আমি ১ম হইতে চাই নাই,সবাই যদি ম্যাচ ফিক্সিং ভাবে! কিন্তু wait করে দেখি কেউ গোল করে না ,সবাই মুনে হয় আমার জন্য বসে আছে....কিন্তু আমি গোল দিয়াই দেখি দিহান আপ্পি ধরা ! 😀
তুই যে আমারে থেংকু দিয়ে ছোট করলিনা এইজন্য তোরে থেংকু ! আমি এমনিতেই ছুডু মানুষ ,আর ছুডু হইলে দেখা যাইবো না !
এখন আমার দেয়া থেংকু খাইয়া তুই একটু ছোট হ,দেইন দোকানের সব চেয়ে বড় সাইজের পাঞ্জাবিটা তোর গায়ে যদি আঁটে !
এহ আইছে আমার উজোন কমানো নিয়া।জরিনার কাছে শুনলাম তুই খাইয়া খাইয়া এমুন মুডা হইছোস যে সামনের বার নাকি সুমো প্রতিযোগিতায় পরথম বাংলাদেশি হিসাবে নাম লিখাইতে পারবি... 😀
এই ব্যাপারটা এখনও সিউর না। আগে থেইকা কাউরে কইতে চাই নাই, কারণ পরে না যাইতে পারলে প্রেস্টিজ থাকব না। যাই হোক, চেষ্টা চালায় যাইতেছি... সকলের দোয়া প্রার্থী B-)
একটা ডাউট নেই ......... শুধু মোবাইলে কথা বলে বলে কি আসলেই প্রেম হয়? আমি তো যদ্দুর জানি প্রেম হবার পরে মাইনষে মোবাইলে কথা বলে ....... যাই হোক শুভ জন্মদিন আহমেদ :clap: :clap: :clap:
🙂
আমি ১ম হইতে চাই নাই,সবাই যদি ম্যাচ ফিক্সিং ভাবে! কিন্তু wait করে দেখি কেউ গোল করে না ,সবাই মুনে হয় আমার জন্য বসে আছে....কিন্তু আমি গোল দিয়াই দেখি দিহান আপ্পি ধরা ! 😀
জেরিন্না বড় বোনরে বাদ্দিয়া পরথম হইতে কে কইসে? x-(
যা তোরে কল'ই করুম না, রাগ হইসি 😐
এখন তুই আমারে কল দিয়া রাগ ভাঙ্গা ;)) :hug:
রাগ ভাইঙ্গেন না আপ্পি... কত্তবড় বেয়াদপ মাইয়া, দেখছেন অবস্থা x-(
ওরে জীবনেও কল দিয়েন না :grr: :grr:
x-( তাই তো কই টান্টু সারারাত লাগাইয়া কেনো মোবাইলের সিম চার্জ দেয়...
এক্কেবারে স্পট ফিক্সিং
:khekz: :khekz:
You cannot hangout with negative people and expect a positive life.
ঐ মিয়া আপি'রে থ্যাংকস দিতে আছে? মাইর আছে কপালে 😡
আগাম ঈদ মোবারক 🙂
অনেকদিন পর পরথম ;))
=)) 😛 :grr: B-)
:clap: :clap:
তোরে তালি দিতে কে কইসে? :chup:
জেরিন্না'রে কল দিয়া একটা ধমক দে, এক্ষুনি ;;)
জোঁ হুকুম জাঁহাপনা... জেরী তোরে:gulli2: :gulli2: :gulli2:
তুই যে আমারে থেংকু দিয়ে ছোট করলিনা এইজন্য তোরে থেংকু ! আমি এমনিতেই ছুডু মানুষ ,আর ছুডু হইলে দেখা যাইবো না !
এখন আমার দেয়া থেংকু খাইয়া তুই একটু ছোট হ,দেইন দোকানের সব চেয়ে বড় সাইজের পাঞ্জাবিটা তোর গায়ে যদি আঁটে !
=))
You cannot hangout with negative people and expect a positive life.
