জীবনটা কি কোন মেঠো পথে চলা
নাকি শরতের সাদা মেঘে ভাসা থাকা
জানিনা কার তরে
এই আমি যাই
যাই ধেয়ে
কিসের মায়াজালে বন্দী আমি
জিজ্ঞাসিব কারে?
জানিনা
শিশির হয়ে ভোরের কুয়াশায়
থাকব কি জমে রোদের উষ্ণতার আশায়
শিমুলের তুলো হয়ে ভেসে চলে যাই
কিভাবে, কোথায়, কেন- এর উত্তর কোথায় পাই
জানিনা
জীবন তীরে কোলাহল ভেঙ্গে
জোয়ারে (কেন) সৈকতের পদচিহ্ন ধুয়ে যায়
ভর সন্ধ্যাবেলায় দিনের ক্লান্তি শেষে হায়
কিসের আবাহনে চলে যাই আজানায়
**** ভালো লাগছেনা। সবকিছু উলটা পালটা লাগছে। মাথা খাটিয়ে কিছু লিখতে ইচ্ছে করছেনা…আসলে কিছু পারছিওনা। তাই বন্ধু হারুনের (বকক ৮৮-৯৪) গানটি তুলে ধরলাম। গত ২৪ ঘন্টা ধরে এই একটি গান ই শুনছি।
****মডারেটর, পোস্টটি মান সম্মত না হলে ডিলিট করে দেবার অনুরোধ রইল।
আহসান ভাই, এরকম আরও জোক্স চাই... =))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আহসান ভাই, কি হইছে আপনার?
সব খবর ভাল তো?? 🙁
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
তোমার ফোন নম্বরটা দাওতো...
কথা বলতে ইচ্ছে করতেছে...
০১৭১১-৩৭০১৮৮
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
এত লোক থাকতে জুনা ... :bash: :bash: :bash:
মগজ ধোলাই কইরা হাতে হারিকেন ধরাই দিব ...
আন্দালিবের ফোন নাম্বারটা দেই ?? নাকি মাহফুজেরটা নিবেন ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আমার সম্পর্কে ডিজিটাল গুজব ছড়ানোর চেষ্টা করার জন্য তাইফুর ভাইএর ব্যান চাই... 😡
অফ টপিকঃ দেশে আসেন তারপর আন্দালিবের সাথে আপনারই আলাপ করিয়ে দেব... :grr:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
মাহফুজ বা আন্দালিবের স্পেশালিটি কি???? :-/
এইগুলা হইতেছে ব্যাচেলর লাইফের কমন প্রবলেম। এত কইরা কইতেছি "বিয়া কর, বিয়া কর" কথা শুন না।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই,
কি যে কন না...
কেমন আছেন?
ভাবী- বাচ্চা কেমন?
বস,
কেমন আছেন?
প্রোফাইল ছবিটা খুব কিউট হইসে...বস কি মারজুক রাসেলের 'বাবা বাবা লাগে' নাটকটা দেখসিলেন? ;))
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
সাকেব,
ভালো আছি...। তুমি কেমন আছ?
ছবিটা আসলেই কিউট। এইজন্যইতো লাগাইলাম।
হ্যা, নাটকটা দেখছিলাম।
কৌশলে আসল প্রসংগটা এড়ায়ে গেলেন মনে হয়... 😉
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
আসল প্রসংগ নকল প্রসংগ কি রে বাপ?
কি এড়াইলাম কিছুই তো বুঝতেছিনা... 🙁
বস,
সবকিছু উলটা পালটা লাগলে নাকি লং-আর্ম (পা উপড়ে মাথা নীচে) হয়া থাকতে হয় ... আমি না সানা ভাই কইল।
(ব্যপ্পারস না বস, সব ঠিক হয়া যাবে।)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
সানা ভাই'র নাম দিয়া চামে সিনিয়ররে পাঙ্গা দেবার ব্যবস্থা করতাছ তাইনা? দাঁড়াও, তোমারে সাইজ করার ব্যবস্থা করতাছি...।
মন্ডা খারাপ নাকি বস?
শওকত ভাইয়ের পোস্টটা পইড়া আসেন 😀
ক্যামন আছেন?
