স্থানঃ সেনাকুঞ্জ।

আশা করি দেখা হবে সবার সাথে।

১,৬৮৫ বার দেখা হয়েছে

৩৩ টি মন্তব্য : “সাময়িক পোস্ট”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    খুইজা বাইছা উইন্টার কালেকটিভের মাঝখানেই তারিখ ফেললেন বস 🙁


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)

    ১। আজকাল পোলাপাইন্ডি খালি অফ যাওয়ার কথা ঘোষনা দেয় :thumbdown:
    ২। আমি আচি আহসান্দা, তবে বৌদির পাশে ছবি তুলব না কিন্তু :no:
    ৩। পোষ্টে "শুধু দোয়াই কাম্য" কথাটা লিখলে মনে হয় আরো কিছু লোকজন আশা করতে পারতেন ;)) 😛
    ৪। অনুষ্ঠানের ঝামেলায় প্রতিবেশী এবং জুনিয়র মনে করে খাটায় নিতে চাইলে হাজির আছি স্যার 😕 ।


    You cannot hangout with negative people and expect a positive life.

    জবাব দিন
  3. আব্দুল্লাহ্‌ আল ইমরান (৯৩-৯৯)

    আমি আসলেই কালকে থেকে ঢাকায় নাই।পুরো সপ্তাহ ছুটি নিয়েছি।সত্যি আফসোস হচ্ছে কমান্ডো দস্পতির(!!!) বিয়েতে থাকতে পারবনা। :((
    তারপরো যদি ফাক করতে পারি তাইলে চলে আসব :dreamy:

    জবাব দিন
  4. সামিয়া (৯৯-০৫)

    না না নাআআআআআআআআআআআআআআআআআআ...আমি বান্দরবান যাচ্ছি। আহসান ভাই, আমি ১৫ তারিখ সন্ধ্যার মাঝে ঢাকায় থাকব, মাস্ট। দরকার হলে গ্রুপ ছেড়ে আগে রওনা হয়ে যাব। আমার জন্য যেন আইসক্রীমের ব্যবস্থা থাকে।

    জবাব দিন
  5. মো. তারিক মাহমুদ (২০০১-০৭)

    ভাই, এইডা কি করলেন ??? re union এর টাইমে !!! নিজেও re union এ গেলেন না, আবার আমাগো আপনের বিয়াটাও খাইতে দিলেন না !!! ধূর মিয়া 🙂 আইচ্ছা, একটা কাজ করেন, ১৫ তারিখ শুভ কাজটা শেষ করে ১৬ তারিখ সোজা BCC ... ... গত re union এ ও কে যেন এই রকম করছিল, বিয়ে করেই বউ নিয়ে সোজা কলেজে চলে আসছে .... .... .... ..... আমরা কিন্তু ওয়েট করমু ... ... ....

    জবাব দিন
  6. রেজওয়ান (৯৯-০৫)

    এই জন্যই তো কই...কেন যাবেন না রি-ইউনিয়ন এ ;))
    ভাল দেইখা টাইম ফালাইছেন......লোকজন উইন্টার কালেকটিভ আর রি-ইউনিয়ন নিয়া ব্যস্ত থাকবে আর এই সুযোগে.......... :duel:
    অত্তসব বুঝি না, ২য় দফায় হামলা চালানোর প্রস্তুতি এখনি নেয়া শুরু করতেছি :grr:

    জবাব দিন
  7. সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)

    আহা কবজি ডুবিয়ে খেয়েছি আর আমার ভাই মাশফু কে যার পর নাই মিস করলাম। কমা‌নডো দমপতিকে দারূন লাগছিল বিশেষ করে ভাবীকে অপূর্ব লাগছিল। অসংখ্য ধন্যবাদ আহসান ভাই।


    You cannot hangout with negative people and expect a positive life.

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।