যারা এইবার অনলাইনে ডিভি-২০১১ এর জন্য আবেদন করেছেন, তাদের জন্য এই ছোট্ট লেখাটা পড়া ফরয! এই তো গতকাল দুপুরে খাবার সময় আমাদের বাসার বুয়া আম্মুকে বললোঃ
“আফা, দোয়া কইরেন, ডিবি এইবার ফাইয়া গেলে হয়, আমরিকা জামুগা! এই দেশে আর না।”
আম্মুর প্রশ্নঃ “তুমি ডিভির ফর্ম জমা দিছো? এখন তো সব কম্পিউটারে করতে হয়, তোমারটা কে করে দিলো?”
বুয়াঃ “ফরম দেওন লাগবো না আফা। এইটা হইলো লটারীর ব্যাফার। আল্লায় কফালে রাখলে জামু, নাইলে না।”
আম্মুঃ “আরে, তুমি যদি আবেদনই না করো, তাহলে তোমার লটারী হবে কেমনে?”
বুয়াঃ “এতো কথা কইয়েন না আফা, চাইরদিকে কত মাইনষে আবেদন করে, কয়জনেরটা হয়? কফালে থাকলে এম্নিতেই হইব, আবেদন লাকতো না!” 😮
৪৬ টি মন্তব্য : “বুয়ার ডিভি লটারী!!!”
মন্তব্য করুন
=)) =)) =)) =)) =))
:khekz:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:)) 😀 :)) 😀
=))
হিহিহিহিহি।হাহাহাহাহা।তোদের বাসার বুআ তো খুবই বুদ্ধিমান।বুআর থেকে কিছু শিখে নিতে পারিস না?
:shy:
😀
=))
=)) :khekz:
আজকের মধ্যে আর ৩ টা জমা দিতে পারবি???
পারতেই হবে... পিকনিক আমি ছারুম না। x-(
:thumbup:
মাগনা নাকি... হুহ। ;))
আহমেদ, টি-শার্টের সাইজ চাইলা L আর এখন লেখা জমা দিচ্ছ S সাইজের। তাহলেতো হবি না। মাস্ফ্যু সাইজের লেখা দেও ;;;
চ্রম চ্রম চ্রম...বিশাল মজা পাইছি... =))
আবার একটু দুঃখও পাইছি, এই রকম অজ্ঞতার জন্য মাঝে মাঝে তাঁরা বিশাল দুর্ভোগ পোহান।
তবে এত ছোট লেখা হলে আমরা সেটাকে পিকনিকের জন্য কন্সিডার করিনা, আরেকটু বড় হতে হয়। কি বলেন কাইয়্যুম ভাই?
ভাইরে, আপনেরা সবাই কি ক্যাডেট কলেজের স্টাফ হইয়া গেলেন নাকি??? পিকনিকের লোভ দেখাইয়া, আমার মতন একটা ছোট্ট নাজুক শিশুকে দিয়া কত কষ্ট করাইতেছেন... আপনাদের দিলে কি একটুও দয়া হয় না??? :(( :(( :((
দারুন একখান পোষ্ট দিলেন ভাইয়া। নেন :teacup: খান।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
মানুষজন আমারে পিকনিক থেকা বাদ দিয়া দিতেছে, আর তুই আমারে চা খাইতে দিলি??? এইটা হইল কিছু?? আয় বেটা, আমার সেথে আন্দোলনে নাইমা যা... :gulli2: :gulli: :gulli2: :gulli: :gulli2: :gulli:
আন্দোলনে নাইমা কি হইবো, আইতে তো পারুম না। তাই আপনার দুঃখে সমব্যথী হইবার চেষ্টা করতেছি। :grr: :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
😡
:salute:
:)) :)) :)) :)) :))
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
খিক খিক... মজাক পেলুম... হালুম হালুম। 😀
আর তিন রান মামা। প্রচুর ইয়্ররকার বল পড়তেছে, ঘাবড়াইস না।... হে হে 😛
ঐ যে কি যেন...
যদি লক্ষ্য থাকে অটুট..... 😀 B-)
যা বেটা, ঘোড়ার ডিমের ৩রান!!! তোরা সব পাষান। আমারে বাদ দিতেছিস। :(( :(( :((
ক্ষ্যামতা আমার হাতে নাইগো মামা। ক্ষ্যামতা থাকলে অবশ্যি অপব্যবহার করতাম এক্ষেত্রে, সব্বাই করে। :grr:
পাষান না পাষান না... শিমার। :grr:
তোর টাইমিংটা ভাল হয় নাই, সবাই একটু ট্যাড়া চোখ মারবই। 😀
পাঁচটা ব্লগ কথার কথা। লিখতাসস এটাই বড়। লেখালেখির মানুষ বাড়লে এইখানের সবাই খুশি হয়। 🙂
ব্যাপার না।। ব্লগে আবার স্বাগতম। :salute:
লিখতে থাক পড়তে থাকি। :hatsoff:
😡 😡 😡
হাহাহাহা...... =)) =)) =))
:)) :)) :))
বাপরে বাপ,,,এক পিকনিক এর জন্য মানুষ কত কিছু করে।আমি নিয়ে যাব তোকে পিকনিক এ,,,তাও তুই কান্দিস না প্লিজ
:khekz:
=)) =)) =)) =))
প্রমিজ??? 😉
😮 ;;; ;))
মানুষ তার স্বপ্নের সমান বড়
:khekz: :khekz: :goragori: :goragori:
দেখে শুনে খেলতে থাক :thumbup:
:khekz:
=)) =))
এতো কথা কইয়েন না আফা, চাইরদিকে কত মাইনষে আবেদন করে, কয়জনেরটা হয়? কফালে থাকলে এম্নিতেই হইব, আবেদন লাকতো না! :khekz: :khekz: :khekz:
=)) =)) =)) =)) =))
এর চেয়ে বেশী confident হওয়া জীবনে সম্ভব নয় :thumbup:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
=)) =))
=)) =)) =)) =)) =)) =)) =)) =)) =))
আরও কয়েকটা দিলেও মনে হয় পুরাপুরি বুঝা যাবে না।
R@fee
=)) =)) =)) =)) =)) =)) =))
বাসার বু্য়াও দেখি রকায় :grr: :grr: :grr:
এত স্মার্ট বুয়া কোথায় পাওয়া যায়? :-/ 😀 :-/
চ্যারিটি বিগিনস এট হোম
তাই তো বলি সারাদিন আমার কাছে কেন তুই বুআর গল্প করিস!!
আয়হায় তোমরা খালি সারাদিন বুয়ার গল্প কর 😮 কেম্নে কি :-B
মানুষ তার স্বপ্নের সমান বড়
বাহ টান্টু, বুয়ার দিকে দেখি ভালই খিয়াল রাখস। :grr: :grr: :grr:
:dreamy: :dreamy: :dreamy:
হো বুয়াই সব আমি তো কেও না! :((
:chup: :chup: :chup: