বুয়ার ডিভি লটারী!!!

যারা এইবার অনলাইনে ডিভি-২০১১ এর জন্য আবেদন করেছেন, তাদের জন্য এই ছোট্ট লেখাটা পড়া ফরয! এই তো গতকাল দুপুরে খাবার সময় আমাদের বাসার বুয়া আম্মুকে বললোঃ
“আফা, দোয়া কইরেন, ডিবি এইবার ফাইয়া গেলে হয়, আমরিকা জামুগা! এই দেশে আর না।”
আম্মুর প্রশ্নঃ “তুমি ডিভির ফর্ম জমা দিছো? এখন তো সব কম্পিউটারে করতে হয়, তোমারটা কে করে দিলো?”
বুয়াঃ “ফরম দেওন লাগবো না আফা। এইটা হইলো লটারীর ব্যাফার। আল্লায় কফালে রাখলে জামু, নাইলে না।”
আম্মুঃ “আরে, তুমি যদি আবেদনই না করো, তাহলে তোমার লটারী হবে কেমনে?”
বুয়াঃ “এতো কথা কইয়েন না আফা, চাইরদিকে কত মাইনষে আবেদন করে, কয়জনেরটা হয়? কফালে থাকলে এম্নিতেই হইব, আবেদন লাকতো না!” 😮

৩,৬১২ বার দেখা হয়েছে

৪৬ টি মন্তব্য : “বুয়ার ডিভি লটারী!!!”

  1. সামিয়া (৯৯-০৫)

    চ্রম চ্রম চ্রম...বিশাল মজা পাইছি... =))
    আবার একটু দুঃখও পাইছি, এই রকম অজ্ঞতার জন্য মাঝে মাঝে তাঁরা বিশাল দুর্ভোগ পোহান।
    তবে এত ছোট লেখা হলে আমরা সেটাকে পিকনিকের জন্য কন্সিডার করিনা, আরেকটু বড় হতে হয়। কি বলেন কাইয়্যুম ভাই?

    জবাব দিন
  2. আহমেদ

    ভাইরে, আপনেরা সবাই কি ক্যাডেট কলেজের স্টাফ হইয়া গেলেন নাকি??? পিকনিকের লোভ দেখাইয়া, আমার মতন একটা ছোট্ট নাজুক শিশুকে দিয়া কত কষ্ট করাইতেছেন... আপনাদের দিলে কি একটুও দয়া হয় না??? :(( :(( :((

    জবাব দিন
  3. আশহাব (২০০২-০৮)

    এতো কথা কইয়েন না আফা, চাইরদিকে কত মাইনষে আবেদন করে, কয়জনেরটা হয়? কফালে থাকলে এম্নিতেই হইব, আবেদন লাকতো না! :khekz: :khekz: :khekz:
    =)) =)) =)) =)) =))
    এর চেয়ে বেশী confident হওয়া জীবনে সম্ভব নয় :thumbup:


    "Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
    - A Concerto Is a Conversation

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।