ক্যাডেট কলেজে আসিবার পূর্বে প্রতীক (ছদ্মনাম), উদয়ন স্কুল-এ পড়িত। শান্ত শিষ্ঠ এবং ভদ্র ক্যাডেট হিসাবে সপ্তম শ্রেণীতেই তাহার বেশ নামডাক। মনে করিতে পারি, তাহার দুই বৎসর ক্যাডেট জীবনে অনেক অভিমান আর দুঃখের পাহাড় জমিয়া উঠিয়াছিল। মাঝে মাঝে আমাদিগকে তাহার মনের কষ্টের কথা শুনাইয়া ছাড়িত। অভিমান জমিতে জমিতে যখন নিতান্তই অসহনীয় হইয়া উঠিল, তখন সে ঠিক করিল, কলেজ হইতে পালাইয়া বাড়ী যাইতে হইবে, এ জীবনে তাহার আর কিছুই পাইবার নাই। সে ঘটনাটি ঘটাইল। তখন অষ্টম শ্রেণীর কথা। তাহার মনে উদয় হইল, আমাকে অবস্যই বাড়িতে যাইতে হইবে, আজই।
তখনও আমরা কেহই কিছু জানি না। সকাল হইলে ওস্তাদ-এর বাঁশী শুনিয়া সবাই ফল-ইন হইল, প্যারেড স্টেট লইতে গিয়া নিজাম ওস্তাদ খেয়াল করিলেন, প্রতীক নাই। ত্বরিৎ ছুটিয়া গিয়া, হাউস ইতি-পাতি করিয়া খুঁজিতে লাগিলেন। কোথাও না পাইয়া তৃতীয় তলার প্রক্ষালণ গৃহে খুঁজিতে গেলেন। সেখানেও না পাইয়া, কি করিবেন চিন্তা করিতে করিতে যখন প্রতীক-এর মুন্ডুপাত করিতেছেন, খেয়াল করিলেন, সোহরাওয়ার্দি হাউসের পোর্চের শেড-এর উপর একখানা খাকি কাপড়ের দলা পড়িয়া আছে। খাকিতে পারে কি থাকিতে পারেনার হিশাব করিতে করিতে ফিরিতে যাইবেন, হঠাৎ খেয়াল করিলেন, খাকির দলা নড়িয়া উঠিল। দৌড়াইয়া পোর্চে আসিয়া দেখিলেন, খাকির দলাটা আসলে প্রতীক-কে আবৃত করিয়া রাখিয়াছে, যাহাতে সে ঘুমাইয়া আছে। তাহার খাকি-তে কোন এপুলেট ছিল না, মেটাল ছিল না, নেম প্লেট-ও ছিল না।
নিজাম ওস্তাদ সর্বকালই এডজ্যুট্যান্ট-কে তেলাইতে উস্তাদ। “পাইছি তোরে”, “খাইছি তোরে” করিতে করিতে প্রতীককে এডজ্যুট্যন্ট-এর কাছে লইয়া গেলেন। অষ্টম শ্রেণীতে আমাদের ব্যাচের প্রথম “এক্সট্রা ড্রীল” খাইতে দেখিলাম।
পরের কথাঃ পরে জানিতে পারিলাম, শিয়াল -এর ভয়ে সে পোর্চের শেড হইতে নামিবার সাহস করে নাই, আবার পোর্চ বাইয়া উঠিবারও পারে নাই (৪’-৪”)। নিতান্তই ক্লান্ত হইয়া, শেড-এর উপর-ই ঘুমাইয়া পড়িয়াছে। এপুলেট খুলিয়া রাখিবার কারণ জিজ্ঞাসিলে বলিল “যাহাতে সে কোন শ্রেণীর তা কেউ বুঝিতে না পারে” – এই কারণে খুলিয়া গেছে, মেটাল খুলেছিলি কেন? “যাহাতে খাকি দেখিলে সবাই মনে করে, কলেজ-এর কোন তৃতীয় শ্রেণীর কর্মচারী” (সাধু সাধু)। মনে পরে কত নিষ্ঠুর ছিলাম, হাসিতে হাসিতে জিজ্ঞেস করেছিলাম, “বাটি ছাট-এর কি করতি, যেই দেখতো, বুঝে ফেলতো”।
কিছুক্ষণ তাকাইয়া থাকিয়া বলিল, “মাথায় কিস্তি টুপি পড়েছিলাম”।
1st 😀 😀 😀
একটুর জন্য :(( :((
খ্যাক খ্যাক খ্যাক, ছুতার আর অভাব নাই, খ্যাক খ্যাক খ্যাক 😛 😛 😛
মামা তোর তো প্যাক প্যাক করার কথা..................খ্যাক খ্যাক করতাছস ক্যান?ভালো আসছ?
