অনেক দিন আগে ব্লগ দিয়েছিলাম সিলেটে বিসিসি’র ইফতার পার্টির। ছবিগুলো দুষ্টু ছেলে রেজওয়ানের আপলোড করার কথা থাকলেও ব্যটা বাইন মাছের মত পিছলে যাচ্ছিলো। যাইহোক, অবশষে গতকাল বেচারা পেন ড্রাইভে করে আমাকে ছবিগুলো দিয়ে গেছে। হয়তো এরমধ্যেই আপনারা শফিউল্লাহ ভাই (পক্ষান্তরে স্যার) এর ফেসবুকে বেশ কিছু ছবি দেখে ফেলেছেন (যদিও হুবুহু এই ছবিগুলো নয়), তার পরেও ওয়াদা রক্ষা করার জন্য ছবিগুলো আপলোড করলাম…
কুশলাদি পর্ব
উপস্থিত একমাত্র নেক্সট জেনারেশন
প্রস্তুতি পর্ব
বন্টন পর্ব
শফিউল্লাহ ভাই আর তার পেছনের ব্যক্তির মুখটা খেয়াল করুন…
অধীর অপেক্ষায়
আক্রমণ পর্ব
সবশেষে
এবং অবশেষে সেই ডিজুস ব্যাটম্যানের ডিজুস কর্ম
পত্থম 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:teacup: নাও
থ্যাঙ্কু ভাইয়া। ভাইয়া ঘটনা কি, দিন দিন দেখি আপনার চেহারা বেশ সুন্দর হচ্ছে।
অফটপিকঃ একটা দাবী ছিল কিন্তু সাহসে কুলালো না।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
হুমমম...টাকের পরিধি বেড়েছে জানি...কিন্তু তাতে চেহারা সুন্দর...মানে কেমনে কি???? 😮
বস, শুনছি আজকালকার ললনারা নাকি টাক হলে হট বলে 😀 । (তথ্যসূত্রঃ মাস্ফ্যুদা)
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
x-( ওই আমি কি কোলকাতার নাকি?আমারে দাদা দাকছ ক্যান,দাদা তো আকাশদা x-(
আমার জানা মতে শুধু কলকাতা না কলতলার মানুষকেও নাকি 😕 দা বলা যায়
রকিব,
এই রকম কিছু ললনাদের খবর দাওনা...
আমার জানামতে এমন কোন মেয়ে নাই দুনিয়াতে যার ফ্যান্টাসি হচ্ছে জামাই টাকলু হবে... 😀
কি কন মিয়া-ভিন ডিজেলরে কি মনে হয় আপনের?জানেন ওর পিছনে কত মাইয়া দিওয়ানা?? 😡
ব্যাপারটা কি রাজ-রাণী'র সাথে চাকরাণী'র তুলনা করার মত হয়ে গেলনা?
এক দয়া এক দাবী
আমাদের চাই আহসান ভাবী x-( x-(
সঙ্গে কে কে আছেন জোরসে বলেন...
অ্যান্টেনা আপ রাইখ, যাতে আটটার খবর মিস না হয়...
জন্যঃ দয়া
পড়ুনঃ দফা
x-(
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
লোকবল বাড়ছে, আমিও বলিঃ
এক দফা এক দাবী
আমাদের চাই আহসান ভাবী
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
চাইনা আহসান ভাই AMLO তে জয়েন করেন B-)
ফ্রিকোয়েন্সী মাথার উপর দিয়া যাইতেছে...
AMLO কি জিনিস?????? :-/
AMLO=Anti Marriage & Love Organization
AMLO chief আমাদের ব্লগের একজন নিয়মিত রসিক লেখক 🙂
রকিব,
তুমিও আপ রাইখো অ্যান্টেনা...
