পল্লবীর মহা মিলন

টাইটেল দেখে কেউ আবার ভাববেননা যে আমি পল্লবী নামে কোন ষোড়শী কিংবা কোন অষ্টাদশীর কোন মিলনের কথা বলছি।আমি যেটা বলতে চাইছি, সেটা হলো, মহা উৎসবে আজ পল্লবীতে (প্রিন্সিপ্যাল স্যারের বাসায়) হয়ে গেল পূর্ব ঘোষিত এক মিলন মেলা। এই মিলন মেলায় যারা উপস্থিত হতে পারেননি, তাদের জ্ঞাতার্থে আমার এই পোষ্ট।

আর্জেন্টিনার ভয়ে অন্য কোন দল আজ হাজির হতে সাহস পায়নি। তাই ওয়াকওভার পেয়ে আজ আর্জেন্টিনা জয়ী হয়েছে। জাস্ট ফ্রেন্ড মাস্ফ্যু তার নতুন পেশায় যোগদানের পূর্বে আজ কেক কেটে সেলিব্রেট করলো তার অনাগত উজ্জ্বল ভবিষ্যৎকে। তবে সে আজ কোন জাস্ট ফ্রেন্ড কে আনতে পারেনি। রায়হান নাকি মাস্ফ্যু সম্পর্কে কি একটা ব্যাপার জেনে গেছে আজ। কি ব্যাপার, তা আমি বলবোনা…বলার মত হলে ওরাই তা জানাবে।

লাবলু ভাই আর ভাবীর আপ্যায়নের কথা কি আর বলবো। অসধারণ সব খাবারের সমারোহ ঘটিয়েছিলেন আমাদের প্রিন্সিপ্যাল স্যার আর ভাবী। স্বাদে আতুলনীয় এই খাবার বার বার খেলেও খাওয়ার ইচ্ছে শেষ হবেনা। স্যাম কে কেউ একজন রিপোর্ট দিচ্ছিলো যে কেউ একজন নাকি আজ ১১ টুকরো চিকেন খেয়েছে। সুতরাং, যারা আসেননি, তারা এটা থেকেই বুঝতে পারছেন যে খাবারের স্বাদ কেমন ছিল, আর আপনারা কি মিস করেছেন।

এই প্রথম কোন গেট টুগেদারে আমি একা যাইনি। সাথে কেউ একজন ছিল। অবশ্যই অন্যরকম একটা ভালো লাগা কাজ করেছে। আজকের এই গেট টুগেদারের পরে আশা করি নেটে বসাটা আমার আরো হালাল হয়ে গেল।
সব কয়টা ইভেন্ট কভার না করা গেলেও, কিছু কিছু ইভেন্ট কভার করার চেষ্টা করলাম অল্প কিছু ছবি দিয়ে।
সবাই ভালো থাকবেন। লং লিভ সিসিবি।

২,১৮১ বার দেখা হয়েছে

২৯ টি মন্তব্য : “পল্লবীর মহা মিলন”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    যারা যারা আসবে বলেও আসে নাই তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হোক :-B ( কি মিসটাই না করলো 🙂 )


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. শাওন (৯৫-০১)

    আসলেইতো মিস করছি....এই পেরথম একটা খাওয়া মস করলাম.... 🙁 🙁 🙁 🙁


    ধন্যবাদান্তে,
    মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
    প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১

    ["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]

    জবাব দিন
  3. জুনায়েদ কবীর (৯৫-০১)

    ব্যাপক মজা করছি... 😀
    যারা আসে নাই, তাদের আইপি শুদ্ধা ব্যান চাই... 😡

    এবারের জিটুজিতে মাসরুফের এক অজানা দিক আবিষ্কার করলাম। পোলাডা 'শিশু' খুব ভাল পায়... ;))

    সবকিছুর জন্য ভাবী এবং সানা ভাইকে স্বশ্রদ্ধ, স্বশস্ত্র সালাম... :gulli: :salute:


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।