ফোন করার জন্যে থ্যাঙ্কস। 🙂 কথা বলে ভালো লাগ্লো অনেক, কিন্তু আপনার মন খারাপ শুনে আমারো মন খারাপ হয়ে গেছে এখন। 🙁
হুমমমমম...। পড়লাম। মাসুম ভাই'র একদম মাসুম মার্কা পোস্ট। মাসুম পোস্টেরই এই অবস্থা, আল্লাহই জানে, একটু পুর্ণবস্ক পোস্টের কি হাল হবে...।
আমার আসলেই কিছু ভালো লাগতেছিলনা বইলা তোমারে, জুনিরে আর মাস্ফুরে কল করছিলাম...।
জীবনে শালার আসলেই অনেক কিছুর উত্তর পাইনা...। 🙁
আহসান, তুমারে খুব মিস করছিলাম। তারপর আবার মন খারাপের কথা কইলা। চিন্তায় আছি। কে তুমার মনে দাগা দিছে কইয়া ফালাও। আমরা এত্তোগুলা ব্লগার আছি কি এমনি এমনি।
পোস্টটা প্রথমে পিড়া ভাবলাম, কমান্ডো আহসানের আবার কবিতা লেখার ট্রেনিং চলতাছে কিনা! শেষে বুঝলাম বন্ধুর মাল। ভালো ভালো!! সেনানিবাসগুলার ভূ-প্রকৃতি দ্রুত না বদলাইলে খবর আছে। যুদ্ধে যাওয়ার লুক পাওয়া যাইবো না, সবাই যেমনে কবিতা লিখতেআছে.................... :boss: :boss: :boss:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সানাউল্লাহ ভাই,
অনেকদিন সিসিবিতে আসিনি। কিন্তু এর মধ্যে বহুত মানুষজন্রে আপনার কথা কইছি। কইছি মানে পার্ট নিছি একটু যে আপনার লগে আমার পরিচয় আছে... 😀
মনের দাগার কথা আর কি কমু কন। চাকুরী কইরা শান্তি পাইতাছিনা গত কিছুদিন ধইরা। পরিবারের বড় ছেলে...বাসায় কেবল অসুস্থ্য বাবা আর মা। আমার ফ্যামিলি হইল বড়ই গোবেচারা টাইপের ফ্যামিলি। কারো সাতেও নাই, পাচেও নাই। অথচ পলিটিক্যাল গভর্ণমেন্ট ক্ষমতায় আসার সাথে সাথেই মহা ক্যাচাল। আমার বাপরে কে বা কাহারা চিঠি দিছে ২০ লক্ষ টাকা না দিলে পিস্তল দিয়া গুল্লি কইরা উড়াইয়া দিব। দেখেনতো কি আবদার। মহা টেনশনে থাকি এখন...খালি বাসায় বাবা-মা...কখন কি হয় না না হয়।
বড়ই জটিল কথা কইছেন...।
আপনার কমেন্ট পাইয়া সত্যি কইরাই মনটা ভালো হইয়া গেছে...।
তুমি চাইলে তোমার সমস্যাটা আমাকে মেইলে জানাতে পারো। বিস্তারিত ঠিকানা দিয়ে, দেখি যদি ওখানে আমাদের কোনো সাংবাদিক থাকে। তাহলে একটা চাপ দেয়ার ব্যবস্থা হতে পারে। আমার ই-মেইল : sanaullah62@yahoo.com
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সানাউল্লাহ ভাই,
আপনাকে মেইল করেছি একটা।
আহসান ভাই আপনার কি হইছে বলেন?? কে আপনাকে কি বলছে? একদম মাথা নামায় দিব না??
এত মন খারাপ করেন না 🙁
সামিয়া,
একটু আগে সানাউল্লাহ ভাইকে মেইল করতে গিয়ে লিখেছি কথাগুলা। আবারো লিখতে ইচ্ছে করছে তোমাকে সেগুলোঃ
মানুষ বিপদে পড়লে ভীষনভাবে দিশেহারা হয়ে পড়ে। আমিও তার ব্যতিক্রম নই। যথেষ্ট অগোছালো হয়ে পড়েছিলাম বেশ কিছু ব্যাপার নিয়ে। কিন্তু তোমাদের সবার কেয়ারিং মনোভাব আমাকে প্রচন্ড সাহস জুগিয়েছে। মনে হয়েছে আমি একা নই। পরিস্থিতি সামাল দেবার মত মানসিক শক্তিটুকু অন্তত পেয়েছি এই মুহূর্তে।
অনেক ধন্যবাদ তোমাদের।
৩ তারিখ ঢাকা আসব। ৪ ফেব্রুয়ারী কামরুলের ওখানে আড্ডা দেবার প্ল্যান করতেছি বাকি দুঃশ্চিন্তা আর মন খারাপ করাটুকু বিসর্জন দেবার জন্য।
ভালো থেকো। আবারো অনেক ধন্যবাদ সাহস জোগানোর জন্য।
বিপদে পড়লে দিশেহারা হওয়াটাই স্বাভাবিক আহসান ভাই, তবে বিপদও একসময় কেটে যায়। ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে।
🙂
দোয়া করো ভাইয়া।
বিকালের আগেই চইলা আইসেন। একসাথে বইমেলায় যাবো 😀
বসের সাথে এইবারো দেখা হইলোনা 🙁
সংসারে প্রবল বৈরাগ্য!
ক্যান কাইয়ুম ভাই , আমি তো ঢাকাতেই আছি। যখন ইচ্ছা বাসায় চইলা আসেন c)
😛
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইয়ূম,
অসুবিধা নাই।
দেখা হয়ে এক্যাবে একদিন ইনশাল্লাহ।
ওয়াও...জটিল কথা কইছো...।
আমিও তোমারে এই প্রস্তাবটা দিতে যাচ্ছিলাম। অসুবিধা নাই। চলে আসব ইনশাল্লাহ।
সামিয়াপ্পু,আমাদের সিওকে হুমকি দেওয়া মানে আমাদের সবাইরে হুমকি দেওয়া।যেই বদমাইশ এই কাজ করছে সে বুঝে নাই কোন হাটে ছুঁচ বেচতে আসছে x-( । x-( বডি ফেলে দেওয়া দরকার x-(
আর আহসান ভাই,এইরকম যারা আড়ালে থেকে হুমকি দেয় তারা মূলত কাপুরুষ।আমার মনে হয়না খুব একটা ভয় পাওইয়ার কোন কারণ আছে।
কি কন আহসান ভাই?????