আহারে খাটো হওয়ায় বেচারার কি অবস্থা 😛 😛 :grr:
B-) B-) B-) ৩য়
১ম পুস্টে গইড় পারন লাগে ভাই, :grr:
গোস্তাখী মাফ কইরেন 🙁 :frontroll:
😀
এই কাহিনী আমি বিবাহের পরের দিনই শুনিয়াছিলাম, বাই এনি চান্স ঘটনার নায়ক আমার বর না তো?
বর -এর নাম কি? মির্জাপুর-এর? :-/
আগে বলেন আপনি ৩১ এর ওয়েবসাইট বানানো আফতাব ভাই নাকি?
আপু ভাইয়ার নাম আমি বলে দিই? ;))
প্রোফাইলটা আগে দেখার বুদ্ধি কখনই হইলো না, এখন বুঝতে পারছি। না, মামুন না!
৩১-এর ওয়েবসাইট, হ্যা।
ভাইয়া প্রথম ব্লগে ১০ টা ফ্রন্টরোল দিতে হ্য় :grr:
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
দিয়া ফালাইলাম।
ব্লগে স্বাগতম আফতাব ভাই । ঠিক ঠাহর করতে পাচ্চিনা কবি এখানে কার কতা বলেচেন 😛
আদনান, সোহরাওয়ার্দি হাউসের কেউ, আর ধন্যবাদ
স্বাগতম ভাইয়া, মজা পাইলাম
ধন্যবাদ
:)) :)) :))
লেখা জব্বর হইছে আফতাব ভাই :thumbup:
মিশেল, ধন্যবাদ।
=)) =))
স্বাগতম ভাইয়া, মজা পাইলাম :boss: :boss: :clap:
”
ব্লগে স্বাগতম আফতাব ভাই।
রবার্তো কার্লোস আফতাব ভাই প্রথম ব্লগে ব্যাটসম্যান আফতাবের মত ছক্কা মারলেন (যদিও আসল আফতাবের সেই দিন নাই)
এত কিছু মনে আছে? মুগ্ধ হইলাম। :thumbup:
গুরু,আপনারে ব্লগে দেখে খুবই ভালো লাগছে । 🙂
মান্না, :-B
ব্লগে স্বাগতম ভাইয়া 🙂
লিখা পড়ে হাসতে হাসতে শেষ, আর গল্পের নায়ক যদি আমাদের মামুন ভাই হয়, তাহলেতো 😛 :grr:
ধন্যবাদ। না, মামুন না। মামুন-রে নিয়া বেশ কিছু "মানবঢাল" [ :gulli2: ] আছে দেখা যায়, মেলিতা একটু ঝেরে কাঁশবা?
:tuski:
আপনাদের সব গল্প ই ও আমাকে শুনাইছে, কিন্তু কোন নাম ছাড়া(আপনার পদ্ধতিতে)
এইজন্য বুঝি না কে নায়ক কে খলনায়ক
মামুন -এর সমস্ত বর্ণনাই কিন্তু বেশ সরেশ. ওর বলা গল্প কিছু উদ্ধৃত করে দিও. সবাই খুব মজা পাবে.
