নিজের ঢোল নিজেই পিটামু, কার কি???

ঘটনা ১.
“ওই বেটা, ফুয়াদ কইলো তুই নাকি ভালো ডিজাইন করস, ক্যাডেট কলেজ ব্লগের লাইগা একটা সুন্দর দেইখা ডিজাইন কইরা দে ।”… ডাকটা শুইনা পিছন দিকে ফিরা তাকাইলাম, দেখি রায়হান। যাইতেছিলাম আই ইউ টির ক্যান্টিনে চা খাইতে। ঘটনাটা গত বছরের শেষের দিকের। সময়ে সময়ে কচ্ছপও নাকি আমার চেয়ে দ্রুত হাঁটে, এই রকম অলস আমি রায়হানের প্রস্তাবে বললাম, “ঠিক আছে, কইরা দিমু”। কিন্তু অলসতার দায়; সিসিবি কি জানি না; এই অজ্ঞতার জন্য হালকা উদাসীনতা, সব মিলাইয়া ডিজাইনটা করা হয় নাই, করলেও বাতিল হইত। কিন্তু আসল কথা হইল করি নাই, এইটাই সবচেয়ে বড় পাপ।

ঘটনা ২.
এর কিছুদিন পর, ক্যাফেতে খাইতে গেছি। হাসনাইন ডাক দিয়া কইলঃ
“কিরে তোরে দেখি সারাদিন নেটে, ফেসবুকে পইড়া থাকস, দেইখা তো মনে হয় বাসাবাড়ি বানায় ফালাইছস। সিসিবিতে ঢুকস না কেন??”
আবারো অজ্ঞ আমার উত্তরঃ “দোস্ত, ব্লগ ফ্লগ বুঝি না, হুদাই টাইম লস। তারচেয়ে ফেসবুক বহুত মজা।”
দুই নাম্বার পাপ করলাম।

ঘটনা ৩.
তারপর বছর পার হইয়া গেছে। কামে আকামে সারাদিনই নেটে পইরা ছিলাম। ফেসবুকে মানুষজন বিরক্ত হইয়া গেল, একই চেহারা আর কত, তারপরেও কামড় দিয়া পইরা রইলাম। মাঝে সাঝে সিসিবিতে ঢুকা হইত, একটা দুইটা লিংক ধইরা। মেম্বার আগে থেকাই হইয়া ছিলাম, কিন্তু নিয়মিত হইনাই কখনই।
তিন নাম্বার পাপ করলাম, বছরব্যাপি গুনাহ হইতে থাকলো, “ল্যান্দি পাপ”।

ঘটনা ৪.
কিছুদিন আগে “২৫ নভেম্বর ২০০৯: নয় মাস পর আবারো . . . একজন নারীর কিছু কথা . . .” লেখাটি পড়তে সিসিবিতে ঢুকলাম, ফেসবুক লিংক। খুব সুন্দর লাগলো। জেরিনরে পড়াইলাম। আরও কিছু লেখা পড়লাম, দুইজনই। ভালো লাইগা গেল। অতঃপর পিকনিকে যাওয়ার উদ্দেশ্যেই হোক, আর জেরিনের প্যানপ্যানানিতেই হোক, ব্লগ লেখার নামে একটা আবর্জনা নামায় দিলাম। ধন্যবাদ জেরিন আর এইখানে সবাই দেখি চরম ফ্রেন্ডলি, কেউ দেখি পঁচায়ই না। মজা পাইয়া গেলাম। যেই ছাগলটা ব্লগ শুনলে ভ্রু কুচকাইতো, আর ফেসবুকে সব দাঁত কেলায় দিয়া হাসতো, সে এখন সারাদিন সিসিবিতে পইরা থাকে। সাথে লেজ হিসাবে জেরিন ফ্রি(যদিও ও এখন আমার চেয়ে বেশি থাকে)।
হাল্কা পাপ মোচন হইলো।

ঘটনা ৫.
গত ৭তারিখ বিকালে হঠাৎ হাসনাইন ফোন কইরা কইলোঃ “ওই, সিসিবির গেঞ্জির সামনের জন্য একটা ডিজাইন কইরা দিবি, এক্ষনই।” বাসায় ওইদিন অনেক কাজ ছিলো, আব্বু মাত্র দেশের বাইরে থেকা আসছে, মামা আসবে, এয়ারপোর্ট যাইতে হবে আবার। আমার মতন অলসের তো পুরাই “নভিসেস পেরেড” চলতেছে। কিন্তু মনের ভিতর থেকাই একটা তাড়না কাজ করতেছিলো। তাই সব দৌড়াদৌড়ি শেষ কইরা রাতে ঘন্টাখানেক খাইটা খুইটা একটা ডিজাইন বানায় মেইল কইরা দিলাম। রায়হান জানাইলো, তোরটা বেশি হিজিবিজি হইয়া গেছে, কাইয়ুম ভাইয়েরটা সিম্পল আর গর্জিয়াস, ওইটাই দিতেছি। সত্যিই দেখি তাই, চরম হইছে। যেহেতু বাদ পড়ছি, তাই এখন নিয়ম মোতাবেক আমার হাল্কা মন খারাপ হওয়ার কথা। কিন্তু কি আশ্চর্য, বেশ ভালো লাগতেছে। সিসিবির জন্য ভালো কিছু হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো, আমি কিছু করতে পারি না পারি, আমদের ভালবাসার সিসিবির জন্য কিছু করার অক্রিত্তিম চেষ্টা তো করেছি, এবং সেইটা অন্তরের গভীর থেকাই আসছে।

