সব এমন কেন?

জীবনটা কি কোন মেঠো পথে চলা
নাকি শরতের সাদা মেঘে ভাসা থাকা
জানিনা কার তরে
এই আমি যাই
যাই ধেয়ে
কিসের মায়াজালে বন্দী আমি
জিজ্ঞাসিব কারে?

জানিনা
শিশির হয়ে ভোরের কুয়াশায়
থাকব কি জমে রোদের উষ্ণতার আশায়
শিমুলের তুলো হয়ে ভেসে চলে যাই
কিভাবে, কোথায়, কেন- এর উত্তর কোথায় পাই

জানিনা
জীবন তীরে কোলাহল ভেঙ্গে
জোয়ারে (কেন) সৈকতের পদচিহ্ন ধুয়ে যায়
ভর সন্ধ্যাবেলায় দিনের ক্লান্তি শেষে হায়
কিসের আবাহনে চলে যাই আজানায়

**** ভালো লাগছেনা। সবকিছু উলটা পালটা লাগছে। মাথা খাটিয়ে কিছু লিখতে ইচ্ছে করছেনা…আসলে কিছু পারছিওনা। তাই বন্ধু হারুনের (বকক ৮৮-৯৪) গানটি তুলে ধরলাম। গত ২৪ ঘন্টা ধরে এই একটি গান ই শুনছি।

****মডারেটর, পোস্টটি মান সম্মত না হলে ডিলিট করে দেবার অনুরোধ রইল।

২,৭০৯ বার দেখা হয়েছে

৪৭ টি মন্তব্য : “সব এমন কেন?”

  1. জুনায়েদ কবীর (৯৫-০১)
    মডারেটর, পোস্টটি মান সম্মত না হলে ডিলিট করে দেবার অনুরোধ রইল।

    আহসান ভাই, এরকম আরও জোক্স চাই... =))


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  2. সাকেব (মকক) (৯৩-৯৯)

    বস,
    কেমন আছেন?

    প্রোফাইল ছবিটা খুব কিউট হইসে...বস কি মারজুক রাসেলের 'বাবা বাবা লাগে' নাটকটা দেখসিলেন? ;))


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  3. তাইফুর (৯২-৯৮)

    বস,
    সবকিছু উলটা পালটা লাগলে নাকি লং-আর্ম (পা উপড়ে মাথা নীচে) হয়া থাকতে হয় ... আমি না সানা ভাই কইল।
    (ব্যপ্পারস না বস, সব ঠিক হয়া যাবে।)


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  4. মন্ডা খারাপ নাকি বস?
    শওকত ভাইয়ের পোস্টটা পইড়া আসেন 😀
    ক্যামন আছেন?
    ফোন করার জন্যে থ্যাঙ্কস। 🙂 কথা বলে ভালো লাগ্লো অনেক, কিন্তু আপনার মন খারাপ শুনে আমারো মন খারাপ হয়ে গেছে এখন। 🙁

    জবাব দিন
    • আহ্সান (৮৮-৯৪)

      হুমমমমম...। পড়লাম। মাসুম ভাই'র একদম মাসুম মার্কা পোস্ট। মাসুম পোস্টেরই এই অবস্থা, আল্লাহই জানে, একটু পুর্ণবস্ক পোস্টের কি হাল হবে...।

      আমার আসলেই কিছু ভালো লাগতেছিলনা বইলা তোমারে, জুনিরে আর মাস্ফুরে কল করছিলাম...।
      জীবনে শালার আসলেই অনেক কিছুর উত্তর পাইনা...। 🙁

      জবাব দিন
  5. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    আহসান, তুমারে খুব মিস করছিলাম। তারপর আবার মন খারাপের কথা কইলা। চিন্তায় আছি। কে তুমার মনে দাগা দিছে কইয়া ফালাও। আমরা এত্তোগুলা ব্লগার আছি কি এমনি এমনি।

    পোস্টটা প্রথমে পিড়া ভাবলাম, কমান্ডো আহসানের আবার কবিতা লেখার ট্রেনিং চলতাছে কিনা! শেষে বুঝলাম বন্ধুর মাল। ভালো ভালো!! সেনানিবাসগুলার ভূ-প্রকৃতি দ্রুত না বদলাইলে খবর আছে। যুদ্ধে যাওয়ার লুক পাওয়া যাইবো না, সবাই যেমনে কবিতা লিখতেআছে.................... :boss: :boss: :boss:


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
    • আহ্সান (৮৮-৯৪)

      সানাউল্লাহ ভাই,
      অনেকদিন সিসিবিতে আসিনি। কিন্তু এর মধ্যে বহুত মানুষজন্রে আপনার কথা কইছি। কইছি মানে পার্ট নিছি একটু যে আপনার লগে আমার পরিচয় আছে... 😀