😡 😡 😡
ami to notun set ..... but sim er boroi obhab ....... 😀
ভালো সেট খালি থাকে না বৎস... অচিরেই তোমার যোগ্য সীম তোমায় খুঁজে পাবে... B-)
অ টঃ শুন ভাই, এইসব ভাবের কথায় চিড়া ভিজে না... তাড়াতাড়ি সীম খোঁজ, নাইলে পরে কইলাম খবর আছে ~x(
আইচ্ছা কাহিনী কি? সামনে কুনো জিটুজি বা পিকনিক আছে নাকি? টান্টুরে তো এমনি হাতি দিয়া ঠেইলাও পোস্ট দেওয়ানো যায়না!!! 😮
:khekz: :khekz:
ইয়ে মাস্ফুদা, পাবলিক প্লেইসে এইগুলান কি কইতাছেন... weight কইমা যাইতেছে তো 🙁
অ টঃ আমি হিসাব কইরা দেখলাম, আরেকটা পিকনিকের টাইম প্রায় হইয়া গেছে :grr:
এহ আইছে আমার উজোন কমানো নিয়া।জরিনার কাছে শুনলাম তুই খাইয়া খাইয়া এমুন মুডা হইছোস যে সামনের বার নাকি সুমো প্রতিযোগিতায় পরথম বাংলাদেশি হিসাবে নাম লিখাইতে পারবি... 😀
এই ব্যাপারটা এখনও সিউর না। আগে থেইকা কাউরে কইতে চাই নাই, কারণ পরে না যাইতে পারলে প্রেস্টিজ থাকব না। যাই হোক, চেষ্টা চালায় যাইতেছি... সকলের দোয়া প্রার্থী B-)
কেন জানি বিজ্ঞ বন্ধুর কথার স্টাইলের সাথে তোর বড়ই মিল পাইলাম 😛
মানুষ তার স্বপ্নের সমান বড়
B-) B-) B-)
সেট পুরান তো কি হইছে, কাভার চেঞ্জ করলে পুরা ব্র্যন্ড নিউ হইয়া যায় 😉
কিন্তু কি লাভ ভাইয়া? সার্ভিস তো আর নতুনের মতন দিতে পারবে না। চালু হইতে সময় নিবে, ঠিকমতন নেটয়ার্ক পাওয়া যাবে না, কাজ়েকর্মে slow 🙁
😛 ঠিকমত "চার্জ" দিলে সবই হইবো :))
=)) =)) =)) =))
চার্জ??? সবাই তো আর কাইয়ুম ভাইয়ের মতন সুপার ম্যান না :-/
জেরি। তোর ডায়েট চার্টটা তোর টান্টুরেও পাঠায় দে... :khekz: :khekz:
You cannot hangout with negative people and expect a positive life.
ডায়েট চার্ট ৬মাস আগেই পাইছিলাম, তাই আজ আমার এই দশা। নিজের আপন মা আমারে "চাউলের বস্তা" ডাকে :((
একটা ডাউট নেই ......... শুধু মোবাইলে কথা বলে বলে কি আসলেই প্রেম হয়? আমি তো যদ্দুর জানি প্রেম হবার পরে মাইনষে মোবাইলে কথা বলে ....... যাই হোক শুভ জন্মদিন আহমেদ :clap: :clap: :clap:
ভাইয়া হয় ,হয়! আমার experience অন্য কথা বলে ! আগে ফোন এ কথা , দেইন প্রেম , দেইন দেখা , দেইন ফোন আসলেই ঘুম পাওয়া !
(কি বলিস সুমো টান্টু?)
শুধু কথা বলেই প্রেম ??????? 😮 😮 😮
জ্বি ভাইয়া ! :shy: :shy: :shy:
:boss: :boss:
চলো বহুদুর.........
কার সাথে?? আমি কই ছিলাম তখন? 😮 😮 😮
তোর কোম্পানির সীম কেউ কিনবো নারে... লাভ নাইক্যা :bash:
কু ডাক ডাইকেন না ভাই, দোয়া করেন, ইনশাল্লাহ্ বাজারের সেরা সীম সাপ্লাই দিমু :grr:
জটিল ভাইজান............ জটিল লিখছেন.......... :clap:
:boss:
আসপার সাজিদ,ম.ক.ক(২০০৪-২০১০)
ভাল লাগল