ফয়সাল ভাই তো সুযোগ পেলেই দোষারোপ করে আমাকে, বিয়ের পর নাকি ও জোক্সের মান কমে গেছে। 🙁
এইটা কিছুতা হলেও সত্য বলেই মনে হয় 😀
বুঝেন না ভাইয়া "এক ঘরমে দো পীর" কি আর থাকে 😉
:khekz:
চ্যারিটি বিগিনস এট হোম
ভাইয়া শিরোনামে "পরেছিলাম" হবে..কিংবা পরিয়াছিলাম 😀
রবার্তো কার্লোস আফতাব ভাই প্রথম ব্লগে ব্যাটসম্যান আফতাবের মত ছক্কা মারলেন :boss: :boss:
লেখালেখির অভ্যাস কোনদিন ছিল না, ছয় ছয় বারোটা ওয়ালপেপার-এ কাজ করসি কিন্তু কোনো লেখা ছাপানোর সুযোগ হয় নাই. এখন সুযোগ টা পেয়ে :just: শুরু করে দিলাম আর কি. এই লেখাটা সাধু ভাষায় লেখার চেষ্টা করসি কিন্তু ডায়লগ সবই (শুধু শেষ দুটি) কথ্য রূপে. বাকিগুলো মনোলগ / প্রলোগ / পাস্কাল / কপিকল ... (ক্ষমা) যে কোনো কিছু হইতে পারে.
এক কোথায় - এইটা "গুরুচন্ডালি" দোষে ভরা ... :bash:
ভাইয়া বড় লেখকের গুরু চন্ডালী করতে পারে(উদাহরনঃজীবনানন্দ দাশ)
আফতাব ভাই- অভিনন্দনঃ মিস্টি খাওয়ান।
"মাইরালচে" । এইটা ঠিক হইলো না। আমি মামুন-এর গন্ধ পাইতেসি।
মিষ্টি অতি স্বত্তর খাওয়াবো, সবাইকেই, কিন্তু এডজ্যুট্যান্টের মিষ্টি টা এখনো খাইলাম না তো! :dreamy: -- সবাই সবাই
জটিল মজা পাইলাম ভাইয়া :khekz:
ব্লগে স্বাগতম :hug:
ধন্যবাদ রেজওয়ান
লেখার স্টাইলটা চরম লেগেছে ভাইয়া। শুভ ব্লগিং ভাইয়া, নেন :teacup: খান।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ব্লগে স্বাগতম আফতাব ভাই :hug:
জটিল মজা পাইলাম :boss: :boss: :boss:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
লেখার স্টাইলটা চরম লেগেছে ভাইয়া।
জটিল মজা পাইলাম।
আফতাব ভাই ব্লগে স্বাগতম।
😀
ধন্যবাদ রকিব, আশহাব, সাব্বির
কিস্তি টুপি পড়েছিলাম .. :)) :))
চ্রম । ব্লগে স্বাগতম ভাইয়া। নিয়মিত লিখতে থাকুন।
🙂
ধন্যবাদ রাজী
যাক কালকে ক্লাবে কইছিলাম ভদ্র ভাইয়ের মতো :frontroll: দিতে। লেখা ওপেন কইরা দেখি দিয়া দিছেন। :awesome:
রবিন, তোর কথা শুইনা ভয় পাইসি, চরম 😛
হাহামগে..........................
শুভেচ্ছা আফতাব। সিসিবিতে স্বাগতম। লেখা চালিয়ে যাও.........কাইয়ুমের মতো মকরাবাজি করো না। :grr: :grr: :grr:
মেলিতা ধন্যবাদ। ভিপি তো ভীষণ ব্যস্ত, আর পুরনো অ্যাডজুটেন্ট আছে একজন। এখন মনে হচ্ছে বেশ কয়েকজনকে নতুন নিয়োগ দিতে হবে। তোমাকেই নতুন অ্যাডজুটেন্টের র্যাংক পড়িয়ে দিলাম। 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সানাউল্লাহ ভাই, সালাম। অসংখ্য ধন্যবাদ, আশা পাইলাম।
সাবাস মেলিতা! শুভেচ্ছা।
:shy: ধন্যবাদ 😀
তবে আমি মির্জাপুরের ৯৩-৯৯ ছাড়া আর কাউকে বলতে পারব কিনা সন্দেহ 🙁
আফতাব,মামা কেমন আছস?১০ টা :frontroll: দিয়া নে।পরে কথা কমু।ভালা থাকিস।
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
রুম্মান দোস্ত, আছি ভালো। অলরেডি দিয়া দিসি, উপরে দেখে নিস।
@সবাইঃ
:frontroll: -এর ব্যাপারে সবাই এতো উৎসাহী! আরো কিছু পাংগার ইমো প্রয়োজন।
আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্য।
স্বাগতম আফতাব ভাই... 😀
রবার্তো কার্লোস আফতাব ভাই প্রথম ব্লগে ব্যাটসম্যান আফতাবের মত ছক্কা মারলেন :hatsoff:
ধন্যবাদ মেহেদী .