শুভ জন্মদিন সিসিবি আর আমার স্যালুট তাদের প্রতি, যারা আমার মতন জ্ঞানগর্ধবদের পাশে নিয়েই সিসিবিকে আজ এতদূর নিয়ে এসেছেন।

design001

৯,২৩৭ বার দেখা হয়েছে

১১৮ টি মন্তব্য : “নিজের ঢোল নিজেই পিটামু, কার কি???”

  1. সামিয়া (৯৯-০৫)
    এইখানে সবাই দেখি চরম ফ্রেন্ডলি, কেউ দেখি পঁচায়ই না

    চরম মিছা কথা...এইখানে সবাই শত্রু ভাবাপন্ন...আর এইখানের মাইনষের মতন ইবলিশ টাইপ মানুষ আর হয় না। সময় থাকতে থাকতে এখুনি ভাগো। আমি তোমার বন্ধু মানুষ তাই উপদেশটা দিলাম। 😐

    জবাব দিন
  2. থাক আর কত ঢোল পিটাবি? তুই যে পরিমান অলস সেই পরিমান জোরে ঢোল বাজাইতে গেলে ১০০% শিওর যে ঢোল ফাইটা যাবে!
    এইবার আসল কথা বলি,অলস টান্টুর সরস লেখা পড়ে আমি তো আবার তোর প্রেম এ পড়ে গেলাম! :boss: :boss: :boss:
    কিপ ইট আপ

    জবাব দিন
  3. বন্য (৯৯-০৫)

    সবাইরে জানায়া রাখি,আহমেদ কিন্তু আসলেই বস্টাইপ/মাল্টাইপ ডিজাইনার..ইনফ্যাক্ট আমার দেখা অন্যতম বেষ্ট। :boss:
    সিসিবির প্রতি এই ভালোবাসা অটুট থাকুক আজীবন :hatsoff:
    ও আরকেটা কথা,নিয়মতো বোধহয় একটু চেন্জ হইসে....পিকনিকে যাইতে হইলে এখন ১০ টা ব্লগ দেওয়া লাগে..কিচ্ছু করার নাই দোস্ত..নিয়ম বলে কথা... :grr: :grr: :grr:

    জবাব দিন
  4. মিশেল (৯৪-০০)

    @ সামিয়া

    এইসব কি কথা সামিয়া??? তোমারে তো ভালো জানতাম। তুমি তো দেখি সিনিয়ররে ইজ্জতই দিতে জানো না। স্টার্ট ফ্রন্টরোল। গেটাপ বলার আগ পর্যন্ত দিতে থাক।

    জবাব দিন
  5. আরে বেটা এই সব ডায়লগ রাখ,আর দুমধাম লিখতে থাক। :chup:
    অঃটঃ আমি খুব ই অবাক হইলাম এইটা দেখে,আমি যেটা করাইতে পারলাম না এক পিকনিক সেটা করে দিল! সিসিবির পিকনিক এর এত্ত জোর 😮

    জবাব দিন
  6. রকিব (০১-০৭)

    নাহ তাইলে আপনি পিকনিকে যাবেনই। 😕 😕 লেখা সিরাম হইছে ভাইয়া।
    অফটপিকঃ জেরিন আপু, আমিও আহমেদ ভাইয়ের মতো ভালো ছেলে। আপনার পরিচিত কেউ থাকলে আমার কথা জানাবেন। :shy:


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  7. দিহান আহসান

    এইনা হলে বিয়াপার, ল্যাজ সহ আগমন। ;))
    আহারে পিকনিক, এই পিকনিক কইরা কইরা পোলাপাইন সবতে টান্টু আহমেদ'রে দিয়া লিখা নামায় যাইতাসে, ;;;
    আহমেদ ভাইয়া লিখতে থাকো, চমৎকার লিখো তুমি 🙂

    জবাব দিন
  8. হাসনাইন (৯৯-০৫)