আহসান ভাই ভিন ডিজেলের মত হয়া যাইতেছেন।নসুতে আইলে আপনের খবরাছে কৈতাছি-একে আর্মি তার উপ্রে আবার কমান্ডো..."ওউ আই উড লাআআআআআভ টু মিট দিস গাই" কয়া ঝাপায়া পড়বো আপনের উপ্রে 😀
কমান্ডো ট্রেনিং এর একটা টুউউউ শর্ট কোর্স(আধা ঘন্টা) কইরাই ফেলমু কিনা ভাবতাছি। একে তো কমান্ডো, তার উপর বিজনেস ম্যান (চায়ের ব্যবসাও তো ব্যবসা নাকি !!)। "ওউ গার্লস উইল লাভ টু ঝাপাইং অন মি। :shy: "
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
😕
আমার মনে হয়না ব্যাপারটা এতো সোজা রকিব ভাইয়া 😉
এখন কার সুন্দরি মেয়েরা কেন জানো কালো ছেলে,হালকা শর্ট(৫'৬,৫'৭) এরকম ছেলে দের পছন্দ করে B-)
দেখি আপনাদের জন্য কি করা যায় 😉
কিরে তুই আমার বর্ণনা দিলি মনে হইতেছে। 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
দেখা যাবে 😉
:clap: =)) :thumbup: :goragori:
তুইয়ার্কথাকইস্না, স্বর্ণকেশেদের্লগে তোর্ঢলাঢলি দেখলে শর্মেকানগ্রমহয়াযায়।
উপ্রের মন্তব্যটা রকিবের প্রতি x-(
মাস্ফ্যুদা মোরে বিশ্বাস করেন, এই রমযানের মাসে কত্ত সংযম কইরা, জিহাদ (জিহাদ ভাই না) কইরা চুখ নিচে নামাইয়া ইয়া বিশাল লাইটপোষ্ট আর খাম্বাগুলার সাথে কথা নাই বার্তা নাই বাড়ি খায়া; স্বর্ণকেশী, লালাভকেশীদের হইতে সাড়ে এক হাত দূর দিয়া চলিতেছি, আর আপনে আমারে এই সার্টিফিকেট দিলেন। মনের দুষ্কে আমি না আবার সাব্বির ভাই হয়া যাই। 😕 😕
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
নসুর সর্প???এইগুলির বিষ নামাইতে খবর হইয়া যাবে। ;;)
আরে কি কয়...বিয়াপার না... 😉
ভাই...আমার অনেক দোস্ত আছে।ছোবলটা যারা খাইছে,তাদের জীবনই বরবাদ।
আপনে এক কাম করতে পারেন,নসুর সর্পের বিষদাঁত ভাঙ্গিয়া সেইগুলি পুষিতে পারেন।
😀 ছোবল খাইছিলি নাকি?কার কাছে?আমারে ডিটেইলস দিস,আমি ব্যবস্থা নিব 😉
AMLO এর প্রধান এখনো ছোবল খায় নাই।তবে কিছু শর্প আমাকে ছোবল দিতে ষড়যন্ত্র করেছিল।একবার তো অল্পের জন্য রক্ষা হয়েছিল।তার পর থেকে অইমুখো হই নাই।।অভিজ্ঞতা আসলেও কঠিন জিনিষ।অভিজ্ঞতায় আমারে আরো ভাল মত শিখাইছে,সাপ প্রকৃতির সৌন্দর্য,সাপ মারবেন না,সাপ সাইজ করবেন।সেইটা হবে বিনা দয়ায় নিষ্ঠুর উপায়ে। 😀 :))
মাস্ফ্যু,
আমিও রেডি......"ওউ আই উড লাআআআআআভ টু মিট দিস গাল/বেইব..." 😡
😮 😮 😮 ওই মিয়া আমি তো আপনেরে পরহেজগার,বেগানা নারীর দিকে না তাকানো ভুলাভালা পাবলিক ভাবছিলাম,আপনের এই অবস্থা???নাহ দাবীটা জোরদার করতে হচ্ছে-
এক দফা এক দাবী
আমাদের চাই আহসান ভাবী x-(
আরে ব্যাটা এইটা তো হইল গিয়া ওই যে কি জানি কয়... ইয়ে...মানে..."বেসিক ইন্সটিঙ্কট"...