ব্লগে সুস্বাগতম আফতাব ভাই। আসিয়াই যেমন হাঁকাইলেন, সেই বাতাসে নিশ্চিত কিস্তি টুপির পড়িয়া গেলো এবং হাসিতে হাসিতে আমরাও তদসংলগ্নতায় পড়িয়া গেলাম! :boss: :boss: :boss:
ক্রমাগত লিখিতে থাকুন, আমরা অভিকর্ষ-দরুণ পড়িতে থাকি! 😀
আমি জানতাম তুমি বাংলায় মাস্টার্স, কিন্তু ফিসিক্স -এও কি ছক্কাবাজ ? অসংখ্য ধন্যবাদ।
আমি বাংলায় পড়ি নাই তো! :grr:
বাংলা এইচএসসি পর্যন্তই পড়া, তারপরে তড়িৎ নিয়ে ইংরেজি বই পড়তে হৈছে। 🙁
জট্টিল লাগলো
কিছুক্ষণ তাকাইয়া থাকিয়া বলিল, “মাথায় কিস্তি টুপি পড়েছিলাম। :pira: :pira: :pira:
এইটা তো আসল কিস্তি টুপির ঘটনা না।
৫ পেগ হুইস্কি খাওয়ার পর বার নাইটে যেই কাহিনীটা বলছিলেন সেইটা লিখেন।
নইলে আমি, রবিন আর মান্না সব ফাঁস কইরা দিমু।
লেখা মজা হইছে। 😀
কাছের মানুষদের ব্লগে দেখলে খুব ভালো লাগে।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
=)) =)) =))
৫ না রে আরো বেশি :))
আমার কাছে মাল্টিমেডিয়া প্রমান ছিল...মোবাইলে...ওটা কাজে লাগলে বলিস কামরুল।
পুরা কাহিনী বলতে হবে না, শুধু তোর নিজের ভাগেরটুকু বলতে পারলেও চলবে, ভুলে গিয়ে থাকলে আমার
মোবাইল থেকে দেখে ও শুনে নিতে পারিস।
=)) =)) =)) =))
ওয়াহিদ ভাই, আই লাভ ইউ। 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কামরুল, ঝামেলা করিস না, বাজে কথা বলে আমার দুর্নাম রটানোর চেষ্টা করতেসিশ :chup: তোদের মত নিন্দুক-এর ভয়ে কি আমি ব্লগ লেখা ছেড়ে দেবরে?? দাড়া, তোর ব্যবস্থা করতেসি, 😡
হ, তরে কইসে, চুপ থাক, নাইলে :gulli:
ওয়াহিদ ভাই, আপনে কাজটা ভালো করেন নাই, এইসব কি! :bash: কিস্তি টুপি খুব ভালো জিনিষ, এইটারে নিয়া আপনে আবার বিষায় তুলতেসেন সবকিছু। আপনেও পাপারাজি-তে যোগ দিলেন? 😮
কিস্তি টুপির কাহিনী নিজেই লেখেন,নাম দেন-''আমার সকল কিস্তি টুপি''।আপনার কাহিনী আমরা লিখলে পরে কাহিনী নাটকে পরিণত হবে। 😉
অসাধারণ লিখছেন আফতাব ভাই।
ব্লগে স্বাগতম। :boss:
থ্যঙ্কু
:just: :pira:
ওপেনিং দারুন।
চ্যারিটি বিগিনস এট হোম
অসংখ্য ধন্যবাদ আহমদ ভাই
কিরে ফতু হালা তুই এইহানে? :just: :gulli2: :gulli2: করুম।তোর :frontroll: এ কাম হবেনা।আমার নাম দেখে কনফিউজ্ড হলে মনে করিস ইমরান নামে একজন ছিল।
প্রব্লেম হইল ক্যাডেটরা আমারে দুই নামেই চিনে। :goragori:
সমস্যার কিছু নাই, আমি তোরে ঠিক-ই চিনসি। ভালো আছিস আশা করি।
কর ব্রাশ ফায়ার কর। :))