    তোর ডিজাইন আমার ভাল লাগছে। বিশেষ করে লাল হাইসের ক্যাডেট হইয়াও সাম্প্রদায়িক হস নাই। :grr:
    হেডার বানাই দিমুনে, ওক্কে??
    এইবার আর রক্ষা নাই তোর, এখন থেইকা নিয়মিত ডিজাইন সাপ্লাই দিয়া যাবি। :grr:

    আর সবচেয়ে বড় কথা হলো, আমি কিছু করতে পারি না পারি, আমদের ভালবাসার সিসিবির জন্য কিছু করার অক্রিত্তিম চেষ্টা তো করেছি, এবং সেইটা অন্তরের গভীর থেকাই আসছে।

    :thumbup:

    জবাব দিন
  9. আহমেদ দোস্ত মন খারাপ করিস না। আমার আরেকটু পোলাইটলি কওয়া উচিত ছিল 🙁 ডিজাইনটা কিন্তু তোরটা অনেক সুন্দর হইছে। কিন্তু ব্লক দেওয়া যাবে কীনা সিউর ছিলাম না। মাফ দিস।

    জবাব দিন
    • আহমেদ

      ব্যাপার না। আমি বুঝতে পারতেছি না যে, তুই এতো ইমোশনাল হইয়া গেলি কেন??? জাউগ্যা... ইমোশনাল যখন হইছোসই, এখন তো আমার পার্ট নেয়ার পালা। যা, এক কাজ কর, একদিন স্টারে খাওয়ায় দিস :grr: :grr: :grr:

      জবাব দিন
  10. সাব্বির (৯৫-০১)

    পোষ্টের নাম টা বেশ ভাল হইছে।
    কথায় আছে, বৌ আর ঢোল নাকি পিটানোর উপর রাখতে হয়।
    আমি অবশ্য এই কথায় বিশ্বাসী না।
    কথা টার অর্ধেক সত্য, কিন্তু কোন অর্ধেক তা কমু না 😉

    জবাব দিন
  11. আতিক (৯৩-৯৯)

    ব্লগের শেষ পর্যায় এসে আমি কিছুটা confused !!!!... কারণ বুজতে পারছিনা আমি ব্লগটা পড়ে আনন্দ পেলাম না মন্তব্য গুলো পড়ে হাসছিলাম. .. good one ... =)) তবে খারাপ লাগলো ম্যান লাল রংটা কৈ ?? 😉

    জবাব দিন
  12. রহমান (৯২-৯৮)

    আহমেদ, তোমার এই ডিজাইনটাও বেশ সুন্দর হয়েছে। ডিজাইনটির ব্যাখ্যা দিলে আরো ভাল হতো। তবে আমার কিছু প্রশ্ন এবং সাজেশন আছেঃ
    ১। ছবিতে সবুজ ছোপ ছোপ রঙ্ দ্বারা কি বুঝাতে চাইছো ?
    ২। মাউসের ক্যাবলে আটকানো অতিরিক্ত 'C' অক্ষরটি দিয়ে কি বুঝানো হচ্ছে?
    ৩। ছবিটিতে লাল রঙ্গের অনুপস্থিতি তোমার মতো অন্যান্য লাল হাউসের ক্যাডেট/এক্স ক্যাডেটদের মনে দুঃখ বাড়াতে পারে। (আমি অবশ্য নীল হাউসের)
    ৪। CCB লিখাটা তিন হাউসের রং দিয়ে লিখে মাউসটা হলুদ করে সব হাউসের কালার নিয়ে আসতে পার। (ব্যক্তিগত মতামত)

    জবাব দিন
    • আহমেদ

      উত্তরমালাঃ
      ১| একটু ক্যাজুয়ালি ছিটকে পড়া রঙ বুঝাইতে চাইছিলাম। আফসোস, কেউই বুঝলো না :bash:
      ২| এইটা তো সিসিবি'র লোগো "C"। আফসোস, এটাও কেউই বুঝলো না :bash: :bash:
      ৩| লাল তো নিজের হাউসের রঙ। তাই নিরপেক্ষতার অনন্য সাধারণ নজির স্থাপন করতে গিয়াই এই ঝামেলাটা হইছে। ব্যাপক মিসটেক হইয়া গেছে ভাইয়া, আর হইবো না 🙁
      ৪| :thumbup:

      জবাব দিন
  13. আহ্সান (৮৮-৯৪)

    আহমেদ,
    লেখা ভালো হইছে। ডিজাইনটাও ভালো হইছে...

    ।CCB লিখাটা তিন হাউসের রং দিয়ে লিখে মাউসটা হলুদ করে সব হাউসের কালার নিয়ে আসতে পার।

    রহমানের সাথে এ ব্যাপারে আমিও এক মত।
    আর তোমার :just: ফ্রেন্ড মানে আমাদের :just: ভাবীকে ধন্যবাদ যে তার প্যানপ্যানিতে (তোমার ভাষায়) হলেও তুমি এত্ত সুন্দর একটা লেখা লিখছো।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।