আহসান ভাইয়া অনেক পরিচিত ভাইকে আবার দেখলাম।
আপনাকে সেদিনের তুলনায় ফর্সা লাগতেসে 🙂
হ্যা রে ভাই...তাছাড়াও নতুন অনেকের সাথেই পরিচয় হলো...
:shy:
আহসান ভাই...ষড়যন্ত্রে কান না দিয়া AMLO তে যোগদান করি ফেলেন।এক্কেরে নিশ্চিন্ত জীবন মিলিবে। 😀 😀
দরকার হয় আপনারেই AMLO'র CO বানিয়ে দিব।। 😀 😛
কি সমস্যা...আমি তো AMLO কি জিনিস তা-ই বুঝতে পারতেছিনা...
কি যে করি... ~x( :bash:
AMLO=Anti Marriage and Love Organization
আহসান ভাই খবরদার এইসব লুজার টাইপ অর্গানাইজেশনে যোগ দিয়েন না x-( আমারে ইনভাইটেশন পাঠাইছিল আমি লাঠি নিয়া দৌড়ানি দিছিলাম 😡 😡
লাড়কি না হোতি,কুছ ভি না হোতা
তু ভি না হোতি ,ম্যায় ভি না হোতা 😡 😡 (কামরুল ভাইয়ের কাছে ক্ষমা প্রার্থনা আগেই কইরা নিলাম,এর আগে হিন্দি কমেন্ট করায় আমার উপ্রে ব্যাপক বেজার হইছিলেন :chup: :-B :gulli2: )
তীব্র প্রতিবাদ 😡 😡 :gulli2: জানাইলাম।এইসকল অপপ্রচার!!!
আহসান ভাইজানরে দিল্লী কা লাড্ডু খাওয়ানোর ষড়যন্ত্র
আহসান ভাই,সন্দেহ থাকলে এইটা পড়েন। 😀
বড্ড দোটানায় পইরা গেলাম গো...
আহসান ভাই...এখনই বেছে নেয়ার সময়...
কোনটা লইতে চান???
বউয়ের শপিং ব্যাগ নিয়া ঘুরাঘুরি???বনাম ভদ্র সুশীল সমাজের প্রতিনিধি??? 😛 😀
লয়া ফালান...
আর অফার তো আছেই,আপনে AMLO তে যোগ দিলে আপনেরে সরসরি আমাদের CO পদে উন্নীত করা হইবো। 🙂
আমিও তাই বলি AMLO তে যোগ দান করেন বউ পোষা নাকি অনেক কষ্টের ব্যাপার 😕 আমি জানিনা আব্বা বলছে 🙁
ভদ্র সুশীল সমাজের প্রতিনিধি তো এখন আছিই...তয় মাঝে মইধ্যে শপিং ব্যাগ টানতেও মন চায়... 😛 😉
:(( :bash: :bash:
অনেকগুলো চেনামুখ দেখলাম। B-)
🙂
চরম পার্টি হইছে দেখা যাচ্ছে... কিন্তু কমেন্ট তো সব দেখি অন্য ট্রাকে দৌড়াচ্ছে ;))
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ছবিগুলো দেখে মজা পেলাম, ভালোও লাগল। 🙂
আহসান ভাই তার এক্সক্লুসিভ ছবি গুলাই দেয় নাই 😡
আবস্য আমার কাছে সেইগুলা ভাল মতই গচ্ছিত আছে :grr: :grr:
কি বস ????? দিমু নাকি ???? ;;; ;;; ;;;
ভালো লাগল ভাই।অনেক দিনপর পরিচিত মুখগুলা দেখলাম।
আমারো ভালো লাগল........অনেক কয়টা পরিচিত মুখ 🙂 ।
Life is Mad.