কিছু দিন আগে আমার ফ্যমিলিরে এলাকার কিছু বদ লোক খুব ডিষ্টার্ব করছে। এইখানে বইসা বাপ-মার জন্য খুন টেনশন করতাছিলাম। মনে মনে কইছিলাম আর্মিতে না গিয়া ভুল করছি। আপনার ঘটনা শুইনা সত্যি খুব খারাপ লাগতেছে। সব ঠিক হইয়া যাবে ইনশাল্লাহ।
সাব্বির,
কত স্বপ্ন দেখছি এই কিছু দিন আগেও...।
কিন্তু মনে হচ্ছে যা ছিলাম, তাই আছি...
এত সহজে যে কিছু বদলাবে না তা আমি অনেক আগে থেকেই প্রেডিক্ট করছিলাম। যাইহোক এখন আমাদের সব সামাল দিয়েই চলতে হবে 🙁 🙁
আম জনতা সর্বদাই লাঞ্ছিত, বঞ্চিত।
সহমত।
বস, মনটা খারাপ হয়ে গ্যালো। 🙁
আল্লাহ্ র কাছে দোয়া করছি, ইনশাল্লাহ আপনার সমস্যাগুলো কেটে যাবে।
চিন্তা করবেননা বস্,
আন্কেল আন্টিকে সালাম।
সংসারে প্রবল বৈরাগ্য!
দোয়া করো ভাইয়া...।
বস্,
অনেকদিন পরে আসলেন। আপনার উপস্থিতি দেখে ভাল লাগছে, কিন্তু উপরে তো আবার টেনশনের কথা শোনালেন। দোয়া করি যেন সব ঠিক হয়ে যায়। আংকেল, আন্টিকে আপনার ওখানে নিয়ে কিছুদিন মেসে রাখা যায়না? র্যাবের সাথেও যোগাযোগ রাখবেন, সাপোর্ট হিসেবে থানায় একটা জিডি করে রাখতে পারেন। সব দিক থেকে সতর্ক থাকবেন। আর সানা ভাই তো সাথে আছেই। দুশ্চিন্তা করবেন না। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে।
ধন্যবাদ ভাইয়া।
সানাউল্লাহ ভাই অলরেডি বটগাছের মত বিশাল ছায়া হয়ে আমার মাথার উপরে চলে এসেছেন। আশা করি আমার এত্তগুলো ভাই-বোনদের দোয়ায় আমার সব সমস্যা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।
ঘাবড়াইও না, মাথা ঠান্ডা রাখ, পসিবিলিটি গুলা চেক কর (নেগেটিভ আর পজিটিভ)। যেইটা ডিসিশান নিবা, "দ্যাট হ্যাভ টু বি ডান"।
চোর ছ্যাচোড় দের মাঝে মাঝে মাইর দিতে হয়। এইটা আর কিছু না, ওদের মানুষ করার জন্য।
আপডেট দিও।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই,
আপনাদের সবার এই নির্ভরতার স্বর আমাকে যে কি পরিমাণ স্বস্তি দিয়েছে তা সত্যি আমি বলে বোঝাতে পারবোনা। নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে আজ। কজনের ভাগ্যে এমন ভাই-বোন মেলে?
x-( খাড়ান,আমি ঠোলায় ঢুইকা লই-যে আপনেদের বাসায় উড়া চিঠি দিছে তারে রিমান্ডে নিয়া "......য়" বাঁশ আর হাতে হারিকেন ধরায় দিবো x-(
ভাইয়া , অনেকদিন পরে আপনার পোষ্ট দেখে বেশ খুশি মনে ঢুকেছিলাম। সব পড়ে মনটাই খারাপ হয়ে গেল। আল্লাহ ভরসা ভাইয়া বেশি চিন্তা কইরেন না। সব ঠিক হয়ে যাবে। খুব তাড়াতাড়ি একটা মন ভালো করা পোষ্ট দিয়েন।
বেশ কয়েকদিন আগে আমাদের বাসায়ও কক্টেল মেরেছিল দুইটা আর ফোনে হুমকি দিয়েছিল যে আমাদের দুই ভাইকে মেরে ফেলবে। পড়ে র্যাবের সাথে যোগাযোগ করায় সব ঠিক হয়ে গিয়েছিল। আহসান ভাই সব ঠিক হয়ে যাবে, মনে প্রানে দোয়া করি।
এখন কি খবর দোস্ত?
আমাদের এখানে ক'দিন ব্যস্ততা ছিল।
তুই সে সময়েই পোস্ট দিছিলি।
তাই দেখি নি।
শুভেচ্ছা নিস।
সৈয়দ সাফী