      মনের দাগার কথা আর কি কমু কন। চাকুরী কইরা শান্তি পাইতাছিনা গত কিছুদিন ধইরা। পরিবারের বড় ছেলে...বাসায় কেবল অসুস্থ্য বাবা আর মা। আমার ফ্যামিলি হইল বড়ই গোবেচারা টাইপের ফ্যামিলি। কারো সাতেও নাই, পাচেও নাই। অথচ পলিটিক্যাল গভর্ণমেন্ট ক্ষমতায় আসার সাথে সাথেই মহা ক্যাচাল। আমার বাপরে কে বা কাহারা চিঠি দিছে ২০ লক্ষ টাকা না দিলে পিস্তল দিয়া গুল্লি কইরা উড়াইয়া দিব। দেখেনতো কি আবদার। মহা টেনশনে থাকি এখন...খালি বাসায় বাবা-মা...কখন কি হয় না না হয়।

      সেনানিবাসগুলার ভূ-প্রকৃতি দ্রুত না বদলাইলে খবর আছে। যুদ্ধে যাওয়ার লুক পাওয়া যাইবো না, সবাই যেমনে কবিতা লিখতেআছে………………..

      বড়ই জটিল কথা কইছেন...।
      আপনার কমেন্ট পাইয়া সত্যি কইরাই মনটা ভালো হইয়া গেছে...।

      জবাব দিন
  6. সাব্বির (৯৫-০১)

    কি কন আহসান ভাই?????
    কিছু দিন আগে আমার ফ্যমিলিরে এলাকার কিছু বদ লোক খুব ডিষ্টার্ব করছে। এইখানে বইসা বাপ-মার জন্য খুন টেনশন করতাছিলাম। মনে মনে কইছিলাম আর্মিতে না গিয়া ভুল করছি। আপনার ঘটনা শুইনা সত্যি খুব খারাপ লাগতেছে। সব ঠিক হইয়া যাবে ইনশাল্লাহ।

    জবাব দিন
  7. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    বস, মনটা খারাপ হয়ে গ্যালো। 🙁
    আল্লাহ্ র কাছে দোয়া করছি, ইনশাল্লাহ আপনার সমস্যাগুলো কেটে যাবে।
    চিন্তা করবেননা বস্,
    আন্কেল আন্টিকে সালাম।


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  8. রহমান (৯২-৯৮)

    বস্‌,
    অনেকদিন পরে আসলেন। আপনার উপস্থিতি দেখে ভাল লাগছে, কিন্তু উপরে তো আবার টেনশনের কথা শোনালেন। দোয়া করি যেন সব ঠিক হয়ে যায়। আংকেল, আন্টিকে আপনার ওখানে নিয়ে কিছুদিন মেসে রাখা যায়না? র‌্যাবের সাথেও যোগাযোগ রাখবেন, সাপোর্ট হিসেবে থানায় একটা জিডি করে রাখতে পারেন। সব দিক থেকে সতর্ক থাকবেন। আর সানা ভাই তো সাথে আছেই। দুশ্চিন্তা করবেন না। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে।

    জবাব দিন
  9. ফয়েজ (৮৭-৯৩)

    ঘাবড়াইও না, মাথা ঠান্ডা রাখ, পসিবিলিটি গুলা চেক কর (নেগেটিভ আর পজিটিভ)। যেইটা ডিসিশান নিবা, "দ্যাট হ্যাভ টু বি ডান"।

    চোর ছ্যাচোড় দের মাঝে মাঝে মাইর দিতে হয়। এইটা আর কিছু না, ওদের মানুষ করার জন্য।

    আপডেট দিও।


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  10. কামরুলতপু (৯৬-০২)

    ভাইয়া , অনেকদিন পরে আপনার পোষ্ট দেখে বেশ খুশি মনে ঢুকেছিলাম। সব পড়ে মনটাই খারাপ হয়ে গেল। আল্লাহ ভরসা ভাইয়া বেশি চিন্তা কইরেন না। সব ঠিক হয়ে যাবে। খুব তাড়াতাড়ি একটা মন ভালো করা পোষ্ট দিয়েন।

    জবাব দিন
  11. বেশ কয়েকদিন আগে আমাদের বাসায়ও কক্টেল মেরেছিল দুইটা আর ফোনে হুমকি দিয়েছিল যে আমাদের দুই ভাইকে মেরে ফেলবে। পড়ে র‌্যাবের সাথে যোগাযোগ করায় সব ঠিক হয়ে গিয়েছিল। আহসান ভাই সব ঠিক হয়ে যাবে, মনে প্রানে দোয়া করি।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।